বাংলা নিউজ > ময়দান > আইপিএল ২০২০ > RR vs KKR -নাইট তরুণদের দাপটে রয়্যালসদের দর্পচূর্ণ, দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর
দুই উইকেট নিয়ে নাগরকোটি

RR vs KKR -নাইট তরুণদের দাপটে রয়্যালসদের দর্পচূর্ণ, দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর

রাজস্থান রয়্যালসের প্রথম হার এল কেকেআরের হাতে। 

গিল থেকে শুরু, বোলিংয়ে কামাল করলেন নাগরকোটি ও মাভি। এদের দৌলতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকা রয়্যালসদের ৩৭ রানে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের সমস্ত বড় ঘটনার বিবরণ পড়ুন নিচে। আইপিএল সংক্রান্ত সব খবরের জন্য ক্লিক করুন এখানে। 

30 Sep 2020, 11:37:21 PM IST

পিচ ও মাঠ বুঝতে ভুল করল রাজস্থান

শারজায় দুটি ম্যাচ খেলার পর দুবাইতে এসে মানিয়ে নিতে পারল না রাজস্থান রয়্যালস। অনেকেই মারতে গিয়ে আউট হলেন পিচের চরিত্র বোঝার আগেই। এর মধ্যে অন্যতম হল স্মিথ ও স্যামসন। বাটলার শুরুতে ২১ করল♔েও বাকি টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। টম কারেন অপরাজিত ৫৪ না করলে রয়্যালসদের মুখর🅘ক্ষা হত না। বোলিংয়ে অবশ্য  আর্চার অনবদ্য। ১৮ রানে নিলেন দুটি উইকেট। বাকিরা খারাপ করেননি, কিন্তু এদিনের ম্যাচটি মূলত ব্যাটিংয়ের ব্যর্থতার জন্যেই হারল স্টিভ স্মিথের দল। 

30 Sep 2020, 11:33:43 PM IST

তারুণ্যের জয় 

৩৪ বলে ৪৭ করে ইনিংসের ভিত গড়েন শুভমন গিল। ভালো সঙ্গত করেন মর্গ্যান ৩৮ নট আউট🅷 করে। অন্যদিকে বোলিংয়ে তরুণ মাভি নেন ৪ ওভারে কুড়ি রানে দুই উইকেট। মাত্র দুই ওভার বল করে ১৩ রান দিয়ে দুই উইকেট তুলেছেন নাগরকোটি। এছাড়াও বড় প্রাপ্তি তাঁর অসাধারণ ক্যাচ আর্চারকে আউট করার জন্য। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন। কুলদীপ নেন একটি উইকেট শেষে বল পেয়ে। ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন কামিন্স। সব মিলিয়ে নিলামে তারুণ্যের ওপর জোর দেওয়ার যে নীতি নিয়েছিল নাইট রাইডার্স, সেটি অবশেষে সুফল দিচ্ছে। এছাড়াও ভালো খেলছেন কামিন্স 🐲ও মর্গ্যান। এবার যদি অধিনায়ক কার্তিক ও রাসেল ছন্দে চলে আসেন, তাহলে কলকাতাকে হারানো শক্ত হবে। 

30 Sep 2020, 11:22:49 PM IST

পয়েন্টস টেবিলে দ্বিতীয় এখন কেকেআর

তিনটি ম্যাচ খেলে দুটি জিতেছে নাইটরা♐। নেট রান ๊রেটের নিরিখে প্রথমে দিল্লি, দ্বিতীয় কলকাতা ও ম্যাচ হেরে তিন নম্বরে চলে গেল রাজস্থান। 

30 Sep 2020, 11:21:25 PM IST

২০ ওভারে ১৩৭-৯

৩৭ রানে জয় কলকাতার। শেষ ওভারে এল এগারো। কারেন ৫৪ ও অঙ্কিত সাত রানে অপরাজিত থাকলেন। কিন্তু সব মিলিয়ে একপেশে ম্যাচে তারুণ্যে ভর করে দ্🃏বিতীয় জয় তুলে নিল কলকাতা। টুর্নামেন্টে প্রথম হার রাজস্থানের। 

30 Sep 2020, 11:17:44 PM IST

৩৫ বলে ৫০!

