শুভব্রত মুখার্জি: একটা সময়ে ভারতীয় সিনিয়র টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন অজিঙ্কা রাহানে। পাশাপাশি সহ অধিনায়কও ছিলেন তিনি। মাঝে মধ্যে পালন করেছেন অধিনায়কত্বের দায়িত্বও। তাঁর অধিনায়কত্বেই ভারত, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার ঐতিহাসিক টেস্ট সিরিজ জিততে সক্ষম হয়েছিল। এর পরেই তাঁর ক্যারিয়ারের কার্যত খারাপ সময়টা শুরু হয়। পারফরম্যান্সে দেখা দেয় ধারাবাহিকতার অভাব। ফলস্বরূপ বাদ পড়তে হয় জাতীয় 🔥দল থেকে। ঘরোয়া ক্রিকেটেও তিনি সেভাবে রান পাচ্ছিলেন না। ২০২৩ মরশুমের আইপিএলে তাঁকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলেই শনিবারের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জার্সিতে অভিষেক হয় তাঁর। আর অভিষেকেই একেবারে বাজিমাত করলেন তিনি। যে ভাবে মারকুটে মেজাজে ব্যাট করলেন, তা দেখে হতবাক বিশেষজ্ঞরাও। পাশাপাশি গড়ে ফেললেন দু'টি নজিরও। চলতি আইপিএলে এক ওভারে সর্বাধিক রান করার নজির গড়লেন তিনি। পাশাপাশি চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরানও করলেন রাহানে।
আরও পড়ুন: লিগ টেবলে ফের শীর্ষে RR,🦄 বেগুনি টুপির লড়াইয়ে উডকে দুইয়ে নামালেন যুজি
মুম্বইয়ের বোলার আর্শাদ খানকে এ দিন কার্যত টার্গেট করেন রাহানে। তাঁর ওভারেই রাহানে তুলে নেন ২৩ রান। রাহানের হাতে বেদম পিটুনি খেতে হয় বোলার আর্শাদ খানকে। ওভারের প্রথম বলেই বিরাট এক ছক্কা হাঁকান তিনি। প꧃🌄রবর্তী চারটে বলে চারটি দৃষ্টিনন্দন বাউন্ডারি মারেন রাহানে। ওভারের শেষ বলে একটি সিঙ্গেলস নেন। ফলে গোটা ওভারে রাহানের সংগ্রহ দাঁড়ায় ২৩। যা চলতি আইপিএলে এখনও পর্যন্ত নজির। ১৬তম আইপিএলে রাহানের আগে এক ওভারে এত রান করতে পারেননি আর কোনও ব্যাটার। পাশাপাশি এ দিন চেন্নাইয়ের হয়ে অভিষেকেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি।মাত্র ১৯ বলে এই অর্ধশতরান করেছেন তিনি। যা চলতি আসরের এখনও পর্যন্ত দ্রুততম অর্ধশতরান।
আরও পড়ুন: ট🌱প অর্ডার থেকꦑে পেসারদের পারফরম্যান্স- GT-র বিরুদ্ধে ৫টি বিষয় মাথায় রাখতে হবে KKR-কে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।