গিল থেকে শুরু, বোলিংয়ে কামাল করলেন নাগরকোটি ও মাভি। এদের দৌলতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা রয়্যালসদের ৩৭ রানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের সমস্ত বড় ঘটনার বিবরণ পড়ুন নিচে। আইপিএল সংক্রান্ত সব খবরের জন্য ক্লিক করুন এখানে।
পিচ ও মাঠ বুঝতে ভুল করল রাজস্থান
শারজায় দুটি ম্যাচ খেলার পর দুবাইতে এসে মানিয়ে নিতে পারল না রাজস্থান রয়্যালস। অনেকেই মারতে গিয়ে আউট হলেন পিচের চরিত্র বোঝার আগেই। এর মধ্যে অন্যতম হল স্মিথ ও স্যামসন। বাটলার শুরুতে ২১ করল♔েও বাকি টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। টম কারেন অপরাজিত ৫৪ না করলে রয়্যালসদের মুখর🅘ক্ষা হত না। বোলিংয়ে অবশ্য আর্চার অনবদ্য। ১৮ রানে নিলেন দুটি উইকেট। বাকিরা খারাপ করেননি, কিন্তু এদিনের ম্যাচটি মূলত ব্যাটিংয়ের ব্যর্থতার জন্যেই হারল স্টিভ স্মিথের দল।
তারুণ্যের জয়
৩৪ বলে ৪৭ করে ইনিংসের ভিত গড়েন শুভমন গিল। ভালো সঙ্গত করেন মর্গ্যান ৩৮ নট আউট🅷 করে। অন্যদিকে বোলিংয়ে তরুণ মাভি নেন ৪ ওভারে কুড়ি রানে দুই উইকেট। মাত্র দুই ওভার বল করে ১৩ রান দিয়ে দুই উইকেট তুলেছেন নাগরকোটি। এছাড়াও বড় প্রাপ্তি তাঁর অসাধারণ ক্যাচ আর্চারকে আউট করার জন্য। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। কুলদীপ নেন একটি উইকেট শেষে বল পেয়ে। ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন কামিন্স। সব মিলিয়ে নিলামে তারুণ্যের ওপর জোর দেওয়ার যে নীতি নিয়েছিল নাইট রাইডার্স, সেটি অবশেষে সুফল দিচ্ছে। এছাড়াও ভালো খেলছেন কামিন্স 🐲ও মর্গ্যান। এবার যদি অধিনায়ক কার্তিক ও রাসেল ছন্দে চলে আসেন, তাহলে কলকাতাকে হারানো শক্ত হবে।
পয়েন্টস টেবিলে দ্বিতীয় এখন কেকেআর
তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছে নাইটরা♐। নেট রান ๊রেটের নিরিখে প্রথমে দিল্লি, দ্বিতীয় কলকাতা ও ম্যাচ হেরে তিন নম্বরে চলে গেল রাজস্থান।
২০ ওভারে ১৩৭-৯
৩৭ রানে জয় কলকাতার। শেষ ওভারে এল এগারো। কারেন ৫৪ ও অঙ্কিত সাত রানে অপরাজিত থাকলেন। কিন্তু সব মিলিয়ে একপেশে ম্যাচে তারুণ্যে ভর করে দ্🃏বিতীয় জয় তুলে নিল কলকাতা। টুর্নামেন্টে প্রথম হার রাজস্থানের।
৩৫ বলে ৫০!
পরপর দুটি বিশাল ছক🎃্কা মেরে অর্ধশতরান টম কারেনের। ১৯ ওভারে ১২৬-৯। চার ওভারে ১ উইকেট দিয়ে ৪০ রান দিলেন নারিন।
১৮ ওভার শেষে ১০৬-৯
আউট উনাদকাট। চালাতে গিয়ে নাগরকোটির হাতে ধরা পড়লেন তিনি। কিন্তু তাঁর দাবি যে স্পাইডার ক্যামে লেগেছে বলটি। কিন্তু বারবার রিপ্লে দেখেও সেটি নিশ্চিত ভাবে বোঝা গেল না। তাই ফিরতে হবে উনাদক🅷াটকে যদিও তিনি একেবারেই খুশি নন।
অবশেষে কুলদীপ!
