মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে লিগ টেবলের দুইয়ে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু🌠 মহেন্দ্র সিং ধোনির কপালের ভাঁজটা চওড়াই রয়ে গিয়েছে।🎉 তিনি রোহিত শর্মার টিমকে হারানোর পরেও কিছুতেই স্বস্তি পাচ্ছেন না। কারণ লিগ টেবলের অঙ্কটা যে বড় জটিল হয়ে রয়েছে। আর সেটাই ধোনির মাথাব্যথার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার ডাবল হেডারের প্রথ𝓡ম ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে 🍸১৪০ রান তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে নেয় সিএসকে।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচের পর বলেছেন, ‘এই ম্যাচে জয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটি আমাদের অস্কিজেন দিয়েছে। গত কয়েকটি খেলার ফল😼াফল আমাদের পক্ষে যায়নি। তাই জিতে 🐠বেশ ভালো লাগছে। তবে লিগ টেবলের মাঝখানে যে রকম লড়াই চলছে, সেটা স্বস্তি দিচ্ছে না। কারণ এক বা দু'টি দল খুব কাছাকাছি রয়েছে। তারা একে অপরের মুখোমুখি হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে।’
এ দিনের ম্যাচে ধোনি বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। যেটা প্লাস পয়েন্ট হয়ে যায় চেন্নাইয়ের জন্য। ধোনি অবশ্য বলেছেন, টস জিতলে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। তাঁর দাবি, ‘আমি কিছুটা দ্বিধায় ছিলাম। প্রথমে ব্যাট করার কথা ভেবেছিলাম। কিন্তু চারপাশের আবহাওয়া এবং আমার চারপাশের বেশির ভাগ লোকই চেয়েছিল বলেই শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই বোলিংয়ের। ওই বিষয়টি কার্যকর হবে বলে মনে হয়। আসলে আমি ভেবেছিলাম, বৃষ্টি হলে উইকেট সাধারণত মন্থর হয়ে য๊েত এবং বৃষ্টি এলেও খেলার সিংহভাগই হয়ে যেত।’
আরও পড়ুন: আমি খারাপ কি🐷ছুই বলিনি- নিজের দোষ ঢাকতে BCCI- কে লম্ব𒊎া চিঠি কোহলির- রিপোর্ট
মাথিশা পাথিরানাকে নিয়ে উচ্ছ্বসিত হলেও, তাঁর উদ্দেশ্যে ধোনির উপদেশ, ‘ওর ধারাবাহিকতা, বৈচিত্র্য, গতি ওকে বিশেষ করে তুলেছে। ও কতটা ক্রিকেট খেলছে, সেই দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। আমি ওকে লাল বলের ক্রিকেট না খেলতেই বলব। এমন কী লাল ব𝄹লের ক🦄্রিকেটের ধারেকাছে যেতে বারণ করব। ওকে ওডিআই সহ সমস্ত ধরনের আইসিসি-র টুর্নামেন্ট খেলতে বলব। ও হতে পারে শ্রীলঙ্কার জন্য বড় সম্পদ। গত বার ওকে খুব রোগা দেখেছিলাম। এ বার শরীরে পেশি হয়েছে এবং আগের চেয়ে শক্তিশালী হয়েছে।’
পাথিরানা এ দিন ৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে ন🐼েন। তাঁর সঙ্গে যোগ দেন দীপক চাহার, তুষার দেশপাণ্ডেও। চেন্নাই বোলারদের দাপটে ৮ উইকেটে ১৩৯ রান করে মুম্বই। ৫১ বলে ৬৪ করেন নেহাল ওয়াধেরা। এ ছাড়া ২২ বলে ২৬ করেন সূর্যকুমার যাদব। ২১ বলে ২০ করেন ত্রিস্তান স্টাবস। পাথিরানার ৩ উইকেট ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার এবং তুষার দেশপাণ্ডে। রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।