২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়া🥂র লিগে এক ভয়াবহ অধ্যায় কাটাচ্ছে দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল এখনও পয়েন্ট টেবলের লাস্টবয়। তারা আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আর এই বছর আইপিএলে দিল্লি যে ভাবে ল্যাজেগোবরে হয়েছে, তার দায় প্লেয়ারদের যেমন রয়েছে, তেমনই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে রিকি পন্টিংয়ের উপরেও বর্তায়। তবে এ বার কি দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নেবেন রিকি পন্টিং? গত কয়েক সপ্তাহ ধরে তো এমনটাই শোনা যাচ্ছে।
যদি ২০২৪ আইপিএলে পন্টিংকে সরানো হয়, তবে তাঁর বদলি কে হবেন? এই বিষয়ে অবশ্য ইরফান পাঠান বড় নাম বলেছেন। দিল্লি ক্যাপিটালসের হতাশ🃏জনক পারফরম্যান্সের পর পরিবর্তন আসন্ন। আর যদি পন্টিং সরে দাঁড়ান, তবে দিল্লির কোচ হওয়া উচিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনটাই দাবি করেছেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট।
আরও পড়ুন: সলমন খা🐻নের সঙ্গে সিনেমায় অভিনয় করার স্বপ্ন দেখ𒅌েন জিম্বাবোয়ের সিকান্দার
ইরফান পাঠান মনে করেন যে, ক্যাপিটালসের কোচ হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ই সঠিক ব্যক্তি। কারণ তিনি দলে থাকা ভারতীয় খেলোয়াড়দের মনস্তত্ত্ব ভালো ভাবে বোঝেন। স্টার স্পোর্টসে পাঠান বলেছেন, ‘দিল্লির ডাগআউটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি বড় বিষয়। আমার মনে হয়, যদি দাদাকে কোচের দায়িত্বও দেওয়া হয়, তা হলে দলে পার্থক্য গড়ে দিতে পারে। দাদা ভারতীয় প্লেয়ারদের মানসিকতা বোঝে। ড্রেসিংরুম কী ভাবে চালাতে হয় জানে। দিল্লির সেই অ্যাডভান্টেজ নেওয়া উচিত। আগের দিন টসের সময় ওয়ার্নার জানান, তাঁর দল পরের মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বলছি, সৌরভ গঙ্গোপাধ্যায়ে ভജূমিকা বদল হলে খারাপ হবে না।’
আরও পড়ুন: ক্রুনাল প্রতারণা করেননি, তবে তিনি রিটায়ার্ট হার্ট, নাকি আউট? প🤪্রশ্ন 🗹অশ্বিনের
তবে সৌরভের কিন্তু কোচিং করানোর অভিজ্ঞতা সে অর্থে নেই। ক্রিকেটার জীবনে ইতি টানার পর তিনি ক্রিকেট প্রশাসনের সঙ্গে যু🐼ক্ত হয়ে পড়েছিলেন। তবে তিনি যে কোচ হতে আগ্রহী, সে কথা বিভিন্ন সময়ে নানা ভাবে বলেছেন সৌরভ। এখন দিল্লি ফ্র্যাঞ্চাইজির হাত ধরে সৌরভের সেই ইচ্ছেও পূরণ হতে পারে।
এই মরশুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালস সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছেন। ঋষভ পন্ত চোট পেয়ে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হয়েছিল।🔯 পন্তের জায়গায় অধিনায়ওকের দায়িত্ব দেওয়া হয় ডেভিড ওয়ার্নারকে। কিন্তু, অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটার তাঁর সতীর্থদের, এমন কী নিজের থেকেও সেরাটা বের করতে পারেনি। তবে সব ঠিক থাকলে পরের মরশুমে পন্তই দিল্লি ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে ফিরবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।