১৬তম ওভার করলেন কুলদীপ যাদব। ৭ রান এল সেই ওভার থে🦩কে। একজন প্রথম সারির বোলারকে কেন এত পরে সুযোগ 🌟দেওয়া হচ্ছে, কুলদীপ কি আদপে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন, সেই প্রশ্ন উঠে গেল।
আউট জোফরা
মাত্র চার বলে ছয় রান করে চালাতে গিয়ে আউট হলেন জোফরা আর্চার। বরুণের বলে চমৎকার হাই ক্যাচ নিলেন নাগরকোটি। ১৫ ওভারে ৯০-৮। অনেক ক্যাচ ফেলছেন ফিল্ডাররা, কিন্তু লং অন থেকে ছুটে এসে যেভাবে ক্যাচ নিলেন নাগরকোটি, সেটা প্রশংসার যোগ্য। ৩০ বলে ৮৫ রান চাই, ২৩ রানে অপরাজিত টম কারেন। তিনিই শেষ ভরসা রয়্যালসꦦদের।
১৪ ওভারে ৮১-৭
সাত বলে পাঁচ রান করে নারিনের বলে কার্তিকের হাতে ক্যাচ আউট হলেন গোপাল। প্রথমে আম্পায়ার আউট দেন নি, রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদল করালেন কার্তিক। ক্রিজে এলেন জোফরা আর্𝔉চার।
১২ ওভারে ৭৩-৬
নারিনকে দারুন চার মারলেন টম কারেন। অপর দিক๊ে নয়া ব্যাটার শ্রেয়স গোপাল। কিন্তু এই ম্যাচ কার্যত রয়্যালসদের হাত থেকে বেরিয়ে গিয়েছে এটা বলাই য🎃ায়। এখনও যদিও কুলদীপ ও রাসেল আসেননি বোলিং করতে। সাত বোলার কেন খেলাচ্ছে কেকেআর, সেই নিয়ে প্রশ্ন করছেন ধারাভাষ্যকাররা।
আউট তেওয়াটিয়া
হল না গত ম্যাচের পুনরাবৃত্তি। ১০ বলে ১৪ রান করে বোল্ড আউট হলেন তিনি। বরুণ চক্রবর্তীর গুগলি𒐪কে মারতে গিয়ে একেবারে খেই হারালেন তিনি। ৬৬-৬ রাজস্থান রয়্যালস।
১০ ওভারে ৬১-৫
নাগরকোটিকে অনবদ্য ছক্কা মারলেন তেওয়াটিয়া। তিনি 🍨১৩ ও টম ৭ রানে অপরাজি🔯ত।
৯ ওভারে ৫০-৫
ক্রিজে আছেন কারেন ও তেওয়াটিয়া। এখনও পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন মাভি ও নাগরকোটি। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট নেন কামিন্স।রাজস্থানের হয়ে একমাত্র জ🐻স বাটলার (২১) ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারে নি। এই ম্যাচ জেতা খুব কঠিন রয়্যালসের পক্ষে।
আউট পরাগ
৮ ওভারে ৪৩-৫। চালাতে গিয়ে ব্যাকওয়া🐠র্ড পয়েন্টে ক্যাচ আউট হলেন রিয়ান পরাগ। খুব সুন্দর ক্যাচ নিলেন শুভমন গিল। দুটি উইকেট এল কমলেশ নাগরকোটির ওভার থেকে। কার্ꦰযত ম্যাচের বাইরে এখন রাজস্থান।
দুবাইয়ে দাপট নাইট পেসারদের, এবার আউট প্রাক্তন নাইট উথাপ্পা
দুবাইয়ে নাইট পেসারদের দাপট অব্যাহত। ভালো বলে উইকেট না পেলেও উইকেট তো। কমলেশ নাগারকোটির শর্ট বল পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের থেকে বেশি দূর অতিক্রম করতে পারলেন না রবিন উথাপ্পা। ৭.১ ওভারে রাজস্থানের স্কোর চার উইকেটে ৪১। সাত বলে দু'রান করে ফিরলেন উথাপ൩্পা।
