মেয়েদের আইপিএল শুরু হওয়া যাবৎ আধিপত্য ছিল হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন সুপারনোভাসের। প্রথম দু্'বার ওমনস টি-২০ চ্যালেঞ্জের খেতাব ঘরে তোলে তারা। ট্রফির হ্যাটট্রিকের লক্ষ্যে হরমনপ্রীতরা ಞশারজায় মাঠে নামে স্মৃতি মন্ধনার ট্রেলব্লেজার্সের বিরুদ্ধে। যদিও তাদের একাধিপত্যের অবসান ঘটে এবার।
ফাইনালে সুপཧারনোভাসকে ১৬ রানে হারিয়ে প্রথমবার ম༒েয়েদের আইপিএলে চ্যাম্পিয়ন হয় স্মৃতি মন্ধনার ট্রেলব্লেজার্স।
(আইপিএলে🅷র লাইভ আপডেট ওꦚ লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ট্রেলব্লেজার্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন মন্ধনা। জবাবে ব্যাট করতে নেমে সুপারনোভাস ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১০২ রানে আটকে যায়। 🃏ক্যাপ্টের হরমনপ্রীত লড়াই চালিয়েও দলক🌠ে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।
ট𝔍্রেলব্লেজার্সের হয়ে মন্ধনা ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে সর্বোচ্চ ৬৮ রান করে স্টাম্প আউট হন। এছাড়া দিয়েন্দ্রা ডটিন ২০ রান করেন। রাধা যাদব ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। রাধাই প্রথম ক্রিকেটার, যিনি মেয়েদের আইপিএলে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সুপারনোভাসের হয়ে ৩৬ বলে ৩০ রান করেন হরমনপ্রীত। 🔯এচাড়া জেমিমা রডরিগেজ ১৩, তানিয়া ভাটিয়া ১৪ ও শশিকলা সিরিবর্ধনে ১৯ রান করেন। সালমা খাতুন ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৯ রানে ২টি উইকেট দখল করেন। ঝুলন গোস্বামী উইক🎶েট না পেলেও ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করেন। ম্যাচের সেরা হয়েছেন স্মৃতি মন্ধনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।