ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের পর থেকে বিশ্꧂বের নানা ক্ষেত্রের সঙ্গে প্রভাবিত হয়েছে ক্রীড়াক্ষেত্রও। সেই ছবিটা এবার ধরা পড়ল ইংলিশ প্রিমিয়ার লিগে। এবার চেলসির ‘অভিভাবকত্ব’ হস্তান্তর করলেন রোমান আব্রামোভিচ। আসলে দলটি ইংলিশ ক্লাব হলেও তার মালিক রোমান আব্রামোভিচ একজন রাশিয়ান। ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ক্লাবটিও রোষানলে পড়তে হয়েছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রোমান আব্রামোভিচ। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়ে ক্লাবের নিয়ন্ত্রকের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এমন অবস্থায় চাপের মুখ🍃ে পড়ে এই ধনকুবের ক্লাবের দেখাশোনার দায়িত্ব চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে তুলে দেন।
এক কথায় বলা যেতে পারে চেলসির নিয়ন্ত্রণ ছাড়লেন রোমান আব্রামোভিচ। ২৬ ফেব্রুয়ারি শনিবার চেলসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে൲ জানানো হয়, ক্লাবের মালিকানা না ছাড়লেও আব্রামোভিচ ক্লাবের সকল দায় দায়িত্ব চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের কাছে হস্তান্তর করেছেন। এক বিবৃতিতে আব্রামোভিচ বলেন, ‘চেলসিরꦗ ২০ বছরের মালিকানার সময়ে আমি সবসময় ক্লাবের স্বার্থ সবার আগে দেখেছি। আর এই সময় আমি কেবল ক্লাবের একজন কর্মকর্তা হিসেবেই নিজেকে ভেবেছি। যার কাজ ক্লাবের উন্নতির জন্য কাজ করা ক্লাবের ভবিষ্যৎ মজবুত করা। সেই সঙ্গে সমাজে ইতবাচক ভূমিকা রাখা।’
রাশিয়ান এই ধনকুবের বিরুদ্ধে যুক্তরাজ্যের পার্লামেন্টের এক সদস্য কিছু নতি ফাঁস করেন। যেখানে দেখা যায় আব্রামোভিচ রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের অনেক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত। আর একারণেই তাকে ক্লাবের মালিকানার পদ থেকে সরিয়ে দেওয়ারও জোর দাবী ওঠে। সেই পরিপ্রেক্ষিতেই অব♕শেষে রোমান আব্রামোভিচ নিজেই সরে দাঁড়িয়েছেন ক্লাবের নিয়ন্ত্রকের পদ থেকে। আব্রামোভিচ আরও বলেন, ‘আমি ক্লাবের জন্য সেরাটা ভেবেছি ও সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি ক্লাবের মূল্যবোধের প্রতি একাত্ম থেকে ক্লাবের দায়ভার চেলসি ফাউন্ডেশনের ট্রাস্টিদের হাতে তুলে দিচ্ছি। আমি মনে করি বর্তমান সময়ে ত♎ারা ক্লাব, খেলোয়াড়, কর্মকর্তা এবং সমর্থকদের সবচেয়ে ভালো দেখভাল করতে পারবেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।