✅ প্রথম কোয়ালিফায়ারের জন্য চেন্নাইয়ে গিয়েছিলেন। সেখানে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলেন বিশেষজ্ঞ তথা ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। চেন্নাইয়ের আপ্যায়নে মুগ্ধ হওয়ার পাশাপাশি নাম না করে টুইটারে একশ্রেণির বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) ভক্তদের খোঁচা দিলেন। ধারাভাষ্যকারের দাবি, চেন্নাইয়ের ভক্তরা যেখানে অত্যন্ত ভদ্র এবং সবাইকে অ্যাপায়ন করেন, সেখানে আরসিবি এবং বিরাটের একশ্রেণির ভক্তরা অত্যন্ত নোংরামি করেন। তাঁরা কিছু পছন্দ না হলেই ব্যক্তিগত আক্রমণ শানাতে থাকেন। করেন গালিগালাজ। যে টুইট পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই হর্ষকে সমর্থন করলেও কেউ কেউ বলেছেন যে একশ্রেণির লোকের জন্য কোনওভাবেই একটি শহরের ক্রিকেট ভক্তদের চরিত্রের পরিচয় পাওয়া যায় না। সেই প্রেক্ষিতে হর্ষও জানিয়েছেন, ব্যাঙ্গালোরের সব ভক্তদের কথা বলছেন না তিনি। বরং একটি নির্দিষ্ট শ্রেণির ভক্তদের কথা বলেছেন।
꧅ আইপিএলে প্লে-অফ পর্বের মধ্যেই (এবারের আইপিএলের প্লে-অফ পর্বের কোনও ম্যাচ বেঙ্গালুরুতে পড়েনি) বৃহস্পতিবার সকালে টুইটবার্তায় হর্ষ বলেন, ‘চেন্নাইকে ধন্যবাদ। সেখানে একেবারে ভদ্র এবং ভালো মনের মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। যা সম্প্রতি একটি নির্দিষ্ট অংশের মানুষের থেকে একেবারে আলাদা। যে লোকেরা চূড়ান্ত নোংরামি করে এবং ব্যক্তিগত আক্রমণ করে। বিষাক্ত তারা।’
🍸 সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই হর্ষকে সমর্থন জানাতে থাকেন। তেমনিই এক নেটিজেন বলেন, ‘চেন্নাইয়ের দর্শকদের সর্বদাই সবথেকে বুদ্ধিমান এবং ভদ্র ভক্ত হিসেবে বিবেচনা করা হয়। আপনার মতো জ্ঞানী ব্যক্তির প্রতি অপরিসীম শ্রদ্ধা আছে চেন্নাইয়ের।' অপর এক নেটিজেন বলেন, ‘এটা শুনে খুব ভালো লাগছে যে চেন্নাইয়ে আপনার খুব ভালো সময় কেটেছে। যখনই আমাদের প্রিয় খেলা নিয়ে আপনি কথা বলেন, তখনই সেটা শুনতে ভালো লাগে।’
🐎 যদিও এক নেটিজেন আবার বলেছেন, ‘কিছুদিন অপেক্ষা করে যান। চেন্নাই ম্যাচ হারতে শুরু করলেই আক্রমণ ধেয়ে আসবে আপনার দিকে।’ একজন আবার বলেন, ‘হর্ষ আপনার সঙ্গে একমত নই। একশ্রেণির লোকের ভুলভাল কাজের জন্য পুরো শহর বা পুরো সমর্থককূলদের দোষী ঠাওরাতে পারেন না। ওই শ্রেণির তথাকথিত সমর্থকরা মুখোশহীন লোক ছাড়া আর কিচ্ছু নয়। ওরা সব জায়গায় থাকেন।’
💜 সেই টুইটের প্রেক্ষিতে হর্ষ আবার বলেন, ‘একটা শহরের বিষয় নয় এটা রিকি (যে নেটিজেনের টুইটের প্রেক্ষিতে হর্ষ বলেছেন)। বেঙ্গালুরুকে আমি খুব ভালোবাসি। যা (দেশের) অন্যতম সম্মানীয় ক্রীড়াবিদদের জায়গা। জিআর বিশ্বনাথ, প্রকাশ পাড়ুকোন, বিএস চন্দ্রশেখর, রাহুল দ্রাবিড়, রজার বিনি, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ - সেই তালিকা শেষ হবে না। দুর্দান্ত শহর।’
ꦐ তবে কোন ঘটনার পর একশ্রেণির আরসিবি সমর্থকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন হর্ষ, তা অবশ্য স্পষ্ট নয়। ব্যক্তিগতভাবে তাঁকে আক্রমণ শানানো হয়েছিল নাকি শুভমন গিলের দিদিকে নিয়ে নোংরা আক্রমণের প্রেক্ষিতে সেই মন্তব্য করেছেন, সেটাও স্পষ্টভাবে বোঝা যায়নি। উল্লেখ্য, আইপিএলের গ্রুপ লিগের শেষ ম্যাচে শুভমনের শতরানের ফলে গুজরাট টাইটানসের কাছে হেরে গিয়েছিল আরসিবি। তার ফলে উঠতে পারেনি প্লে-অফে। তারপরই টুইটারে শুভমনকে তুমুল গালিগালাজ করতে থাকে একশ্রেণির আরসিবি এবং কোহলির ভক্তরা। এমনকী শুভমনের দিদিকেও নোংরা আক্রমণ শানাতে থাকে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
🐲 (এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।