গত বছর আইপিএলের খেতাব জয়ের কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের কাছে হেরে স্বপ্ন চূর্ণ হয়েছিল রাজস্থান রয়্যালসের। ১৬তম আইপিএলের শুরু হওয়ার আগে সাংবাদিক বৈঠকে বারবার উঠে এসেছে গতবারের হেরে যাওয়ার প্রসঙ্গ। তখন তাদের উত্তর দেওয়ার ভঙ্গিতেই বোঝা গিয়েছে, এইবার ট্রফি নিয়ে যাওয়ার লক্ষ্যে ঝাপাতে চলেছে তারা। এই বছরের আইপিএলের প্রথম ম্যাচেই সেই🥀 আভাস মিলল রয়্যালসের পক্ষ থেকে।
এদিন﷽ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যলস। প্রথম ম্যাচেই ৭২ রানের বড় ব্যবধানে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল রাজস্থান। বোলিং থেকে ব্যাটিং, সব বিভাগেই দারুণ পারফরম্যান্স করেছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জুরা ২০৪ রানের ব🍷ড় লক্ষ্যমাত্রা দেয় ভুবনেশ্বর কুমারের দলকে। জবাবে ব্যাট করতে নেমে দাঁড়াতেই পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ১৩১ রানেই থেমে যায় তাদের ইনিংস।
রাজস্থানের তারকা বোলার যুজবেন্দ্র চাহাল একাই নেন চার উইকেট। শুরুতেই উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। তারপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচ জেতার পর আত্মবিশ🌸্বাস এবং কিছুটা রক্ষণাত্মক সুর শোনা গেল রাজস্থান অধিনায়ক সঞ্জু গলায়। তিনি বলেন, 'এই মরশুম আমরা যেভাবে শুরু করলাম তা সত্যি অসাধারণ। এই ফলাফলে আমি খুব খুশি। বাটলার এবং জয়সওয়ালের মতো ব্যাটাররা থাকায় আমরা এইরকমই একটা শুরুর কথা ভেবেছিলাম। ওরা যেভাবে পাওয়ার প্লেতে খেলেছে, এমনই একটা শুরু দরকার প্রতি ম্যাচে। আমারা একটা ভালো দল গঠন করতে পেরেছি।'
এই জয়ের সঙ্গে আবেগে ভেসে না গিয়ে কিছুটা সতর্ক হয়ে তিনি যোগ করেন, 'এই ফরম্যাটের নিয়ন সবাই জানে। তাই আমাদের উচিত মাটির সঙ্গে জুড়ে থাকা। আজকে শুরুটা খুব ভালো হয়েছে, তবে আমরা শেষটাও এরকমဣই করতে চাই। আমার ক্ষেত্রে, আমি পিচে টিকে থেকে ইনিংস শেষ করতে চেয়েছিলাম। টুর্নামেন্ট চলাকালীন আমরা যদি আমাদের কোন ভুল খুঁজে পাই সেটা শুধরে নিয়েই এগিয়ে যাব।'
ম্যাচে রাজস্থান রয়্যালসের স্পিনার যুজবেন্দ্র চাহাল আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকা✨রী হিসাবে উঠে এসেছেন। এছাড়াও প্রথম ভারতীয় স্পিনার হিসাবে টি-টোয়েন্টি ফরম্য🤪াটে ৩০০ উইকেট নেওয়ার নজির তৈরি করেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।