এটা ঠিক যে, ক্যাপ্টেন হিসেবে প্রতি ম্যাচেই নিজেকে পরিণত করে তুলছেন হার্দিক পান্ডিয়া। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অসাধারণ সব সিদ্ধান্ত অতীতে গুজরাটকে ম্যাচ জিতিয়েছে। তবে রবিব👍ার হার্দিকের একটি ভুল সিদ্ধান্তই যে টাইটানসের হারের পথ চওড়া করে, সেটা বুঝিয়ে দেন ম্যাচের নায়ক শিমরন হেতমায়🦩ের।
জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের। ক্রিজে ছিলেন সেট ব্যাটসম্যা🌺ন শিমরন হেতমায়ের। টি-২০ ক্রিকেটে শেষ ওভারে ৭ রান তুলে ম্যাচ জেতা এমন কিছু কঠিন নয়। তবে আইপিএলে প্রবল চাপের জন্যই ব্যাটসম্যানদের খেই হারাতে দেখা যায় হামেশাই। এমন পরিস্থিতি থেকে বহু ম্যাচ জিতত🐷ে দেখা গিয়েছে বোলিং দলকে।
গুজরাটের হাতে বোলিং বিকল্প হিসেবে🃏 আলজারি জোসেফ ও মোহিত শর্মার মতো অভিজ্ঞ দু'জন পেসার ছিলেন। তৃতীয় বিকল্প ছিলেন ১৮ বছর বয়সী আফগান স্পিনার নূর আহমেদ, যিনি আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন।
জোসেফ ৩ ওভার বল করে ৪৭ রান খরচ করেছেন। যথেচ্ছ মার খেয়েছেন বলেই সম্ভবত তাঁকে শেষ ওভারে বল করতে ডাকেননি হার্দিক। তবে মোহিত শর্মা ২ ওভার🐎 বল করে মাত্র ৭ রান খরচ করেন। সুতরাং, সবার ধারণা ছিল শেষ ওভারে তিনিই বল করবেন। যদিও হার্দিক সকলকে অবাক করে শেষ ওভারে বল তুলে দেন নূর আহমেদের হাতে, যিনি নিজের প্রথম ২ ওভারে ২১ রান খরচ করে স্যামসনের উইকেট তুলে নেন।
সম্ভবত স্পিনের বিরুদ্ধে হেতমায়ের সমস্যায় পড়তে পারেন ভেবেই নূরকে বল করতে পাঠান পান্ডিয়া। যদিও সেই পরিক✨ল্পনা পুরোপুরি ব্যর্থ হয়। নূরের প্রথম বলে ২ রান নেন শিমরন। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে ম্যাচ জেতান তিনি।
ম্য়াচের সেরার পুরস্কার হাতে নিয়ে হেতমায়ের স্পষ্ট বুঝিয়ে🍬 দেন যে, তিনি আশা করেননি শেষ ওভারে নূর আহমেদ বল করতে আসবেন। ক্যারিবিয়ান তারকা স্পষ্ট জানান যে, নূর বল করতে আসায় তিনি খুশি হয়েছিলেন। সুতরাং, বোলারকে দেখেই ভয় কেটে যাওয়ায় হেতমায়েরের কাজ যে সহজ হয়েছিল, সেটা বুঝে নিয়ে অসুবিধা হয় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।