🔴HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK vs SRH: ব্যাট হাতে অভিষেক-রাহুলের দাপটে সিএসকেকে উড়িয়ে দিল সানরাইজার্স

CSK vs SRH: ব্যাট হাতে অভিষেক-রাহুলের দাপটে সিএসকেকে উড়িয়ে দিল সানরাইজার্স

এই নিয়ে আইপিএল ইতিহাসে মাত্র দ্বিতীয়বার নাগাড়ে চার ম্যাচ হারল সিএসকে।

সিএসকের বিরুদ্ধে ব্য়াট হাতে রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা। ছবি- আইপিএল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হারের ধারা অব্য়াহত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও হেরে গেল সিএসকে। টসে হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান তোলে সিএসকে। দলের হয়ে মইন আলি সর্বাধিক ৪৮ রান করেন। সানরাইজার্সের তরফে ওয়াশিংটন সুন্দর ও নটরাজন দু'টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৮৯ রানের ওপেনিং পার্টনারশিপ সানরাইজার্সর জয়ের ভিত গড়েষ কেন উইলিয়ামসন ৩২ র🍌ানে আউট হলেও, অপর ওপেনার অভিষেক শর্মা নিজের প্রথম আইপিএল অর্ধশতরান করেন এই ম্যাচেই। তাঁর ৭৫ রান ও রাহুল ত্রিপাঠীর ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স।

09 Apr 2022, 07:46 PM IST

ম্যাচ সেরা অভিষেক

৫০ বলে ৭৫ রানের তুখড় ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওপেনারꦜ অভিষেক শর্মা।

09 Apr 2022, 07:04 PM IST

৮ উইকেটে জয় সানরাইজার্সের

১৫ বলে ৩৯ রানের 𝐆একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জয় এনে দিলেন রাহুল ত্রিপাঠী। ১৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই প্রয়োজনীয় ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার নাগাড়ে চার ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। 

09 Apr 2022, 07:01 PM IST

১৫০ পূর্ণ সানরাইজার্সের

১৭.২ ওভারে দুဣই উইকেট হারিয়ে ১৫০-র গণ্ডি টপকাল সানরাই🎶জার্স হায়দরাবাদ। জয়ের জন্য আর মাত্র ৫ রান চাই। 

09 Apr 2022, 06:59 PM IST

অভিষেক আউট

৫০ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সুবাদে ৭৫ রানের একটি তুখড় ইনিংস খেলে আউট হলেন অভিষেক শর্মা। তাঁর উইকেট নিলেন ড꧟োয়েন ব্র্যাভো। তবে ম্যাচে সিএসকের জন্য আর তেমন কিছু বাকি নেই। সানরাইজার্সের বর্তমান স্কোর ১৪৫-২।

09 Apr 2022, 06:57 PM IST

১৭তম ওভারে উঠল ১৯ রান

ক্রিস জর্ডনের করা ১৭তম ওভার প্রায় সানরাইজার্সের জয় সুনিশ্চিত করে দিল। এক ওভারে ১৯ রান দিলেন জর্ডন। ১৭ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৪৪-১। শেষ ৩ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য মাত🐠্র ১১ রান চাই। ইতিমধ্যেই দ্বিতীয় উইকেটে অভিষেক ও রাহুল ত্রিপাঠী ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।

09 Apr 2022, 06:45 PM IST

১৫ ওভারে সানরাইজার্সের স্কোর ১২১-১

সানরাইজার্সের ব্যাটিং দাপট অব্যাহত। বর্তমানে🐲 ৪৩ বলে ৭১ রানে ব্যাট করছেন অভিষেক, রাহুল ত্রিপাঠীর সংগ্রহ ৭ বলে ১৭ রান। মুকেশ চৌধুরীর ওভারে উঠল ১৩ রান। ১৫ ওভার শেষে সানরাইজার্সের বর্তমান স্কোর ১২১-১। শেষ ৫ ওভারে জয়ের জন্য মাত্র ৩৪ র🧸ান চাই।

09 Apr 2022, 06:39 PM IST

শতরানের গণ্ডি টপকাল সানরাইজার্স

কেন উইলিয়ামসন আউট হলেও, অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী সানরাইজার্সের হয়ে হাল ধরে নিয়েছেন। ১৪তম ওভারে ১০০ পার করল সানরা♎ইজার্স। বর্তমান স্কো🍨র ১০৮-১।

