শুভব্রত মুখার্জি: আইপিএলের ফাইনালের পরেই ভারতীয় ক্রিকেটের এক কিংবদন্তি কুর্নিশ জানালেন আর এক কিংবদন্তিকে। সুনীল গাভাস্করের তরফ থেকে শুভেচ꧟্ছাবার্তা এল চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে। চেন্নাই সুপার কিংসকে তাদের চতুর্থ শিরোপা এনে ꦑদিয়েছেন অধিনায়ক ধোনি। যে কারণে তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাভাস্কর।
উল্লেখ্য দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৭ রানে জিতে তাদের চতুর্থ শিরোপা জয় সম্পন্ন করে চেন্নাই দল। তার পরেই এই জয় এবং অধিনায়ক ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে গাভাস্কর বলেন, ‘এটা অত্যন্ত কুর্নিশযোগ্য যে ভাবে ধোনি নিজের ক্রিকেটারদের প্রতি আস্থা রেখেছে। এটা সত্যি যে দলনায়ক হিসেবে তুমি তোমার প্রত্যেক ক্রিকেটারের শক্তি এবং দুর্বলতার জায়গাগুলো জানবে। এটাও সত্যি যে প্রতিদিন একজন ক্রিকেটার ভাল পারফরম্যান্স করতে পারবে না। একজন অসাধারণ ফিল্ডারেরও ক্যাচ মিস হতে পারে, ফিল্ডিং মিস হতে পারে। একজন ভাল ব্যাটার ফুল টস বলেও আউট হতে পারে। একজন অসাধারণ বোলারও এতটাই বাজে বল করতে পারে, য🌞ে তাকে একাধিক চার বা ছয় হজম করতে হতে পারে। তবে অধিনায়ক হিসেবে তুমি ক্রিকেটারের দক্ষতা সম্বন্ধে জানলে, সেই একটা বাজে দিনকে তুমি গ্রহণ করতে শিখবে। আর ঠিক এই জায়গাতেই ধোনি সবার থেকে আলাদা।’
উল্লেখ্য অধিনায়ক ধোনি আইপিএলের শিরোপা জিততে সমর্থ হলেও ব্যাটার হিসেবে ধোনির এই আইপিএলটা একেবারেই ভাল যায়নি। ১৬ ম্যাচে তিনি মাত্র ১১৪ রান করতে সমর্থ হন। গাভাস্কার আরও যোগ করেন, ‘ধোনি কখনও নিজের দলের উপর আলা♔দা চাপ তৈরি করে না। কারও গেমপ্ল্যানে ওকে হস🗹্তক্ষেপ করতে আমি দেখিনি। ওর সাথে এক ড্রেসিংরুম শেয়ার করতে না পারার আক্ষেপ থাকবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।