এই বছর আইপিএলের সবচেয়ে হতাশা জনক দলের নাম দিল্লি ক্🧔যাপিটাল। ১১ টি ম্যাচের মধ্যে সাতটিতে হারের মুখ দেখেছে তারা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শেষের পর দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং জানান, রান তাড়া করতে নেমে মাঝের ওভারে অতিরিক্ত ডট বল খেলায় হারতে হয়েছে তাদের। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস করে ১৬৮ রান। জবাবে রান তাড়া করতে গিয়ে ১৪০ রানে থামে যায় দিল্লি।
এই বছরে দিল্লি প্রায় সব বিভাগেই ব্যর্থ। তা সে ব্যাটিং হোক বা বোলিং। দিল্লির কোচ রিকি পন্টিং বলেন, 'আমরা খুব তাড়াতাড়ি ম্যাচটা হেরে গেলাম। ম্যাচ হেরে যাওয়ার পর স্পিনাররা বল করতে আসে। কিন্তু আমরা স্পিনারদের প্রতি কোনও আক্রমনা🦋ত্মক ভঙ্গি দেখতে পারিনি। ম্যাচের মাঝের ওভারে আমরা ৩৫ টা ডট বল খেলেছি। রান তাড়া করতে নেমে এত ডট বল খেললে কোনও ভাবে ম্যাচ জেতা যাবে না।' এছাড়াও প্রাক্তন অজি ক্রিকেটার মানে নেন যে তারা এই বছর অনেক ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েছে। তিনি বলেন, 'আমার মনে হয় এটা ৫-৬ কিংবা সাত নম্বর ম্যাচ এই বছরে যেখানে আমরা শুধু ওভারে উইকেট হারিয়েছে। এই ম্যাচে প্রথম ওভারে দুটি উইকেট হারিয়ে ফলি আমরা। এই উইকেট পতন🍸 পরিষ্কার বলে দিচ্ছে আমরা ভালোভাবে এগোতে পারেনি।'
এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতে♌ ব্যাট করতে নেমে দিল্লি বোলারদের সামনে বেশি মারকুটে মেজাজ ধরতে পারেনি𝔍 চেন্নাইয়ের ব্যাটারা। ১৭০ রানের মধ্যে আটকে দেয় তাদের। এই বিষয়ে কোচ রিকি পন্টিং বলেন, 'আমি মনে করি বোলাররা খুব ভালো কাজ করেছে। বিশেষ করে অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব ফের নিজেদের জাত চিনিয়েছে। খলিল আহমেদও ভালো বল করেছে।'
দিল্লির তারকা ব্যাটার পৃথ্বী শেষ বেশ কয়েকটি ম্যাচ প্রথম একাদশে জায়গা পানন🌸ি। এই বছর পৃথ্বীর হতাশাজনক পারফরম্যান্সের রিকি বলেন, 'পৃথ্বী আমাদের দলের প্রথম একাদশের জায়গা পাচ্ছে না, তাঁর কারণ আমরা ওর কাছ থেকে যেটা চেয়েছি ও সেটা দিতে পারেনি। তাই দলে রাখা হয়নি ওকে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।