09 Apr 2022, 06:29 PM IST

ওপেনিং পার্টনারশিপ ভাঙল

অবশেষে সানরাইজার্সের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে 🐬সক্ষম হল সিএসকে। ১৩তম ওভারের প্রথম বলেই ৩২ রানে (৪০ বল) কেন উইলিয়ামসনকে ফে💜রালেন মুকেশ চৌধুরী। ৮৯ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠী।

09 Apr 2022, 06:25 PM IST

প্রখম আইপিএল ৫০ অভিষেকের

চারটি চার ও একটি ছক্কার সহায়তায় ৩২ বলে নিজের প্রথম অর্ধশতরান পূরণ করলেন সানরাইজার্স হ✅ায়দরাবাদের 𝔍তরুণ ওপেনার অভিষেক শর্মা।

09 Apr 2022, 06:19 PM IST

ইনিংসের মাঝপথে ভাল জায়গায় সানরাইজার্স

দুই ওপেনারের দৌলতে ইনিংসের মাঝপথে বেশ ভাল জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্ꦿতমানে কোনও উইকেট না হারিয়ে স্কোর ৬৯। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮৬ রান প্রয়োজন।

09 Apr 2022, 06:11 PM IST

ওপেনারদের দাপট

শুরুটা ভীষণ মন্থরভাবে করলেও, হাত খোলা শুরু করে দিয়েছেন সানরাইজার্স ওপেনাররা। পরপর দুই ওভারে ১০ রান করে উঠল। ৯ ওভার শেষে স্কোর ৬২-০। উইলিয়ামস♍ন খেলছেন🃏 ২৩ রানে (৩১ বল), অভিষেকের সংগ্রহ ৩৯ রান (২৩ বল)।

09 Apr 2022, 06:10 PM IST

৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স

মইন🅺 আলির বিরুদ্ধে অষ্টম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলগত ৫০ পূর্ণ করলেন কেন উইলিয়ামসন। ৮ ওভার শেষে সানরাইজার্সের স্কোর ৫২-০।

09 Apr 2022, 06:01 PM IST

পাওয়ার প্লের শেষ ওভারে উঠল ১৩

অবশেষে একটু হাত খুললেন অভিষেক শর্মা। প𝓡াওয়া প্লের শেষ ওভারে মাহিশ থিকসানাকে একটি চার ও একটি ছꦦক্কা হাঁকালেন তিনি। ৬ ওভারে শেষে সানরাইজার্সের স্কোর ৩৭-০। উইলিয়ামসন ১০ রানে (২১ বল) ব্যাট করছেন, অভিষেকের সংগ্রহ ২৭ রান (১৫ বল)।

09 Apr 2022, 05:57 PM IST

রানের গতি বাড়াতেই পারছে না সানরাইজার্স

৫ ওভার হয়ে গেলেও, সানরাইজার্স ওপেনার✤রা এখনও নিজেদের হাতই খুলতে পারছেন না। বর্তমান স্কোর ২৪✱-০। সম্ভবত আগের ম্যাচগুলিতে ওপেনিং পার্টনারশিপের ব্যর্থতা, দুই ওপেনারকে এমনভাবে খেলতে বাধ্য করছে। 

09 Apr 2022, 05:49 PM IST

৩ ওভার শেষে সানরাইজার্স ১৪-০

শুরুটা একটু দেখেশুনেই করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ ওভার শেষে দলের স্কোর ১৪-০। অভিষেক শর্মা খেলছেন ৯ রানে (৭ꦿ♑ বল), কেন উইলিয়ামসনের সংগ্রহ ৫ রান (১১ বল)।

09 Apr 2022, 05:39 PM IST

ভাল শুরু মুকেশের

সিএসকের হয়ে♓ বল হাতে শুরুജটা বেশ ভালই করলেন মুকেশ চৌধুরী। তাঁর প্রথম ওভারে মাত্র ১ রান উঠল।

