দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফর্ম্যাটে ফিরছে। তাই এবারের টুর্নামেন্ট আয়োজকদের জন্য খুবই বিশেষ। আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিটি দল তাঁদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। আসন্ন টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত মরশুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস মুখোমুখি হবে🎐 চেন্নাই সুপার কিংসের। আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১ লক্ষ দর্শক 🍒আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। সূত্রের খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। গান গাওয়ার কথা দেশের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর।
আরও পড়ুন… আপনি পাক বোর্ডের CEO নন- বিশ্বকাপে খেলার ইস্যুতে ICC কর্তা ওয়াসিমকে তোপ BCCI-এ🧜র
আইপিএলের উদ্বােধনী অনুষ্ঠানটি মরশুমের প্রথম ম্যাচটি শুরুর আগে আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখন প্রশ্ন হল কারা কারা🅺 এই অনুষ্ঠানে পারফর্ম করবেন? এখনও তালিকা চূড়ান্ত না হলেও, সূত্রের খবর, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মন্ধানা, তামান্না ভাটিয়া, টাইগার শ্রফ ও অরিজিৎ সিং এই লিস্টে রয়েছেন। এদিকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামতে চণ্ডীগড় উড়ে গেল কেকেআর। গতকাল ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। সাধারণত এমন পরিস্থিতিতে দলের প্রথমসারির ক্রিকেটারদের দেখা না পাওয়ারই কথা🌳 ছিল। কিন্তু কেকেআরের জন্য গত কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় আপদকালীন পরিস্থিতিতে নীতিশ রানার কাঁধে দায়িত্বভার দেওয়া হয়েছে। মঙ্গলবারই শহরে এসেছেন দলের ২ বিদেশ পেসার টিম সাউদি ও লকি ফার্গুসন। এরমধ্যে আবার লকির চোট নিয়ে ধােঁয়াশা রয়েছে।
আরও পড়ুন… কেন কো🙈টি টাকার গাড়ি কিনে বেচে দেন কোহলি? কারণ জꦓানলে অবাক হবেন
পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ ১ এপ্রিল খেলবে কলকাতা নাইট রাইডার্স। সেই দলে রয়েছেন তারকা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা। যদিও তিনি প্রথম মꦑ্যাচে খেলতে পারবেন না। রয়েছেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। এছাড়া অজি পেসার নাথান এলিসকে দলে নিয়েছ♉ে পঞ্জাব। তাই পেস আক্রমণ যে পঞ্জাবের শক্তি বেশ ভালো।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার H♎T App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।