ক্রুনাল পাণ্ডিয়ার রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যাওয়া নিয়ে শুরু হ🀅য়েছে তীব্র বিতর্ক। ক্রুনাল কি সত্যিই চোট পেয়েছিলেন, নাকি ১৬ ওভার শেষে বিগ হিটার নিকোলাস পুরাণকে নামানোর জন্য এটা লখনউ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজি ছিল?
কারণ ক্রুনাল চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার পরে দিব্যি পুরো ৪ ওভার বল করেন। এমন কী মুম্বই ইন্ডিয়ান্স রান তাড়া করতে নামলে বল হাতে ওপেন কর🌼েন ক্রুনালই। এর থেকেই বোঝা যায়, ক্রুণালের চোট একেবারেই গুরুতর ছিল না। ক্রুনাল মাঠে ফেরার সময়েই ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর বলেছিলেন, এটা সুপার জায়ান্টসের ট্যাকটিক্যাল মুভ হতে পারে। অর্থাৎ ক্রুণাল যেহেতু ব্যাট হাতে ঝড় তুলতে পারছেন না, সে কারণে তাঁর জায়গায় আক্রমণাত্মক ব্যাটার পুরানকে নামানোই আসল উদ্দেশ্য ছিল লখনউয়ের।
আরও পড়ুন: শেষ 🔯ওভারে অসাধ্যসাধন, ICU থেকে ফেরা বাবার কথা মনে করে আবেগপ্লুত মহসিন
সঞ্জয় মঞ্জরেকরের পথে হেঁটে একই দাবি করলেন অশ্বিনও। রাজস্থান রয়্যালসের স্পিনারও ইঙ্গিত দেন যে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের আসলে 𒁏এটি একটি স্ট্র্যাটেজি।
আইপিএলে রিটায়ার্ড আউটের নিয়ম রয়েছে। অর্থাৎ কোনও ব্যাটার চাইলে স্বেচ্ছায় মাঠ ছাড়তেই পারেন। রবিচন্দ্রন অশ্বিন নিজেও সেই নিয়মের সদ্ব্যবহার করেছেন। ক্রুণালের প্যাভিলিয়নে ফেরা দেখে🅘 রাজস্থান র♓য়্যালসের স্পিনার অশ্বিন টুইটে শুধু লেখেন, ‘রিটায়ার্ড আউট?’
এ দিন ক্রুনাল পাণ্ডিয়া খুবই মন্থর ব্যাট করছিলেনষ মার্কাস স্টইনিসের স্ট্🏅রཧাইকরেট যখন ১৮৯.৩৬, তখন তাঁর বিপরীতে ক্রুনালের স্ট্রাইকরেট মাত্র ১১৬.৬৭। ১৬তম ওভার শেষে ক্রুনালের রান তখন ৪২ বলে ৪৯। সেই সময়ে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন লখনউ অধিনায়ক। ডেথ ওভার পর্বে নিকোলাস পুরানকে নিয়ে আসাটাই তাঁর সম্ভবত লক্ষ্য ছিল। তবে পুরান সে ভাবে কিছুই করতে পারেননি। যা করার করেছেন স্টইনিস। পুরান ৮ বলে ৮ করে অপরাজত ছিলেন।
আরও প🦩ড়ুন: স্কুপ খেলতে গিয়ে বಞল মারলেন উইকেটে, উড়ল স্টাম্প, ঠাকুরের দাপটে অস্তাচলে সূর্য- ভিডিয়ো
অশ্বিনের টুইটের পর এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। নেটপাড়ায় চলছে জোর চর্চা। কেউ কেউ আবার লিখেছেন, চূড়ান্ত প্রতারণা করেছেন ক্রুনাল! তবে অশ্বিন এই ক্ষেত্রে লখনউ অধিনায়করে পাশেই দাঁড়িয়েছেন। তিনি পালটা টুইট করে জানিয়েছে🦩ন, ‘এটা করার নিয়ম আছে। এটা কোনও প্রতারণা নয়’। তবে তাঁর প্রশ্ন ক্রুনাল রিটায়ার্ড হার্ট, নাকি রিটায়ার্ড আউট হয়েছেন? সেই বিষয়টি স্পষ্ট নয়।
এমসিসি-র আইনী বইয়ে ২৫.৪.২ ধারা অনুযায়ী যে নিয়ম রয়েছে, তাতে বলা হয়েছে, ‘যদি কোনও ব্যাটার অসুস্থতা, আঘাত বা অন্য কোনও অনিবার্য কারণে রিটায়ার্🍒ড হার্ট মাঠ ছাড়েন, তা হলে সেই ব্যাটার তাঁর ইনিংস পুনরায় শুরু করতে পারবেন। যদি কোনও কারণে এটি না ঘটে, তবে সেই ব্যাটারকে রিটায়ার্ট হার্ট নট আউট বলা হবে।’
এর আরও ব্যাখ্যা করে পরবর্তী অধ্যায়ে বলা হয়েছে, ‘যদি কোনও ব্যাটার ২৫.৪.২ ব্যতীত অন্য﷽ কোনও কারণে মাঠ ছাড়েন, তবে সেই ব্যাটারের ইনিংস শুধুমাত্র প্রতিপক্ষ অধিনায়কের সম্মতিতে পুনরায় শুরু করা যেতে পারে। যদি কোনও কারণে তাঁর ইনিংস আবার শুরু না হয়, সেই ব্যাটারকে রিটায়ার্ড আউট বলা হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।