09 Apr 2022, 05:21 PM IST

শেষ ওভারে ১৫ রান দিলেন ভুবি

ইনিংসের শেষটা ভালভাবে করতে পারল সানরাইজার্স। ভুবনেশ্বর কুমার ৪টি ওয়াইডসহ মোট ১৫ রান দিলেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৪-৭ ইনিংস শে𒉰♐ষ করল সিএসকে।

09 Apr 2022, 05:19 PM IST

১৫০-র গণ্ডি টপকাল সিএসকে

ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ৭ উইকেট হারিয়ে অবশেষে ১৫০-র গণ্ডি টপকাল 🌠সিএসকে।

09 Apr 2022, 05:18 PM IST

জাদেজা আউট

শেষ ওভারের তৃতಌীয় বলে ভুবনেশ্বর কুমারের লো ফুলটসকে বাউন্ডারি পার করাতে গিয়ে কভারে ক্যাচ আউট হলেন জাদেজা। ১৫ বল♛ে ২৩ রান করেন সিএসকে অধিনায়ক। ১৪৭ রানে ৭ উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার ক্রিস জর্ডন।

09 Apr 2022, 05:13 PM IST

১৯তম ওভারে উঠল ১৪ রান 

প্রথম চার বল একেবারে সঠিক স্থানে ইয়র্কার মারলেও, নটরাজনের বিরু😼দ্ধে ওভারের শেষ দুই বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১🤡৯তম ওভারে মোট ১৪ রান তুললেন জাদেজা। সিএসকের বর্তমান স্কোর ১৩৯-৬।

09 Apr 2022, 05:07 PM IST

১৮ ওভারে শেষে সিএসকের স্কোর ১২৫-৬

জানসেনের ১৮তম ওভারে উঠল মাত্র ৮ রান। পাশাপাশি ধোনির গুরুত্বপূর্ণ উইকেটও হারিয়েছে সিএসকে। ১৮ ওভার🥀 শেষ💝ে সিএসকের স্কোর ১২৫-৬। ১৫০-র গণ্ডি টপকাতে পারবে হলুদ ব্রিগেড?

09 Apr 2022, 05:05 PM IST

সানরাইজার্সের হয়ে জানসেনের প্রথম উইকেট

গত ওভারে ভুবনেশ্বর কুমারের বিরুদ♋্ধে মাত্র ৪ রান উঠেছিল। তাই ১৮তম ওভারে জানসেনের বিরুদ্ধে সিএসেকর দুই অভিজ্ঞ তারকা যে বড় শট মারার চেষ্টা করবেন🎃, সেটা জানাই ছিল। সেই প্রয়াশেই ওভারের তৃতীয় বলে মাত্র ৩ রানে (৬ বল) আউট হলেন ধোনি। ১২২ রানে ষষ্ঠ উইকেট হারাল সিএসকে।

09 Apr 2022, 04:53 PM IST

শিবম দুবে আউট

একের পর✃ এক তিন ওভারে পরপর তিন উইকেট হারিয়ে চাপে সিএসকে। এবার নটরাজনের বলে মাত্র ৩ রানে (৫ বল) সাজঘরে ফিরলেন শুবম দুবে। ১১০ রানে পাঁচ উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব𒐪্যাটার মহেন্দ্র সিং ধোনি।

09 Apr 2022, 04:50 PM IST

মইন আউট

রায়াডু আউট হওয়ার পরের ওভারেই এডেন মার্করামের বলে ৪৮ রানে আউট হলেন আরেক সেট ব্যাটার মইন আলি। ১০৮ রানে চতুর্থ উইকেট হারাল সিএসকে। ক্রিজে ন♔তুন ব্🧸যাটার রবীন্দ্র জাদেজা। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ১০৮-৪।

09 Apr 2022, 04:45 PM IST

শতরানের গণ্ডি টপকাল সিএসকে

দারুণ ওভার সুন্দরের। মাত্র ৩ রান ও ১ উইকেট নিলেন তি𝓡নি। তবে ১৪তম ওভারেই ১০০-র গণ্ডিও🔴 টপকে গেল সিএসকে।

09 Apr 2022, 04:43 PM IST

রায়াডু আউট

১৪তম ওভারের তৃতীয় বলে, আম্বাতি রায়াডুকে আউট করে জমাটি পার্টনারশিপ ভাঙলেন সুন্দর। ২৭ বলে ২৭ 🍌রান করে আউট হন র🐲ায়াডু। ৯৮ রানে তৃতীয় উইকেট হারাল হলুদ ব্রিগেড।

