আইপিএল ২০২০-র গ্রুপ স্টেজের লড়াই ধীরে ধীরে তার শেষ পর্যায়ে প্রবেশ করে গেছে। তবে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত এমন একটি দল যারা প্রথম একাদশ কি হবে, ব্যাটিং লাইন আপ কি হবে বা কোন কোন বোলারকে দিয়ে ২০ ওভার বল করানো হবে তা ঠিক করেই উঠতে পারেনি । ফলস্বরূপ টুর্নামেন্ট জুড়ে তাদের চড়াই উতরাই লেগেই রয়েছে। ব্যক্তিগত নৈপুণ্যে কিছু ম্যাচ জিতলেও দল হিসেবে জᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্বলে উঠতে পা🐻রেনি নাইটরা। দশমীর শারজা ফের তার সাক্ষী থাকল।
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও তাদের ব্যাটিং, বোলিং সহ একাধিক সিদ্ধান্ত প্রশ্নচিহ্ন এর মুখে পড়ে গেল। যথারীতি ব্যর্থ তাদের টপ অর্ডার। মাত্র ১০ রানেই পরে গেছিল ৩ উইকেট। সেখান থেকে মর্গ্যান,গিল জুটির কাউন্টার অ্যাটাক নির্ভর ক্রিকেটে জুটিতে ৮১ রান ওঠে। কিন্তু মর্গ্যানের আউট হওয়ার পরেই ফের ব্যাটিংয়ের ছন্নছাড়া ভাব বেরিয়ে পড়ে। হঠাৎ করেই ব্যাটিং চলাকালীন এদিন কমলেশ নাগারকোটিকে ,প্যাট কামিন্সের আগে ব্যাট করতে পাঠানো হয়। যদিও ব্যাটিংয়ের ধারে ভারে কামিন্স অনেকটাই এগিয়ে। এই আইপিএলে তার একটি অর্ধ শতরান রয়েছে। ব্যাট হাতে নাগারকোটি চূড়ান্ত ব্যর্থ হন। একাধিক প্রশ্ন ওঠে কেকেআর টি🐻ম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে। তবে এরকম অদ্ভুত সিদ্ধান্তের এখানেই ইতি ঘটেনি।
কিংস ইলেভেন পঞ্জাবের দুই ব্যাটসম্যান ক্রিস গেইল এবং মনদীপ সিং যখন সব কেকেআর বোলারদের অনায়াসে খেলে দিয়ে রান তুলে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন তখন একটি ওভারের জন্যও বল কমলেশ নাগারকোটির হাতে তুলে দিলেন না অধিনায়ক মর্গ্যান। যদিও দলে একজন বিশেষজ্ঞ বোলার হিসেবেই খেলছেন তিনি। এই সিদ্ধান্ত নিয়ে ওঠে একাধিক 𒀰প্রশ্ন।
এক অভিজ্ঞ সাংবাদিক টুইটারে ভারতের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান তথা বর্তমানে ধারাভাষ্যকার দীপ দাশগুপ্তকেও ট্যাগ করে এই প্রশ্নগুলি তো🧸লেন এবং তাকে আলোকপাত করার অনুরোধ জানান। কেন নাগারকোটিকে বল দেওয়া হল না, তাঁর চোট আছে কি না, সেই নিয়ে নাইট শিবির থেকে কিছু বলা হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।