জমজমাট আইপিএল। রবিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় গত বছর আইপিএলে ফাইনাল খেলা গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস। এক বছর আগে দ্বিতীয়বার আইপিএল জেতার স্বপ্ন চুরমার হয় রাজস্থানের। কিন্তু এইবার গ্রুপ লিগের ম্যাচে ভুল করেনি তারা। হেটমেয়ারের ঝড়ে উড়ে যায় গত বছরের চ্যাম্পিয়ন দল। গুজরাটের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামেনꦍ সঞ্জুরা। কিন্তু ১১ ওভারে মাত্র൲ ৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তাঁর দল। তবে সঞ্জু এবং হেটমেয়ারের পাশাপাশি মাত্র ৩ বলে ১০ রানে ইনিংস খেলেন তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন। এই স্পিনার যখন শামির বলে পরপর বাউন্ডারি মারছেন তখন হতাশার ছাপ স্পষ্ট ধরা পড়ে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখে।
অল্প রানে বেশি উইকেট হারানোর ফলে প্রয়োজনীয় রান রেটের চাপ বাড়তে থাকে রাজস্থানের উপর। সেই পরিস্থিতি কাটিয়ে ম্যাচে ফিরে আসে রয়্যালসরা। ৩২ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু। তিনি আউট হয়ে যাওয়ার পরই শুরু হয় হেটমেয়ার ঝড়। ২৬ বলে ৫৬ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা। তবে মাঝের দিকে অবস্থা এতটাও সহজ ছিল না। ১৮ ওভারের শেষে বল করতে আসেন তারকা বোলার মহম্মদ শামি। এসেই উইকেট তুলে নেন ধ্রুব জুরেলের।
তারপরে ব্যাট করতে আসেন অশ্বিন। তখন রাজস্থানের জেতার জন্য প্রয়োজন ১৭ রান। বাকি মাত্র ১০ বল। ব্যাটে নেমে শামির বিরুদ্ধে আক্রমনাত্মক মেজাজে পরপর দুটি বলে একটি বাউন্✤ডারি ও একটি ওভার বাউন্ডারি মারেন অশ্বিন। মহম্মদ শামির শর্ট পিচ ডেলিভারির একটি বলকে বাউন্ডারি মেরে শুরু করেন অশ্বিন। তারপরের বলেই মিড উইকেটের উপর থেকে ছয় মারেন। সেই সময় গুজরাটের অধিনায়ক হার্দিক পাꦉন্ডিয়ার মুখে হতাশার ছাপ পড়ে। স্বাভাবিক ভাবেই শামির উপর কিছুটা হলেও রেগে যান তিনি।
অশ্বিনের খেলা তৃতীয় নম্বর বলেই তাঁকে আউট করেন মহম্মদ শামি। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ১০ রানের ব্যবধান কমিয়ে দেন অশ্বিন। তারকা স্পিনারে🅠র এই ইনিংসের ফলে ৭ বলে ৭ রানের বাকি থাকে রাজস্থানের। যা তুলে নিতে কোনও ভাবেই ভুল হয়নি হেটমেয়ারের। শেষ ওভারের দুই বলের মাথায় ওভার বাউন্☂ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন ক্যারিবিয়ান তারকা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।