পরপর দুটি বিশাল ছক🎃্কা মেরে অর্ধশতরান টম কারেনের। ১৯ ওভারে ১২৬-৯। চার ওভারে ১ উইকেট দিয়ে ৪০ রান দিলেন নারিন। 

30 Sep 2020, 11:14:45 PM IST

১৮ ওভার শেষে ১০৬-৯

আউট উনাদকাট। চালাতে গিয়ে নাগরকোটির হাতে ধরা পড়লেন তিনি। কিন্তু তাঁর দাবি যে স্পাইডার ক্যামে লেগেছে বলটি। কিন্তু বারবার রিপ্লে দেখেও সেটি নিশ্চিত ভাবে বোঝা গেল না। তাই ফিরতে হবে উনাদক🅷াটকে যদিও তিনি একেবারেই খুশি নন। 

30 Sep 2020, 11:05:50 PM IST

অবশেষে কুলদীপ!

১৬তম ওভার করলেন কুলদীপ যাদব। ৭ রান এল সেই ওভার থে🦩কে। একজন প্রথম সারির বোলারকে কেন এত পরে সুযোগ 🌟দেওয়া হচ্ছে, কুলদীপ কি আদপে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন, সেই প্রশ্ন উঠে গেল। 

30 Sep 2020, 10:57:42 PM IST

আউট জোফরা

মাত্র চার বলে ছয় রান করে চালাতে গিয়ে আউট হলেন জোফরা আর্চার। বরুণের বলে চমৎকার হাই ক্যাচ নিলেন নাগরকোটি। ১৫ ওভারে ৯০-৮। অনেক ক্যাচ ফেলছেন ফিল্ডাররা, কিন্তু লং অন থেকে ছুটে এসে যেভাবে ক্যাচ নিলেন নাগরকোটি, সেটা প্রশংসার যোগ্য। ৩০ বলে ৮৫ রান চাই, ২৩ রানে অপরাজিত টম কারেন। তিনিই শেষ ভরসা রয়্যালসꦦদের। 

30 Sep 2020, 10:54:02 PM IST

১৪ ওভারে ৮১-৭

সাত বলে পাঁচ রান করে নারিনের বলে কার্তিকের হাতে ক্যাচ আউট হলেন গোপাল। প্রথমে আম্পায়ার আউট দেন নি, রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদল করালেন কার্তিক। ক্রিজে এলেন জোফরা আর্𝔉চার। 

30 Sep 2020, 10:44:20 PM IST

১২ ওভারে ৭৩-৬

নারিনকে দারুন চার মারলেন টম কারেন। অপর দিক๊ে নয়া ব্যাটার শ্রেয়স গোপাল। কিন্তু এই ম্যাচ কার্যত রয়্যালসদের হাত থেকে বেরিয়ে গিয়েছে এটা বলাই য🎃ায়। এখনও যদিও কুলদীপ ও রাসেল আসেননি বোলিং করতে। সাত বোলার কেন খেলাচ্ছে কেকেআর, সেই নিয়ে প্রশ্ন করছেন ধারাভাষ্যকাররা। 

30 Sep 2020, 10:41:12 PM IST

আউট তেওয়াটিয়া

হল না গত ম্যাচের পুনরাবৃত্তি। ১০ বলে ১৪ রান করে বোল্ড আউট হলেন তিনি। বরুণ চক্রবর্তীর গুগলি𒐪কে মারতে গিয়ে একেবারে খেই হারালেন তিনি। ৬৬-৬ রাজস্থান রয়্যালস। 

30 Sep 2020, 10:36:16 PM IST

১০ ওভারে ৬১-৫

নাগরকোটিকে অনবদ্য ছক্কা মারলেন তেওয়াটিয়া। তিনি 🍨১৩ ও টম ৭ রানে অপরাজি🔯ত।

30 Sep 2020, 10:29:09 PM IST

৯ ওভারে ৫০-৫

ক্রিজে আছেন কারেন ও তেওয়াটিয়া। এখনও পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন মাভি ও নাগরকোটি। স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট নেন কামিন্স।রাজস্থানের হয়ে  একমাত্র জ🐻স বাটলার (২১) ছাড়া উল্লেখযোগ্য রান কেউ করতে পারে নি। এই ম্যাচ জেতা খুব কঠিন রয়্যালসের পক্ষে।

