একটি ম্যাচে রান পাননি বলে নির্মম ভাবে তাঁকে ছেটে দিয়েছিল ম্যানেজমেন্ট। ফের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আবার খেলাতে হয় ঋদ্ধিমান সাহাকে। সুযোগ পেয়েই তিনি দেখালেন জাদু। আইপিএলের তারকা বোলার খচিত দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে ৪৫ বলে করলেন অনবদ্য ৮৭। রীতিমত ছাপিয়ে গেলেন তাঁর অধিনায়ক তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বিগ হিটার ডেভিড ওয়ার্নারকে। ম্যান অফ দ্য ম্যাচের তাজ পরার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ক্রিকেটার সহ নেটিজেনরা। কিন্তু সবচেয়ে 💧বিশেষ বার্তা দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।
খুব বেশি টুইট করেন না রবি শাস্ত্রী। এমন নয় যে প্রতি ম্যাচের ওপর টিপ্পনী দেন তিনি। খুব নজরকাড়া পারফরমেন্স হলেই কিছু পোস্ট করেন। মঙ্গলবার রাতে ঋদ্ধির ওই ইনিংসের পরে যদဣিও প্রশংসায় কার্পণ্য করেননি শাস্ত্রী। তবে শুধু ব্যাটিং নয়, ঋদ্ধি যে আসলে কিপার হিসেবে অনবদ্য, সেটা ভোলেননি কোচ।
ঋদ্ধির একটি ছবি শেয়ার করে রবি শাস্ত্রী বলেন যে বিশ্বের সেরা কিপারকে বলছি, অনবদ্য খেলেছ আজ রাতে। সামনেই অস্ট্রেলিয়া সফর। সেখানে টেস্টে আছেন ঋদ্ধি। আছেন ঋষভ পন্থও যিনি বিদেশের মাটিত𝐆ে সেঞ্চুরি করে তাক লাগিয়েছেন।
কিন্তু রবি শাস্ত্রীর কথায় স্পষ্ট যে অন্তত প্রথম দিকে নিশ্চিত ভাবেই সুযোগ পাবেন বিশ্বের সেরা কিপার। মনোজ তেওয়ারির মতো অনেকে তো সীমিত ওভারের ক্রিকেটেও ভারতীয় দলে দেখতে চান শান্ত স্বভাবে✤র ঋদ্ধিকে। সেখানে অবশ্য লাইন দীর্ঘ। কিন্তু ১২ চার ও দুটি ছক্কা সম্বলিত ইনিংসের মাধ্যমে ঋদ্ধি বোঝালেন যে তিনি অন্য কোনও ব্যাটারের থেকে কম যꦜান না। শুধু চাই একটু সুযোগ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।