স্মিথ, সঞ্জু, বাটলার- প্যাভিলিয়নে রাজস্থানের টপ অর্ডার
এবার ফিরলেন জোস বাটলার। দুুবাইয়ে দলের মালিকের সামনে দাপুটে বোলিং শিবম মাভির। যদিও এবার অবশ্য খুব একটা যে ভলো বল ছিল, তা বলা যাবে না। কিন্তু সেই বলে🎀ই আউট হলেন বাটলার। অন্য সময় যে বল বাউন্ডারির বাইরে পাঠাতেন। পাওয়ার প্লে'র পর প্রথম বলেই উইকেট তুলে নিল কেকেআর। ৬.১ ওভারে রাজস্থানের স্কোর তিন উইকেটে ৩৯।
পাওয়ার প্লে'তে দুরন্ত নাইটরা, আউট স্মিথ-সঞ্জু
পাওয়ার প্লে'তে দারুণ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। দুই ফর্মে থাকা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন প্যাট কামিন্স ও শিবম মাভি। ছ'ওভ💝ার শেষে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩৯। ক্রিজে আছেন জোস বাটলার (১৫ বলে ২১ রান) এবং রবিন উথাপ্পা (পাঁচ বলে এক রান)।
স্মিথের পর আউট দুর্ধর্ষ ফর্মে থাকা সঞ্জুও
দুর্ধর্ষ ফর্মে ছিলেন স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। দু'জনকেই প্রথম পাঁচ ওভারের মধ্যে প্যাভিলিয়েন ফিরিয়ে দিল কেকেআর। রাজস্থান ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, শারজা𒀰র মোহ কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। বড় শট মারতে গিয়ে কার্যত উইকেট ছুড়ে দিয়ে এলেন ফর্মে থাকা সঞ্জু। দুবাইয়ের বড় বাউন্ডারি পার করতে না পেরে শিবম মাভির বলে মিড উইকেটে সুনীল💛 নারিনের হাতে ধরা পড়লেন। ৪.১ ওভারে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩০।
শুরুতেই কামিন্স জাদু, নাকানিচোবানি খাইয়ে ফেরালেন স্মিথকে
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই দুবাইয়ে শুরু করলেন প্যাট কামিন্স। দ্বিতীয় বল থেকে স্টিভ স্মিথের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়। স্মিথের মতো ব্যাটসম্যানকে নাকানিচোবানি খাওয়াচ্ছিলেন। শেষপর্যন্ত শেষ বলে স্মিথকে আউট করলেন কা💛মিন্স। উইকেটের পিছনে ভালো ক্যাচ ধরলেন দীনেশ কার্তিক। ২ ওভারে রাজস্থানের স্কোর এক উইকেটে ১৬ রান।
বড় রান পেলেন না নাইট ব্যাটাররা
কেকেআরের জন্য ৪৭ করলেন শুভমন, অপরাজিত ৩৪ মর্গ্যানের। স্টার্ট পেয়েছিলেন রানা ও রাসেল। কিন্তু কেউ সেই বড় রানের ইনিংস করতে পারলেন না যেটা টোটালটিকে ২০০-র ওপর নিয়ে যেত। কৃতিত্ব দিতে হবে রয়্যালস বোলারদেরও বিশেষত জোফরা আর্চারের। ১৮ রানে ২ উইকেট নিলেন তিনি। একটি করে উইকেট নিলেন রাজপুত, উনাদকাট, কারেন ও তেওয়াটিয়া। উনাদকাটকে কেন মাত্র দুই ওভার বল করানো হল, সেটি বোঝা গেল না।&🌺nbsp;