30 Sep 2020, 10:24:12 PM IST

আউট পরাগ

৮ ওভারে ৪৩-৫। চালাতে গিয়ে ব্যাকওয়া🐠র্ড পয়েন্টে ক্যাচ আউট হলেন রিয়ান পরাগ। খুব সুন্দর ক্যাচ নিলেন শুভমন গিল। দুটি উইকেট এল কমলেশ নাগরকোটির ওভার থেকে। কার্ꦰযত ম্যাচের বাইরে এখন রাজস্থান। 

30 Sep 2020, 10:15:46 PM IST

দুবাইয়ে দাপট নাইট পেসারদের, এবার আউট প্রাক্তন নাইট উথাপ্পা

দুবাইয়ে নাইট পেসারদের দাপট অব্যাহত। ভালো বলে উইকেট না পেলেও উইকেট তো। কমলেশ নাগারকোটির শর্ট বল পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারের থেকে বেশি দূর অতিক্রম করতে পারলেন না রবিন উথাপ্পা। ৭.১ ওভারে রাজস্থানের স্কোর চার উইকেটে ৪১। সাত বলে দু'রান করে ফিরলেন উথাপ൩্পা।

30 Sep 2020, 10:10:21 PM IST

স্মিথ, সঞ্জু, বাটলার- প্যাভিলিয়নে রাজস্থানের টপ অর্ডার

এবার ফিরলেন জোস বাটলার। দুুবাইয়ে দলের মালিকের সামনে দাপুটে বোলিং শিবম মাভির। যদিও এবার অবশ্য খুব একটা যে ভলো বল ছিল, তা বলা যাবে না। কিন্তু সেই বলে🎀ই আউট হলেন বাটলার। অন্য সময় যে বল বাউন্ডারির বাইরে পাঠাতেন। পাওয়ার প্লে'র পর প্রথম বলেই উইকেট তুলে নিল কেকেআর। ৬.১ ওভারে রাজস্থানের স্কোর তিন উইকেটে ৩৯।

30 Sep 2020, 10:07:12 PM IST

পাওয়ার প্লে'তে দুরন্ত নাইটরা, আউট স্মিথ-সঞ্জু

পাওয়ার প্লে'তে দারুণ শুরু করল কলকাতা নাইট রাইডার্স। দুই ফর্মে থাকা ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন প্যাট কামিন্স ও শিবম মাভি। ছ'ওভ💝ার শেষে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩৯। ক্রিজে আছেন জোস বাটলার (১৫ বলে ২১ রান) এবং রবিন উথাপ্পা (পাঁচ বলে এক রান)।

30 Sep 2020, 09:58:23 PM IST

 স্মিথের পর আউট দুর্ধর্ষ ফর্মে থাকা সঞ্জুও

দুর্ধর্ষ ফর্মে ছিলেন স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। দু'জনকেই প্রথম পাঁচ ওভারের মধ্যে প্যাভিলিয়েন ফিরিয়ে দিল কেকেআর। রাজস্থান ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে, শারজা𒀰র মোহ কাটিয়ে উঠতে পারেননি তাঁরা। বড় শট মারতে গিয়ে কার্যত উইকেট ছুড়ে দিয়ে এলেন ফর্মে থাকা সঞ্জু। দুবাইয়ের বড় বাউন্ডারি পার করতে না পেরে শিবম মাভির বলে মিড উইকেটে সুনীল💛 নারিনের হাতে ধরা পড়লেন। ৪.১ ওভারে রাজস্থানের স্কোর দু'উইকেটে ৩০।

30 Sep 2020, 09:45:30 PM IST

শুরুতেই কামিন্স জাদু, নাকানিচোবানি খাইয়ে ফেরালেন স্মিথকে

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই দুবাইয়ে শুরু করলেন প্যাট কামিন্স। দ্বিতীয় বল থেকে স্টিভ স্মিথের সঙ্গে তাঁর দ্বৈরথ শুরু হয়। স্মিথের মতো ব্যাটসম্যানকে নাকানিচোবানি খাওয়াচ্ছিলেন। শেষপর্যন্ত শেষ বলে স্মিথকে আউট করলেন কা💛মিন্স। উইকেটের পিছনে ভালো ক্যাচ ধরলেন দীনেশ কার্তিক। ২ ওভারে রাজস্থানের স্কোর এক উইকেটে ১৬ রান।

