বিশ্বের যে কোনও স্পিন বোলারের কাছে শেন ওয়ার্ন হলেন✨ একজন বোলিং আদর্শ। সকলেই তাঁর মতো বল করতে চায়। সকলেই শেন ওয়ার্নের মতো স্পিন করাতে চান। আর যদি সেই স্পি🐽ন বোলার লেগ স্পিনার হয় তাহলে তো কথাই নেই। বেশির ভাগ ক্ষেত্রেই শেন ওয়ার্ন তাদের কাছে আইডল হয়ে থাকেন। সকলেই শেন ওয়ার্নের সঙ্গে কথা বলতে চান। ওয়ার্নের থেকে টিপস নিয়ে বল করতে চান। সকলেই একটা সময়ে অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিনারের সঙ্গে দেখা করতে চাইতেন। সেই তালিকায় ছিল যুজবেন্দ্র চাহালের নাম। তবে যুজবেন্দ্র চাহালের সেই স্বপ্ন পূরণ হয়নি। রাজস্থান রয়্যালসে যুক্ত হওয়ার পর আর শেন ওয়ার্নের সঙ্গে দেখা করতে পারেননি চাহাল। এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি শেন ওয়ার্নকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। শেন ওয়ার্নের বোলিংয়ের সামনে ব্যাট করতে ভয় পেতেন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা। ২০২২ সালে শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যু পুরো ক্রিকেট বিশ্বকে শোকস্তব্ধ করে দিয়েছিল। শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস ২০০৮ সালে আইপিএলের উদ্ব꧙োধনী মরশুমে তাদের প্রথম শিরোপা জিতেছিল। সেই থেকে শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসের বিশেষ সদস্য ছিলেন।
অবসর নেওয়ার পর 🍃থেকে শেন ওয়ার্ন প্রায়ই রাজস্থান রয়্যালসের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যেতেন। এ দিকে, ফ্র্যাঞ্চাইজির তারকা খেলোয়াড়, যুজবেন্দ্র চাহাল প্রকাশ করেছেন যে শেন ওয়ার্ন তাঁর মৃত্যুর আগে ফ্র🍒্যাঞ্চাইজির খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসার কথা ছিল। বলা ভালো চাহালকে সারপ্রাইজ করতে আসার কথা ছিল ওয়ার্নের। কিংবদন্তির মৃত্যুর পরে এই বিষয়টি জানতে পারেন যুজবেন্দ্র চাহাল।
মৃত্যুর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান খেলোয়াড় শেন ওয়ার্নের এক সপ্তাহের জন্য ফ্র্যাঞ্চাইজি প𝓀রিদর্শন করার কথা ছিল, যুজবেন্দ্র চাহাল রণবীর এলাহাবাদিয়া পডকাস্টে প্রকাশ করেছেন। কিন্তু তাঁর মৃত্যুর কারণে সেই সফরটি আর হতে পারেনি এবং শেন ওয়ার্নের সঙ্গে দেখা করতে পারেননি যুজবেন্দ্র চাহাল। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল বলেন, ‘কিছু একটা বাদ পড়েছে। আমি শেন ওয়ার্ন স্যারের সঙ্গে দেꦯখা করতে পারিনি। আমি পরে জানতে পারি যে আমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে, যাতে তিনি এক সপ্তাহের জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আসতে চলেছিলেন।’
যুজবেন্দ্র চাহাল আরও প্রকাশ করে বলেছেন যে শেন ওয়ার্নের মৃত্যুর খবর থেকে পুনরুদ্ধার করতে তার প্রায় দুই থেকে তিন দিন সময় লেগেছিল। যুজবেন্দ্র চাহাল আরও বলেছেন, ‘যা ঘটেছে সেটা অবশ্যই দুর্ভাগ্যবশত। মৃত্যুর সেই ট্রমা থেকে কাটিয়ে উঠতে আমার দুই থেকে তিন দিন সময় লেগেছিল। কিংবদন্তি শেন ওয়ার্নের কারণে আমি শুরু থেকেই রাজস্থানকে সমর্থন করে আসছি। আমি সবসময় তাঁকে অনুসরণ করতাম। অনূর্🍸ধ্ব-১৯ পর্যন্ত আমার অ্যাকশন তাঁর মতোই ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার ঘরে জিভ বের কর🐬া তাঁর সেই পোস্টার থাকত। এ কারণে 𒐪আমি রাজস্থানকে সমর্থন করতাম। আমি ২০১০ সালে তাদের সম্ভাব্য তালিকায় ছিলাম। কিন্তু সেই সময় নিয়ম ছিল যে আপনি যদি অনূর্ধ্ব-১৯ তে থাকেন তাহলে আইপিএল খেলতে পারবেন না। যে কারণে আমি তাদের দলের সদস্য হতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।