09 Apr 2022, 04:39 PM IST

শতরানের দোরগোড়ায় সিএসকে

হু হু করে রান তুলছে সিএসকে। ১৩তম ওভারে উঠল ১৩ রান। সিএসকের বর্তমান স্কোর ৯৭-২। মইন এবং রায়াডু ইতিমধ্যেই ৬১ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। এই পার্টন▨ারশিপ চালু থাকলে সিএসকের বড় রান করার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

09 Apr 2022, 04:33 PM IST

৫০ রানের পার্টনারশিপ মইন-রায়াডুর

তৃতীয় উইকেটে ৪২ রানে ৫০ রানের পার্টনারশুপ পূরণ করলেন মইন আলি ও আম্বাতি রায়াডু। অল্প সময়ের ব্যবধানে দুই উইকেট হারানোর পর রায়াডু ওꦓ মইন, সিএসকের হাল ধরে নিয়েছেন।

09 Apr 2022, 04:26 PM IST

আক্রমণে রায়াডু

হাত খোলা শুরু করেছে সিএসকে। ১১তম ওভারে জানসেনের বিরুদ্ধে সুন্দর দไু'টি চার মারেন রায়াডু। ওভারে উঠল ১০ রান। ১১ ওভার শেষে স💮্কোর ৭৮-২।

09 Apr 2022, 04:22 PM IST

ইনিংসের মাঝপথে সিএসকে ৬৮-২

নিজেদের ব্যাটিং ইনিংসের মাঝপথে সিএসকের স্কোর ৬৮-২। রায়াডু ১৫ বলে ১৫ রানে ব্যাট করছেন, মই♌ন আলির সংগ্রহ ২২ রান (২১ বল)।

09 Apr 2022, 04:17 PM IST

৯ ওভার শেষে সিএসকে ৬৩-২

নবি মুম্বইয়ের তপ্ত বিকেল🐎ে বল হাতে আগুন ঝরাচ্ছেন সানরাইজার্সের উমরান মালিক। নিরন্তর ১৪৫-র আশেপাশে বল করছেন তিনি। অবশ্য তাঁর ওভার থেকে তাঁরই গতিকে ক♐াজে লাগিয়ে সিএসকে ১২ রান তুলল। ৯ ওভার শেষে স্কোর ৬৩-২।  

09 Apr 2022, 04:11 PM IST

৫০-র গণ্ডি টপকাল সিএসকে

অষ্টম ওভারে দু🦩ই উইকেট হারিয়ে ৫০-র গণ্ডি টপকাল সিএসকে। অষ্টম ওভার থেকে মাত্র ৬ রান উঠেছে। ক্রিজে বর্তমানে ১২ রানে (১৩ বল) মইন আলি ব্যাট করছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন রায়াডু। তাঁর সংগ্রহ ৮ রান (১১ বল)। সিএসকের বর্তমান স্কো🦂র ৫১-২।

09 Apr 2022, 04:02 PM IST

পাওয়ার প্লে শেষ

দারুণভাবে ম্যাচটা শু💦রু করলেন নটরাজন। তাঁর ওভারে উঠল মাত্র ৫ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে সিএসকে ৪১-২। রায়াডু ১ রানে (২ বল) ও মইন আলি ৯ রানে (১০🌃 বল) ক্রিজে উপস্থিত রয়েছেন।

09 Apr 2022, 03:58 PM IST

আবারও ব্যর্থ রুতুরাজ

বল করতে এসেই প্রথম বলেই রুতুরাজকে ফেরালেন 🐓টি নটরাজন। ১৩ বলে মাত্র ১৬ রান করে আউট হয়ে ফের ব্যর্থ রুতু। ৩৬ রান🦂ে দ্বিতীয় উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার আম্বাতি রায়াডু।

09 Apr 2022, 03:56 PM IST

সিএসকের রানের গতিতে অঙ্কুশ

শুরুটা ভাল করলেও, রবিন উথাপ্পাকে হারানোর পর সিএসকের রানের গতিতে কিছুটা অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে সানরাইজার্স। ৫ ওভার শে💯ষে সিএসকের স্কোর ৩৬-১। এই ওভারে জানসেন মাত্র ৪ রান দিলেন।