30 Sep 2020, 09:31:35 PM IST

বড় রান পেলেন না নাইট ব্যাটাররা

কেকেআরের জন্য ৪৭ করলেন শুভমন, অপরাজিত ৩৪ মর্গ্যানের। স্টার্ট পেয়েছিলেন রানা ও রাসেল। কিন্তু কেউ সেই বড় রানের ইনিংস করতে পারলেন না যেটা টোটালটিকে ২০০-র ওপর নিয়ে যেত। কৃতিত্ব দিতে হবে রয়্যালস বোলারদেরও বিশেষত জোফরা আর্চারের। ১৮ রানে ২ উইকেট নিলেন তিনি। একটি করে উইকেট নিলেন রাজপুত, উনাদকাট, কারেন ও তেওয়াটিয়া। উনাদকাটকে কেন মাত্র দুই ওভার বল করানো হল, সেটি বোঝা গেল না।&🌺nbsp;

30 Sep 2020, 09:23:46 PM IST

শেষ ওভারে এল ১৬ 

তিনটি ওয়াইড ও একটি মর্গ্যানের ছক্কা সহ শেষ ওভারে এল ১৬। সব মিলিয়ে ১৭৪-৬ করল কেকেআᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚর। খারাপ নয় কিন্তু আরো অনেক বেশি করত♍ে পারত নাইটরাইডার্স, মোক্ষম সময় উইকেট না হারালে। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকলেন মর্গ্যান। 

30 Sep 2020, 09:15:15 PM IST

১৯ ওভারে ১৫৮-৬

মাত্র নয় রান 💛এল এই ওভারে। তার মধ্যে একটি দারুন চার মারলেন নাগরকোটি। ৪ ওভারে ৩৯ রান দিলেন অঙ্কিত☂ রাজপুত। 

30 Sep 2020, 09:12:02 PM IST

আউট কামিন্স

টম কারেনের বলে পুল করতে গিয়ে স্যামসনের 📖হাতে ধরা পড়লেন প্যাট কামিন্স। কিছুট𒈔া চোট লেগেছে স্যামসনের। ১০ বলে ১২ রান করে আউট তিনি। ১৮ ওভারে ১৪৯-৬। ;

30 Sep 2020, 09:06:25 PM IST

ক্যাচ ফেললেন কারেন

জোফরা আর্চারের শেষ বলে কভারের ওপর দিয়ে ছয় মারলেন ইয়ান মরগ্যান। বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার সুযোগ ছিল টম কারেনের কিন্তু তিনি পারলেন না। ১৭ ওভারে ১৪১-৫🐓। ১৪ রানে মর্গ্যান ও ১০ রানে কামিন্স নট আউট। আর্চার চার ওভারে দুই উইকেট দিয়ে নিলেন ১৮ রান। 

30 Sep 2020, 09:00:20 PM IST

১৬ ওভারে ১২৭-৫

মাত্র সাত রান এল টম কারেনের ওভার থেকে। উইকেট পড়ায় নিশ্চিত ভাবেই স্ল🃏থ হচ্ছে নাইট রাইডার্সের রানের গতি। 

30 Sep 2020, 08:55:16 PM IST

১৫ ওভারে ১২০-৫

ক্রিজে এখন কামিন্স ও মর্গ্যান। দুজনেই নতুন, তাই শেষ পাঁচ ওভার💖ে ঝোড়ো গতিতে রান করা নিশ্চিত ভাবেই শক্ত হবে। 

30 Sep 2020, 08:44:58 PM IST

আউট রাসেল

মারতে গিয়ে আউট হলেন রাসেল। ১৪ বলে ২৪ করলেন তিনি। অঙ্কি𝔍ত রাজপুতের বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট তিনি। 

30 Sep 2020, 08:42:23 PM IST

৩ ওভারে চার রান দিয়ে দুই উইকেট!

অসাধারণ বোলিং করছেন জোফরা আর্চার। নিয়েছেন গিল ও কার্তিকের উইকেট। তিন ওভারে মাত্র চার রান দিয়ে। ১৪ ওভꦰারের শেষে নাইটরাইডার্স ১০৮-৪

30 Sep 2020, 08:42:23 PM IST

আউট কার্তিক!

