চেন্নাইয়ে আইপিএল নিলাম যখন শুরু হয়, ক্রাইস্টচার্চে সময় তখন রান সাড়ে দশটার মতো। কাইল জেমিসনের নাম൩ যখন নিলামে ওঠে, তখন নিউজিল্যান্ডে মাঝরাত। ৬ ফুট ৮ ইঞ্চির কিউয়ি পেসার স্বাভাবিক উত্তেজনার বশেই ফোনে চোখ রেখেছিলেন নিজের ভাগ্য যাচাইয়ের জন্য।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন ১৫ কো𝔉টি টাকার বিনিময়ে কিনে নেয় জেমিসনকে, নিউজিল্যান্ড তারকার তখন মাথাব্যথা ছিল না এই বিষয়ে যে, তিনিই সর্বকালের সবথেকে দামি কিউয়ি ক🍸্রিকেটার হিসেবে আইপিএলে যোগ দিচ্ছেন। বিরাট কোহলির নেতৃত্বে মাঠে নামার কথা ভেবেও তখন কোনও উত্তেজনা ছিল না তাঁর। কাইল ব্যস্ত ছিলেন ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা নিজিল্যান্ডের মুদ্রায় কত দাঁড়ায়, সেটা হিসাব করতে। আসলে জেমিসন জানতেনই না তাঁদের কারেন্সিতে ১৫ কোটি টাকার পরিমাণ কত দাঁড়ায়।
stuff.co.nz-কে জেমিসন বলেন, ‘আমি মাঝরাতে উঠে ফোনে চোখ রাখি। পরিস্থিতি এড়িয়ে যাওয়ার থেকে নিলাম উপভোগ করাই শ্রেয় মনে হয়। ঘণ্টা দেড়েক অপেক্ষা করতে হয় আমার নাম ওঠার জন্য। তখন শেন বন্ড আমাকে মেসেজ ক🌊রে এবং লেখে যে, কেমন, ভালো লাগছে কিনা।’
জেমিসন আরও বলেন, 🧸‘আসলে আমি জানতাম না যে, (নিউজিল্যান্ডের মুদ্রায়) টাকার পরিমাণ কত বা কীভাবে এটাকে নিউজিল্যান্ডের মুদ্রায় হিসাব করতে হবে। সেই মূহূর্তে ওর সঙ্গে ২-৩ মিনিটের আলোচনা বেশ উপভোগ্য ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।