09 Apr 2022, 03:46 PM IST

উথাপ্পা আউট

পেস বোলাররা তেমন মদত পাচ্ছেন না দেখে ম্যাচের চতুর্থ ওভারেই স্পিনার ওয়াশিংটন সুন্দরকে আক্রমণে🍨 আনেন উইলিয়ামসন। আর প্রথম বলেই সাফল্য। বড় শট হাঁকাতে গিয়ে লং অনে এডেন মার্করামকে ক্যাচ দিয়ে বসেন উথাপ্পা। ১১ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। ২৫ রানে প্রথম উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার মইন আলি।

09 Apr 2022, 03:44 PM IST

ভাল শুরু সিএসকের

তিন ওভার শেষে সিএসকের স্কোর ২৫ বিন♌া কোনও উইকেট হারিয়ে। উথাপ্পা ১৫ রানে (১০ বল) ও রুতুরাজ ১০ রানে (৮ বল) ব্যাট করছেন💛।

09 Apr 2022, 03:34 PM IST

ম্যাচ শুরু

ভুবনেশ্বর কুমারের প্রথম ও🐲ভারে ৮ রান ꦍতুলে ইনিংস শুরু করলেন সিএসকের রবিন উথাপ্পা। তাঁর সঙ্গে নামা অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অবশ্য এখনও একটিও বল খেলেননি।

09 Apr 2022, 03:14 PM IST

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দলে দু♎ই বদল ঘটিয়েছেন। মার্কো জানসেন ও শশাঙ্ক সিং 🍸এই ম্যাচে মাঠে নামছেন।

সানরাইজার্সের প্রথম একাদশ-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ꧅ত্রিপাঠী, এডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন

09 Apr 2022, 03:10 PM IST

সিএসকের একাদশ

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস।๊ ডোয়েন প্রিটোরিয়াসের বদলে সিএসকে জার্সিতে অভিষেক ঘটছে মাহিশ থিকসানার।

সিএসকের প্রথম একাদশ-

রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথ✨াপ্পা, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা (ক্যাপ্টেন), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, ডোয়েন ব্র্যাভো, ক্রিস জর্ডন, মাহিশ থিকসানা ও মুকেশ চৌধরী

09 Apr 2022, 03:02 PM IST

টসে জিতল সানরাইজার্স

সানরা🐲ইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং কর🌜ার সিদ্ধান্ত নিয়েছেন।

09 Apr 2022, 03:01 PM IST

হেড-টু-হেড

এখনও অবধি সিএসকে ও সানরাইজার্স ১৬ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে সিএসকে এই ম্যাচে নিজꦜেদের দাপট দেখিয়েছে, তা বলাই বাহুলဣ্য। তারা ১৬টির মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে।

09 Apr 2022, 02:50 PM IST

ওপেনিং সমস্যা

যে কোনও দলেরই বড় রান করার জন্য মজবুত ভিতটা প্রয়োজন। তবে সিএসকে বা সানরাইজার্স, কোনও দলই কোনও ম্যাচেই এখনও পর্যন্ত সেই ভিতটাই তেমনভাবে পায়নি। গত মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক তথা সিএসকে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় তিন ম্যাচে মোট ২ রান করেছেন। সেখানে সানরাইজার্স ওপেনার তথা অধিনায়ক কেন উইলিয়ামসনও দলের এখনও অবধি ব্যর্থ। উইলিয়ামসনের সংগ্রহ মোট ১৮ রান। দ্রুত দুই দলকেই এই স🔥মস্যার সমাধান করতে হবে।