ফের ব্যর্থ নাইট রাইডার্স অধিনায়ক। দারুন বল করলেন আর্চার, পিছনে ক্যাচ দিয়💞ে মাত্র এক রানে আউট তিনি। নাইট রাইডার্স- ১০৬-৪

30 Sep 2020, 08:37:44 PM IST

ক্যাচ পড়ল রাসেলের!

গোপালের বলে দুটিকে ﷽বিশাল ছক্কা মারার পর একটি মিসটাইম করলেন তিনি। অনেকক্ষণ বল আকাশে ছিল, কিন্তু তেওয়াটিয়া পারলেন না ক্যাচ ধরতে। ১৬ রান এল ওভার থেকে। ১৩ ওভার শেষে ১০৬-৩। ১১ বলে ১৭ রানে নট আউট রাসেল। 

30 Sep 2020, 08:29:42 PM IST

ফের জোফরা জাদু

আউট শুভমন! ৩৪ বলে ৪৭ করে আউট শুভমন। ফ্লিক করতে গিয়েছিলেন জোফরার প্রথম বলকে, কিন্তু লিডিং এজ লেগে কট অ্যান্ড বোল্ড হলেন তিনি। সফট আউট ক্রিকেটীয় পরিভাষায়। ১২ ওভারে ৯💞০-৩। মাত্র এক রান এল এই ওভার থেকে। ;

30 Sep 2020, 08:28:21 PM IST

১০ ওভারে ৮২-২

আউট! শেষ বলে তেওটিয়াকে মারতে গিয়ে আউট হলেন নীতিশ🐼 রানা। ১৭ বলে ২২ রান করলেন তিনি। এবারꦫ ক্রিজে রাসেল। 

30 Sep 2020, 08:27:17 PM IST

গোপালকে দুটি চার শুভমনের

শ্রেয়স গোপালের ওভারে পর পর দুটি চার মারলেন শুভমন গꦗিল।🌜 ১০ রান হল নবম ওভারে। গিল নট আউট 

30 Sep 2020, 08:25:01 PM IST

৮ ওভারে ৬৬-১

১৪ রান এল এই ওভারে। রিয়ান পরাগকে বিশাল ছক্কা ম💖ারলেন নীতিশ রানা। নিশ্চিত ভাবেই এবার গতি বাড়াচ্ছে নাইট রাইডার্স। 

30 Sep 2020, 08:05:08 PM IST

৭ ওভার শেষে ৫২

রানের গতি বাড়ানোর🐻 চেষ্টায় গিল ও রানা। শ্রেয়স 🏅গোপালের ওভার থেকে এল দশ রান। ২৬ রানে নট আউট গিল, ৭ রানে রানা। 

30 Sep 2020, 07:54:54 PM IST

আউট নারিন

উনাদকাটের ওভারে একটি বিশাল লেগে ছক্কার পর ড্রাইভ করে চার মারলেন। কিন্💝তু তারপরেই স্লোয়ার বলে ধোঁকা খেয়ে বোল্ড আউট বলেন সুনীল নারি𝕴ন। ১৪ বলে ১৫ রান করলেন তিনি। ৫ ওভারে ৩৬-১। নতুন ব্যাটার হলেন নীতিশ রানা। 

30 Sep 2020, 07:49:52 PM IST

১১ রান চতুর্থ ওভারে

অঙ্কিত রাজপুতের ওভারে এল দুটি চার। একটি মা💟রলেন নারিন অন্যট♉ি শুভমন। চার ওভারে ২৫-০

30 Sep 2020, 07:45:20 PM IST

নারিনের লোপ্পা ক্যাচ মিস

এই টুর্নামেন্টে অনেক ক্যাচ পড়েছে কিন্তু উথাপ্পা সবাইকে ছাপিয়ে গেলেন। মিড অনে একেবারে লোপ্পা ক্যাচ মিস করলেন তিনি। নারিন শূন্য রানে উনাদকাটকে চালাতে গিয়ে মিসটাইম করেন। কিন্তু ধরতে পারলে🅰ন না প্রাক্তন নাইট। ৩ ওভারে ১৪-০। গিল অপরাজিত ১২ রানে। 

30 Sep 2020, 07:39:47 PM IST

দ্বিতীয় বলে ছয়!

