কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক ন🌌ীতীশ রানা তাদের হোম ভেন্যু ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে একেবারেই খুশি নন। এবং তি♔নি বলেছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিটি দলই ‘কেকেআর ছাড়া’ ঘরের মাঠের সুবিধে ভোগ করছে। তবে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে, তিনি হোম দলের নির্দেশ অনুযায়ী উইকেট তৈরি করতে একেবারেই বাধ্য নন।
ইডেনে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে কেকেআর। জিতেছে মাত্র ২টি। হারতে হয়েছে ৪টি ম্যাচ। সেই কারণেই হয়তো ঘরের মাঠের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন নাইট অধিনায়ক। নীতীশ বলেছেন, ‘আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে আমরা ব্যাটিং উইকেটে খেললে ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়। ফলে ব্যাটারদের বার বার নিজেদের পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা বাকি দলগুলোকে করতে 🦩হয় না।’
আরও পড়ুন: প্লে-অফের স্বপ্নভঙ্✨গের পর জ্বলে উঠল দিল্লি, PBKS-কে হারিয়ে K🔯KR-কে ভাসিয়ে রাখল DC
সুজন মুখোপাধ্যা🌟য়ের সোজাসাপ্টা ভাষায় বলে দিয়েছেন, ‘আইপিএল মোটেও হোম গ্রাউন্ডের সুবিধের জন্য খেলা হয় না, এবং অধিনায়ক যা খুশি বলতে পারেন। আইপিএলে কী এমন কোনও ধারা আছে, যেখানে লেখা আছে যে, আইপিএল ফ্র্যাঞ𒊎্চাইজির ইচ্ছে অনুযায়ী পিচ তৈরি করতে হবে?’
কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সের পিচ থেকে স্পিনারদের সুবিধে পাওয়ার উপর অনেক বেশি নির্ভরশীল। ২০১২ এবꦦং ২০১৪ সালে নাইটরা যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ে দলে স্পিনাররা বড় ভূমিকা নিয়েছিলেন। সুনীল নারিন, শাকিব আল হাসান এবং পীযূষ চাওলারা নাইটদের শিরোপা জয়ের প্রধান অস্ত্র হয়ে উঠেছিলেন। তারা সেই সময়ে প্রতিপক্ষ দলকে ১৪০-১৬০-এর মধ্যে আউট করে দিত। তাই এ বারও কেকেআর সেই একই আশা করেছিল।
আরও পড়ুন: IPL 2023: পন্টিংꦏকে সরিয়ে সৌরভকে কোচ করুক, বদলে যাবে DC- দাবি ভারতের প্রাক্♏তনীর
তবে এখন সবটাই বদলে গিয়েছে। ইডেন গার্ডেন্সে এখন ফ্ল্যাট পিচ। প্রচুর রান হয়। সেটা আ🌄ইপিএল-ই হোক এবং ঘরোয়া ক্রিকেট। এই পিচে এখন বরং সবুজের আভা রয়েছে। এই পিচ পেসারদের বেশি সাহায্য করে।
সাম্প্রতিক বছরগুলিতে রঞ্জি ট্রফিতেও এই পিচে জোরে বোলাররা বেশি সাহায্য পেয়েছে। সেই প্রবণতাই দেখা যাচ্ছে আইপিএলেও। গত মরশুমে বেঙ্গল-সৌরাষ্ট্র রঞ্জি ট্রফির ফাইনাল লডꦰ়াইয়ের জন্যও যে পিচটি তৈরি রা হয়েছিল, তাতে সবুজের আভা ছিল। এই পিচে আকাশ দীপ, ইশান পোড়েল এবং মুকেশ কুমাররা সাহায্য পাবেন বলে দাবি করেছিলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।