09 Apr 2022, 02:32 PM IST

প্রথম জয়ের খোঁজে দুই দল

স্রেফ আইপিএল টেবিলের দিকে তাকালে আজকের প্রথম ম্যাচে লিগ তালিকায় আট নম্বরে থাকা দলের বিরুদ্ধে দশে থাকা দলের মোকাবিলা। কিন্তু ইতিহাসের বিচার🦂ে দুই প্রাক্তন চ্যাম্পিয়নের আজ ডিয়াই পাতিলে লড়াইয়ে নামছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই এখনও এই মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি। সানরাইজার্স প্রথম দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়🌠ান্টসের বিরুদ্ধে যথাক্রমে ৬১ ও ১২ রানে হেরেছে। সেখানে সিএসকে কলকাতা নাইট রাইডার্স ও লখনউয়ের বিরুদ্ধে ৬ উইকেটে হারার পর, পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৫৪ রানে হেরে আইপিএল ইতিহাসে সবচেয়ে খারাপভাবে মরশুম শুরু করেছে। তাই প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়ে দুই দল মাঠে নামবে।

Latest News

বরখাস্ত হইনি, সাদা বলের দায়িত্ব নিইনি পারিবারিক কারণে, সাফাই পাক কোচ গ🤡িলেসপির ভেজালের মাঝে 🗹আসল আদা কী দেখে চিনবেন? বাজারে ঠকতে না হলে দেখে নিন সহজ টিপস ‘আগে দেশ, পরে রোজগা🤪র’, বাংলাদ🧜েশি রোগী দেখা বন্ধ করলেন কলকাতার নামি চিকিৎসক সামান্য খোঁড়াখুঁড়িতেই উঠে আসဣছে সোনা! চিনের ভূগর্ভেই রয়েছে বৃহত্তম꧙ স্বর্ণ খনি? সুযোগের অপেক্ষায় আছি; দ্𒁏বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা নবাগত 𒁏ম্যাকসুইনির কাচতে গিয়ে সাদা কাপড়ে অনꦏ্য রং লেগে গিয়েছে? খুব সহজেই তুলতে পারেন হেড🤪,অভিষেক,ইশান, ক্লাসেন! শক্൩তি প্রবল সানরাইজার্সের! স্লগ ওভার বোলিং নিয়ে চিন্তা ১৮তে ব♐িয়ে, ২২ বছরে ডিভোর্স! চলতি বছরেই কি দেবমাল্যকে ২য় বিয়ে, ফাঁস করলেন🌠 মধুমিতা কলকাতায় পুলিশকর্মীর রহস্যমৃত্যু, স্ত্রী ও♛ ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানী🧸য়দের জানুয়ারিতে রাজ্য ডিএ বাড়াবে, এরপর বাজেটেও থাকবে 'চমক', ৪ 🐻কিস্তিতে মিলব🍸ে বকেয়া

IPL 2025 News in Bangla

হেড,অভিষেক,ইশান, ক্লাসেন! শক্ত🎃ি প্রবল সানরাইজার্সের! স্লগ ওভার বোলিং নিয়ে চিন্ত🐎া বিরাট কোহলি বা রোহিত শর্মা নন! IPLর সুবাদে সব থেকে দামি ভারতীয় ক্🅘রিক꧟েটার পন্ত… IPL 2025﷽-এ RCB অধিনায়ক হবেন বি💖রাটই, বলছেন এবি…দলকে ভোগাতে পারে স্পিনারের অভাব… ৭ বছরের সম্পর্কে ইতি! ম𓄧𒆙ুম্বই ছেড়ে SRH যাওয়ার সময় আবেগঘন বার্তা ইশান কিষানের! ভারত প্র𝐆থম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে🌺 টেক্সটও… ভিডিয়ো: ১১ বছরের সম্পর্ক শেষ! আবে🔥গে ভা𝓡সলেন ভুবনেশ্বর, ফিরে দেখলেন SRH-এর স্মৃতি বেস প্রাইসের তুলনায় সর্বোচ্চ দাম বাড়ে পন𓄧্তের! গতবারের থেকে সর্বাধি𒁃ক লাভবান কে? কীভাবে প্ꩲরতিভা নষ্ট হয়, কেস স্টাডি হওয়া উচিত, বলছেন পৃথ্বী শ-র কোচ প্রবীণ আমরে ঋষভের মনের সুপ্ত বাসনা কী, কেন ছাড়ল DC, ℱঅবশেষে হাটে হাঁড়ি ভাঙলে▨ন পার্থ জিন্দাল ‘কেরিয়ার দীর্ঘায়িত করতে চাই, শরীর দিচ্ছে না’! IPL 𝔉না খেলার কারণ জানালেন স্টোকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