মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪৪ তম ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেওন মহম্মদ শামি। গুজরাট টাইটানস ম্যাচ হারলেও মহম্মদ শামি নিজের পারফরমেন্সের কারণে ম্যা꧂চের সেরা পুরস্কার জেতেন। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ছিল অপ্রতিরোধ্য ফেভারিট দল। তবে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি দিল্লির দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। বিখ্যাত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৪৪ নম্বর ম্যাচে একটি কঠিন লড়াই-এর পরে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে পাঁচ রানে হেরেছিল গুজরাট টাইটানস।
আরও পড়ুন… পারফরম্যান্স না করলে দল থেকে দীনেশ কা♛র্তিককে বাদ দিতে হবে- ইর꧂ফান পাঠান
এই ম্যাচে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছিলেন ভারতীয় দলের স্পিডস্টার মহম্মদ শামি। এই ম্যাচের প্রথম বলেই দিল্লি ক্যাপিটলসের ওপেনার ফিলিপ সল্টকে আউট করেছিলেন তিনি। এরপরে ভারতীয় ফাস্ট বোলার রিলি রসউ (৮), মনীশ পান্ডে (১) এবং প্রিয়ম গর্গ (১০) কে সাজঘরের রাস্তা দেখান। মহম্মদ শামি দিল্লি ক্যাপিটলসের চার উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে শীর্ষ উঠে গিয়েছেন। এদিনের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১১ রান দিয়ে চার উইকেট শ🐻িকার করেছিলেন তিনি। এরফলে ভারতীয় পেসার আইপিএলে তাঁর সর্বকালের সেরা পরিসংখ্যানও নথিভুক্ত করেছেন।
আরও পড়ুন… বেগুনি টুপির দৌড়ে শীর্ষে উঠলেন ভারতের অভিজ্ঞ পেসার, কমল🌌া টুপির রেসে এগিয়ে এই ওপেনাররা
ম্যাচের সেরা হয়ে মহম্মদ শামি বলেন, ‘আমি শুধু আমার পরিকল্পনায় লেগে থাকার চেষ্টা করেছি। আমরা বিশেষ বিশেষ জায়গা ও লাইন এবং লেন্থ নিয়ে আমরা যে আলোচনা করেছিলাম, আমি 🌠সেটাকেই ফলো করেছি। আমি মনে করি যে এটি এমন কোনও কঠিন স্কোর ছিল না যা যেটি তাড়া করা যায় না। এখানে খুব বেশি সুইং ছিল না। আমি মনে করি যে আমাদের এই রানটাকে তাড়া করা উচিত ছিল। আমাদের ভুলটা হয়েছে আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপ দরকার ছিল এবং যেটি অনেক দেরিতে হয়েছিল। তবে অনেক খেলাই বাকি রয়েছে। এই ধরনের জিনিস ঘটতেই পারে।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এদিনের ম্যাচের কথা বললে, এদিনের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়েছিল দিল্লির। মহম্মদ শামি প্রাণঘাতী বোলিং করেন এবং পাওয়ারপ্লেতে দিল্লিকে চা𒁃পে ফেলেন। পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। শামি নেন ৪ উইকেট। দিল্লি ক্যাপিটাল💞স এই ম্যাচে ১৩০/৮ স্কোর করে এবং গুজরাট টাইটানসকে ১২৫/৬-এ আটকে রাখে। হার্দিক পান্ডিয়া (৫৩ বলে ৭ চারে অপরাজিত ৫৯) হাফ সেঞ্চুরির ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি। শেষ ওভারে গুজরাটের ১২ রান দরকার ছিল কিন্তু গুজরাট মাত্র ৬ রান করতে পারে। এই ওভারটি করেছিলেন ইশান্ত শর্মা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বা⛦๊ংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।