শুধু আইপিএলেই নয়, বরং টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটাই কি সবথেকে খারাপ ডেলিভারি? রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্যাম কারানের নো-বল দেখার পর এমন🌸টাই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটমহলে।
আবু ধাবিতে রাজস্থান ইনিংসের ১৭তম ওভারে স্যাম কারানের প্রথম বলে ১ রান নেন শিবম দুবে। গ্লেন ফিলিপসকে দ্বিতীয় বল করতে গেলে ডেলিভারির ঠিক আগের মুহূর্তে কারানের হাত থেকে পিছলে যায় বল। স্লোয়ার ডেলিཧভারির চেষ্টায় ছিলেন কারান। বল পিচে ড্রপ করা তো দূরের কথা, রীতিমতো গগণে উঠে যায়। ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে গিয়ে বল কার্যত লেগ-গালি অঞ্চলে গিয়ে পড়ে।
স্বাভাবিকভাবেই উইকেটকিপার ধোনিকে বল ধরার জন্য দৌড় লাগাতে হয়। তবে ব্যাটসম্যান ফিলিপসও বলের পিছনে দৌড় লাগান শট নেবেন বলে। নিছক মজা করেই ফিলিপস বলের পিছনে দৌড়ন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতে🀅ই। সঙ্গত কারণেই বলটিকে নো-বল হিসেবে চিহ্নিত করেন আম্পায়ার।
উল্লেখ্য, ম্যღাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে পরাজিত করে🍰 রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে চেন্নাই ৪ উইকেটে ১৮৯ রান তোলে। রুতুরাজ গায়কোয়াড় ১০১ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয়। যশস্বী জসওয়াল ৫০ ও শিবম দুবে ৬৪ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।