শেষ ওভারে এল ১৬
তিনটি ওয়াইড ও একটি মর্গ্যানের ছক্কা সহ শেষ ওভারে এল ১৬। সব মিলিয়ে ১৭৪-৬ করল কেকেআᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর। খারাপ নয় কিন্তু আরো অনেক বেশি করত♍ে পারত নাইটরাইডার্স, মোক্ষম সময় উইকেট না হারালে। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকলেন মর্গ্যান।
১৯ ওভারে ১৫৮-৬
মাত্র নয় রান 💛এল এই ওভারে। তার মধ্যে একটি দারুন চার মারলেন নাগরকোটি। ৪ ওভারে ৩৯ রান দিলেন অঙ্কিত☂ রাজপুত।
আউট কামিন্স
টম কারেনের বলে পুল করতে গিয়ে স্যামসনের 📖হাতে ধরা পড়লেন প্যাট কামিন্স। কিছুট𒈔া চোট লেগেছে স্যামসনের। ১০ বলে ১২ রান করে আউট তিনি। ১৮ ওভারে ১৪৯-৬।
ক্যাচ ফেললেন কারেন
জোফরা আর্চারের শেষ বলে কভারের ওপর দিয়ে ছয় মারলেন ইয়ান মরগ্যান। বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার সুযোগ ছিল টম কারেনের কিন্তু তিনি পারলেন না। ১৭ ওভারে ১৪১-৫🐓। ১৪ রানে মর্গ্যান ও ১০ রানে কামিন্স নট আউট। আর্চার চার ওভারে দুই উইকেট দিয়ে নিলেন ১৮ রান।
১৬ ওভারে ১২৭-৫
মাত্র সাত রান এল টম কারেনের ওভার থেকে। উইকেট পড়ায় নিশ্চিত ভাবেই স্ল🃏থ হচ্ছে নাইট রাইডার্সের রানের গতি।
১৫ ওভারে ১২০-৫
ক্রিজে এখন কামিন্স ও মর্গ্যান। দুজনেই নতুন, তাই শেষ পাঁচ ওভার💖ে ঝোড়ো গতিতে রান করা নিশ্চিত ভাবেই শক্ত হবে।
আউট রাসেল
মারতে গিয়ে আউট হলেন রাসেল। ১৪ বলে ২৪ করলেন তিনি। অঙ্কি𝔍ত রাজপুতের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট তিনি।
৩ ওভারে চার রান দিয়ে দুই উইকেট!
অসাধারণ বোলিং করছেন জোফরা আর্চার। নিয়েছেন গিল ও কার্তিকের উইকেট। তিন ওভারে মাত্র চার রান দিয়ে। ১৪ ওভꦰারের শেষে নাইটরাইডার্স ১০৮-৪
আউট কার্তিক!
ফের ব্যর্থ নাইট রাইডার্স অধিনায়ক। দারুন বল করলেন আর্চার, পিছনে ক্যাচ দিয়💞ে মাত্র এক রানে আউট তিনি। নাইট রাইডার্স- ১০৬-৪
ক্যাচ পড়ল রাসেলের!
গোপালের বলে দুটিকে ﷽বিশাল ছক্কা মারার পর একটি মিসটাইম করলেন তিনি। অনেকক্ষণ বল আকাশে ছিল, কিন্তু তেওয়াটিয়া পারলেন না ক্যাচ ধরতে। ১৬ রান এল ওভার থেকে। ১৩ ওভার শেষে ১০৬-৩। ১১ বলে ১৭ রানে নট আউট রাসেল।
ফের জোফরা জাদু
আউট শুভমন! ৩৪ বলে ৪৭ করে আউট শুভমন। ফ্লিক করতে গিয়েছিলেন জোফরার প্রথম বলকে, কিন্তু লিডিং এজ লেগে কট অ্যান্ড বোল্ড হলেন তিনি। সফট আউট ক্রিকেটীয় পরিভাষায়। ১২ ওভারে ৯💞০-৩। মাত্র এক রান এল এই ওভার থেকে।
১০ ওভারে ৮২-২
