পরের মরশুমে আরও দুটি দলকে আইপিএল❀-এর আসরে দেখা যাবে। আইপিএল-এ নবম দল হিসেবে আরপিএসজি সর্বোচ্চ ৭০৯০ কোটি টাকা লগ্নি করেছে। সেখানে প্রায় ৫৬২৫ কোটি টাকা বিনিয়োগ করেছে সিভিসি ক্যাপিটাল। 𓂃আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের হয়ে প্রতিনিধিত্ব করবে। ফলে দুটি নতুন আইপিএল দল নিয়ে বোর্ডের আয় হল প্রায় ১২,৬৯০ কোটি টাকা। বাড়ছে আইপিএল-এর পরিধি। পরের বছর থেকে আটের বদলে দশ দলের হতে চলেছে এই প্রতিযোগিতা। নতুন দুই দল আসায় খুশি বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
দুই নতুন ফ্রাঞ্চাইজিকে স্বাগত জানꦚালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই দুটি নতুন দল যোগ দেওয়ার জন্য তরুণ ক্রিকেটাররা বাড়তি সুযোগ পাবেন। বোর্ডের তর♏ফ থেকে দেওয়া এক বিবৃতিতে সৌরভ বলেছেন, ‘২০২২ সালের আইপিএল-এ দুটি নতুন দলকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। লখনউ এবং আহমেদাবাদ মতো দুটি নতুন শহরে আইপিএল আয়োজিত হবে। নতুন দুটি যুক্ত হওয়ার জন্য দেশের একাধিক ঘরোয়া ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। এতে ওদের আরও লাভ হবে।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে ইতিবাচক দিক হল আইপিএল-এ অংশ নেওয়ার জন্য বিদেশের একাধিক সংস্থা দল কিনতে আগ্রহী হয়েছিল। ফলে বেশ বোঝা যাচ্ছে যে আইপিএল পুরো ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে।’
তবে অনেকে দুই দলের বিপুল অর্থ দিয়ে আইপিএল-এ অন্তর্ভুক্তি নিয়ে অবাক হয়েছেন। কিন্তু এই বিষয়ে একেবারেই অবাক হননি মহারাজ। তিনি বলেন, ‘আমরা আসলে অবাক হইনি, এটি (আইপিএল) একটি বড় ব্র্যান্ড এবং আমরা অত্যন্ত খুশি যে ভারতীয় ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এক নম্বর এবং দুই নম্বর হওয়ার জন্য সঞ্জীব এবং সিভিসিকে অভিনন্দন কিন্তু আমরা ভারতীয় ক্রিকেটের দিকে তাকাই এবং এটাই আমাদের কাজ। ভারতীয় ক্রিকেট যত বেশি উন্নꦯতি করবে, ততই ভালো।’
সৌরভ আরও জানান, ‘এই সব টাকাই ফেরত যাবে ভারতীয় ক্রিকেটে। এর জন্যই আমরা এখানে এসেছি, আমরা চাই𒈔 ভারতীয় ক্রিকেট এগিয়ে যাক এবং এটি কয়েক বছরে অনেক এগিয়ে গেছে। এটি আইপিএলেꩵর ১৪তম মরশুমে এবং ব্র্যান্ডটি বেড়েছে এবং আমি মনে করি এটি আমাদের জন্য একটি দুর্দান্ত লক্ষণ।’
সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ ও বিদেশি কোম্পান⭕ি সিভিসি ক্যাপিটাল যুক্ত হওয়ার জন্য আইপিএল-এর 📖শক্তি বাড়ল। রবিবার দুবাইয়ের অভিজাত হোটেলে দরপত্র খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ। দুই নতুন সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আইপিএল একটা দারুণ মঞ্চ হিসেবে কাজ করছে। তাই পরের বছরের আইপিএল-এর জন্য আমি মুখিয়ে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।