অঙ্কিত রাজপুতের দ্বিতীꦦয় বলেই𝔍 দারুন ছয় মারলেন শুভমন গিল। আগের ম্যাচের মতোই ভালো ফর্মে আছেন তিনি। অন্যদিকে একেবারেই টাইমিং হচ্ছে না নারিনের। ২ ওভারে ১০-০

30 Sep 2020, 07:36:24 PM IST

প্রথম ওভারে এক রান

সাবধানী শুরু কলকাতার। শুভমন গিল চতুর্থ বলে সিঙ্গল নিলেন। শেষ দুটি বলে ঝুঁকি নেননি নারিন। জোফরඣ൩া আর্চারকে সম্মান দিলেন দুই ওপেনার। 

30 Sep 2020, 07:11:54 PM IST

দুই দলই অপরিবর্তিত

আগের ম্যাচ জিতছে দুই দল। তাই কিছুটা প্রত্যাশিত ভাবেই একাদশে কোনও পরিবর্তন নয়। অর্থাৎ ফের তিন স্পিনার নিয়ে খেলবে কেকেআর। একজন ব্যাটার কম খেলাচ্ছে তারা। আশা যে কামিন্স ও নাগরকোটি সেই অভাব ঢেকে দেবেন। অন্যদিকে গত ম্যাচে মার খেলেও বোলার বদল কর♐ল না রাজস্থান। 

30 Sep 2020, 07:05:44 PM IST

ব্যাটিং করবে কেকেআর

টস জিতলেন স্টিভ স্মিথ। গত ম্যাচে যেভাবে অনবদ্য খেলে জিত🥃েছে তারা, এবার তাই ফের একই চিত্রনাট্য মেনে চলতে চান🔜 রয়্যালসরা। তাই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন স্টিভ স্মিথ। 

30 Sep 2020, 06:57:34 PM IST

চলছে শেষ মুহূর্তের আলোচনা

30 Sep 2020, 06:55:28 PM IST

দুবাইয়ে ম্যাচ

বড় মাঠ এটি, সেখানে কতটা প্রভাব ফেলবেন সঞ্জু স্যামসন। সেদিকেই থাকবে সবার নজর। অন্যদিকে নিশ্চিত ভাবেই সুবিধা হবে কলকাতার স্পিনারদের। কেকেআরের এদিন কোনও দলে পরিবর্তন হয় কি না, সেটাই দেখা🗹র। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঠাকুমার কাছে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়🔥েছ𝐆িল বাচ্চাটা, সকালে বাথরুমে মিলল দেহ আগুন যশস্বী, হিমশ🐻ীতল রাহুল, ভাঙল ৩৮ বছরের রেকর্ড, অজিভূমে ওপেনিং জুটিতে ২০০ ফের আগুন কলকাতায়, উল্♍টোডাঙায় রেললাইনের 🦄পাশের বস্তির পড়ুল একাধিক বাড়ি 🐈মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ২৪ থেকে ৩০ নভেম্বর কেমন কাটবে কুম♔্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ২৪ থেকে ৩০ নভেম্বর কেমন কাটবে মকর রাশির সাপ্তাহಞিক র✅াশিফল, ২৪ থেকে ৩০ নভেম্বর কেমন কাটবে ব😼ৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল, ২৪ থেকে ৩ꦍ০ নভেম্বর কেমন কাটবে রোগী মৃত্যুতে বিদ্যাসাগর হাসপাতালে ভাঙচুর, নার্সকে মারধ😼র♚, কর্মবিরতির হুঁশিয়ারি কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল, ২৪ থেকে ♓৩০ নভেম্বর কেমন কাটবে তুলা রাশির সাপ্তাহিক রাশিফল𝓰, ২৪ থেকে ৩০ নভেম্বর কেম🌱ন কাটবে

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ꧃অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ সꦗ্টেজ থেকে বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে ন𝓀িউজিল্যান্ড꧟ের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্🍰বকাপ জেতালেন এ🔯ই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস♏্ট ছাড়েন দাদু🔴, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? 🌳টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুജখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা🐻? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্র♔িকা জ💮েমিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়,ไ তারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খেলেও বিশ্বকাপ 🎃থেকে ছিটকে গꦐিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.