জেমস অ্যান্ডারসনকে ফিরতে হল খালি হাতে। তবে বল হাতে আগুন 🐎ঝরালেন হাসান আলি। চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে থামানো যাচ্ছে না পাক পেসারকে।
কেন্টের ♔বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমে প্রথম ইনিংসে ৫৮ রানে ২টি ও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ৩টি উইকেট নিয়েছিলেন হাসান। এবার গ্লস্টারশায়ারের বিরুদ্ধে নিজের দ্বিতীয় কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে পাক ꦉতারকা একাই দখল করেন ৬টি উইকেট। কার্যত একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে ধস নামান হাসান।
আও পড়ুন:- কাউন্টিতে দ্বিশতরান করে ১০০ বছর আগের ইতিহাস ফ🀅ﷺেরালেন পূজারা, গড়লেন ৫টি দুর্দান্ত নজির
ম্যাঞ্চেস্টারে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে গ্লস্টারশায়ার। তার🉐া প্রথম দিনেই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৫২ রানে। মার্কাস হ্যারিস ৬৭, ক্রিস ডেন্ট ৫২ ও রায়ান হিগিংস অপরাজিত ৫১ রান করেন।
হাসান ১৭ ওভার বল করে ৬টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। তিনি ফিরিয়ে দেন ক্রিস ডেন্ট, মাইলস হ্যামন্ড, টম লেস, জোস শ, জারেডඣ ওয়ার্নার ও অজিত দালেকে। এছাড়া সাকিব মেহমুদ নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জর্জ বল্ডারসন ও ম্যাট পারকিনসন। জেমস অ্যান্ডারসন ১৬ ওভার বল করে ৩০ রান খরচ করেন। তবে কোনও উইকেট পাননি তিনি।
আরও পড়ুন:- Shaheen Afridi:ꦫ কাউন্টিতে বল হাতে দুরন্ত আফ্রিদি, নিরুপায় 'আত্মসমর্পন' লাবুশানের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।