কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে ইডেন যেন এক টুকরো চিপক। প্রায় প্রত্যেক সমর্থকদের মুখে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে সমর্থন করতে দেখা গিয়েছে। ঠিক চিপকে যে ছবি ধরা পড়ে। সেই ছবি দেখা গেল ইডেনে। দেখলে মনে হবে সিএসকে তাদের হোম ম্যাচ খেলছে কলকাতায়। মহেন্দ্র♓ সিং ধোনিকে শেষবারের মতো খেলতে দেখার জন্য উদগ্রীব হয়ে পড়েন সমর্থকরা। আর এই ম্𒊎যাচকে ঘিরে যেমন টিকিটের চাহিদা ছিল, ঠিক তেমনই উন্মাদনাও ছিল চরমে।
এদিন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়ে ঘরের মাঠে ৪৯ রানে হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। তবে ম্যাচ শুরুর পর🎃 থেকেই মনে হচ্ছিল খেলা൲ কলকাতায় নয় চেন্নাই হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলাও এই কথায় মেনে নেন। তিনি জানান, 'ম্যাচে ইডেনে উপস্থিত হলুদ জার্সি পড়া জনতা দেখে মনে হচ্ছিল আমরা কলকাতায় নয় চেন্নাইয়ে এসে পড়েছি।'
ম্যাচে টসে জিতে নাইট অধিনায়ক নীতিশ রানা ব্যাট করতে পাঠায় মহেন্দ্র সিং ধোনির দলকে। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও স্কোরবোর্ডে বিশাল রান যোগ করে চেন্নাই সুপার কিংস। দুই ওপেনার রুতুরাজ এবং কনওয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরুর পর প্রাক্তন নাইট তারকা অজিঙ্কা রাহানের ২৯ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস ২৩৬ রানের পাহাড় প্রমাণ রান টার্গেট দেয় কলকাতাকে। নিজেদের ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে নাইট বাহিনী। তাসের ঘ🧸রের মতো একের পর এক উইকেট পড়তে থাকে। জেসন রয় ও রিঙ্কু সিংহের পার্টনারশিপ কিছুটা মান বাচায় নাইট রাইডার্সের।
রয়ের ৬১ রানের ইনিংস ও রিঙ্কুর ৫৩ রানের অপরাজিত ইনিংস কলকাতাকে কোনও রকমে ১৮৬ রান পর্যন্ত পৌঁছে দেয়। কিন🌟্তু ম্যাচ জুড়ে একটা নামই বারবার উচ্চারিত হয়েছে ক্রিকেটের নন্দনকাননে। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও যে সমানভাবে জনপ্রিয় তা বুঝিয়ে দিয়ে গেল রবিবারের ইডেন গার্ডেন্স। একথা মেনে নিয়ে ম্যাচের শেষে নাইট রাইডার্সের কর্ণধার জুহি চাওলা বলে যান, 'ম্যাচ যখন শুরু হয় অনেকের মতো আমিও চেয়েছিলাম কলকাতা জিতুক। কিন্তু আজকে চেন্নাই অসাধারণ খেলেছে। মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক হিসাবে খেলতে দেখা সত্যিই অসাধারণ। এই ম্যাচে চেন্নাই যে রকম খেলেছে, আশা করছি আগামী ম্যাচে আমরা এইরকমই খেলতে পারব।'
কলকাতার ঘর🍒ের মাঠ ইডেন যে চেন্নাই দুর্গে পরিণত হয়েছিল তা কার্যত মেনে নিয়ে তিনি বলেন, 'হ্যাঁ, এটা মানতে হবে যে, আজকে সবাই হলুদ জার্সি পরে চেন্নাইকে সমর্থন করেছে। 𓃲একটা সময় তো মনে হচ্ছিল আমরা চেন্নাইতে এসে পড়েছি। তবে আশা করছি পরের ম্যাচে সবাই কলকাতাকে সমর্থন জানাবে।'
ঘরের মাঠে কলকাতার এই সমর্থন হারানোকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি নাইট রাইডার্স এর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে সমর্থকরা? চেন্নাইয়ের ম্যাচের আগে আইপিএলের শুরুতে ম্যাচ খেলে গিয়েছেন আরও এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি🅰। সেই ম্যাচেও ব্যাঙ্গালোরের সমর্থক ছিল চোখে পড়ার মতো।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।