আউট! শেষ বলে তেওটিয়াকে মারতে গিয়ে আউট হলেন নীতিশ🐼 রানা। ১৭ বলে ২২ রান করলেন তিনি। এবারꦫ ক্রিজে রাসেল।
গোপালকে দুটি চার শুভমনের
শ্রেয়স গোপালের ওভারে পর পর দুটি চার মারলেন শুভমন গꦗিল।🌜 ১০ রান হল নবম ওভারে। গিল নট আউট
৮ ওভারে ৬৬-১
১৪ রান এল এই ওভারে। রিয়ান পরাগকে বিশাল ছক্কা ম💖ারলেন নীতিশ রানা। নিশ্চিত ভাবেই এবার গতি বাড়াচ্ছে নাইট রাইডার্স।
৭ ওভার শেষে ৫২
রানের গতি বাড়ানোর🐻 চেষ্টায় গিল ও রানা। শ্রেয়স 🏅গোপালের ওভার থেকে এল দশ রান। ২৬ রানে নট আউট গিল, ৭ রানে রানা।
আউট নারিন
উনাদকাটের ওভারে একটি বিশাল লেগে ছক্কার পর ড্রাইভ করে চার মারলেন। কিন্💝তু তারপরেই স্লোয়ার বলে ধোঁকা খেয়ে বোল্ড আউট বলেন সুনীল নারি𝕴ন। ১৪ বলে ১৫ রান করলেন তিনি। ৫ ওভারে ৩৬-১। নতুন ব্যাটার হলেন নীতিশ রানা।
১১ রান চতুর্থ ওভারে
অঙ্কিত রাজপুতের ওভারে এল দুটি চার। একটি মা💟রলেন নারিন অন্যট♉ি শুভমন। চার ওভারে ২৫-০
নারিনের লোপ্পা ক্যাচ মিস
এই টুর্নামেন্টে অনেক ক্যাচ পড়েছে কিন্তু উথাপ্পা সবাইকে ছাপিয়ে গেলেন। মিড অনে একেবারে লোপ্পা ক্যাচ মিস করলেন তিনি। নারিন শূন্য রানে উনাদকাটকে চালাতে গিয়ে মিসটাইম করেন। কিন্তু ধরতে পারলে🅰ন না প্রাক্তন নাইট। ৩ ওভারে ১৪-০। গিল অপরাজিত ১২ রানে।
দ্বিতীয় বলে ছয়!
অঙ্কিত রাজপুতের দ্বিতীꦦয় বলেই𝔍 দারুন ছয় মারলেন শুভমন গিল। আগের ম্যাচের মতোই ভালো ফর্মে আছেন তিনি। অন্যদিকে একেবারেই টাইমিং হচ্ছে না নারিনের। ২ ওভারে ১০-০
প্রথম ওভারে এক রান
সাবধানী শুরু কলকাতার। শুভমন গিল চতুর্থ বলে সিঙ্গল নিলেন। শেষ দুটি বলে ঝুঁকি নেননি নারিন। জোফরඣ൩া আর্চারকে সম্মান দিলেন দুই ওপেনার।
দুই দলই অপরিবর্তিত
আগের ম্যাচ জিতছে দুই দল। তাই কিছুটা প্রত্যাশিত ভাবেই একাদশে কোনও পরিবর্তন নয়। অর্থাৎ ফের তিন স্পিনার নিয়ে খেলবে কেকেআর। একজন ব্যাটার কম খেলাচ্ছে তারা। আশা যে কামিন্স ও নাগরকোটি সেই অভাব ঢেকে দেবেন। অন্যদিকে গত ম্যাচে মার খেলেও বোলার বদল কর♐ল না রাজস্থান।
ব্যাটিং করবে কেকেআর
টস জিতলেন স্টিভ স্মিথ। গত ম্যাচে যেভাবে অনবদ্য খেলে জিত🥃েছে তারা, এবার তাই ফের একই চিত্রনাট্য মেনে চলতে চান🔜 রয়্যালসরা। তাই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ।
চলছে শেষ মুহূর্তের আলোচনা
দুবাইয়ে ম্যাচ
বড় মাঠ এটি, সেখানে কতটা প্রভাব ফেলবেন সঞ্জু স্যামসন। সেদিকেই থাকবে সবার নজর। অন্যদিকে নিশ্চিত ভাবেই সুবিধা হবে কলকাতার স্পিনারদের। কেকেআরের এদিন কোনও দলে পরিবর্তন হয় কি না, সেটাই দেখা🗹র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।