শুভব্রত মুখার্জি: টি-২০ খেলা সাধারণভাবে চার-ছয়ের খেলা। মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হওয়ার অন্যতম বড় কারণ ব্যাটারদের ব্যাট থেকে চার-ছয়ের ফুলঝুরি এবং অবশ্যই এন্টারটেইনমেন্ট। আইপিএলের বিশ্বব্যাপী জনপ্রিয়তার অন্যতম বড় কারণ এটা🍌ই। আইপিএলে এর আগের ১৪ টি মরশুমে যা হয়নি গত রবিবার সেটাই করে দেখাল গুজরাট টাইটানস দল। অভিষেক মরশুমে তারা তো চ্যাম্পিয়ন হলই। পাশাপাশি তারা দেখিয়ে দিল কম ওভার বাউন্ডারি꧃ হাঁকিয়েও কীভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়।
প্রসঙ্গত গোটা মরশুমে হার্দিক পান্ডিয়ার ♔নেতৃত্বাধীন গুজরাট টাইটানস দলের ব্য🐬াটাররা হাঁকিয়েছেন মাত্র ৭৯টি ছয়। তারপরেও বলা বাহুল্য কার্যত হেসে খেলে চ্যাম্পিয়ন হয়েছে তারা। আইপিএলের ইতিহাসে গোটা মরশুমে সবথেকে কম ওভার বাউন্ডারি হাঁকিয়েও চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে ফেলেছেন তারা। অ🍸ভিষেক মরশুমেই পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস গ্রুপ লিগে শীর্ষে শেষ করে।
কোয়ালিফায়ারে তারা ইডেন গার্ডেনে রাজস্থান রয়্যালস দলকে হারিয়েই ফাইনালের টিকিট নিশꦰ্চিত করে। ফাইনালে খুব সহজেই তারা হারায় রাজস্থান রয়্যালস দলকে। ১১ বল বাকি থাকতে হাতে ৭ উইকেট নিয়ে🔴 তারা এই জয় ছিনিয়ে নেয়। ফাইনালে প্রথমে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় রাজস্থান। হার্দিক পান্ডিয়া ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তাদেরকে ১৩০ রানে বেঁধে রাখতে সক্ষম হন। জবাবে গিলের অপরাজিত ৪৫ এবং হার্দিকের ৩৪ রানে ভর করে সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।