একটা সময় ভারতীয় দলের সদস্য ছিলেন মণীশ পান্ডে। অফ ফর্মের জন্য জাতীয় দলের জায়গা হারান তিনি। দী🌌র্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই ব্যাটার। জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও তাঁর ফর্ম দীর্ঘদিন ধরে তলানিতেই ঠেকেছে। এই বছর আইপিএল খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। একটি ম্যাচে অর্ধশতরান ছাড়া উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি। তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। প্রাক্তন এই ক্রিকেটার জানান, তিনি মণীশ পান্ডেকে নিয়ে কথা বলতেই রাজি নন।
টানা ৫ ম্যাচ হারের পর অবশেষে কেকেআরের বিরুদ্ধে পꦬ্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ১২৮ রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হয় দিল্লিকে। শেষে অক্ষর পাটেল দিল্লিকে চার উইকেটে ম্যাচ জিততে সাহায্য করেন। দিল্লির মিডিল অর্ডারের এই ব্যর্থতা যদি এখন ঠিক করা না হয় তাহলে বেশ চাপেই পড়বে রিকি পন্টিংয়ের দল।
দিল্লি ক্যাপিটালসের এই হতাশা জনক পারফরম্যান্সে শুধুমাত্র দর্শকরা নয় প্রাক্তন ক্রিকেটাররাও অনেক অসন্তুষ্ট প্রকাশ করেছেন। স্টার স্পোর্টস ক্রিকেট লাইভ অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারꦅ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান নির্বাচক শ্রীকান্ত দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার মণীশ পান্ডেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিখ্যাত সঞ্চালক এবং অস্ট্রেলিয়ার টিভি উপস্থাপক নেরোলি মেডোজ শ্রীকান্তকে জিজ্ঞেস করেছিলেন, তিনি পান্ডের সম্পর্কে কী ভাবছেন? দিল্লি ক্যাপিটালসের হয়ে তাঁর খেলা উচিত কিনা? শ্রীকান্ত এমন মনোভাব করেন, তাঁকে প্রশ্নটা করাই হয়নি।
꧟তিনি বলেন, 'কেন আমরা মনীশ পান্ডের কথা বলছি? আমি তাঁর সম্পর্কে কথা বলতে চাই না। ওর দলে থাকাও উচিত নয়। আসুন অক্ষর প্যাটেল সম্পর্কে কথা বলি।' সঞ্চালক তাঁকে ফের বলে, তাহলে আপনি কি মণীশের সম্পর্কে কথা বলতে চান না? উত্তরের শ্রীকান্ত ফের বলেন, 'আমি তাঁকে নিয়ে কথা বলতে চাই না। তাঁর এই দলে থাকা উচিত নয়। আমি নির্বাচকদের চেয়ারম্যান হলে ও খেলার সুযোগ পেত না।' পরিস্থিতি হা🍸তের বাইরে যাচ্ছে দেখে সেখানে উপস্থিত সঞ্জয় মঞ্জরেকর মণীশ পান্ডের ব্যর্থতার সম্পর্কে ব্যাখ্যা করেন।
২০০৯ সালের আইপিএলে মণীশ প্রথম ভারতীয় ব্যাটার যিনি শতরান করেন। সেই সময় নিয়মিত ভারতীয় দলের হয়ে খেলতেন তিনি। তবে তাঁর প্রতিভার যোগ্য মর্যাদা দিতে পারেননি বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আইপিএলেও কোনও নির্দিষ্ট দলের হয়ে তিনি নিয়মিতভাবে খেলেননি। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার পর এখন দিল্লির হয়ে খেলছেন। এই⛦ মরশুমে তিনি আরসিবির বিরুদ্ধে একটি অর্ধশতরান সহ চারটি ম্যাচে ৯৭ রান করেন। গত বছরও পান্ডে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাত্র ৬ ম্যাচ🐼 খেলে ৮৮ রান করেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।