২ মে মঙ্গলবার আইপিএল ২০২৩ এর ৪৪ তম ম্যাচের পরে, অরেঞ্জ ক্যাপ রেসে কোনও পরিবর্তন হয়নি, তবে পার্পল ক্যাপ দৌড়ে সকলের শীর্ষে উঠে এসেছেন ভারতের একজন অভিজ্ঞ বোলার। ভারতীয় বোলার মহম্মদ শামি বেগুনি টু💖পির দৌড়ে লম্বা লাফ দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। পার্পল ক্যাপের দৌড়ে সেরা পাঁচ বোলারের মধ্যে চারজন ভারতীয় রয়েছেন।💎 বিশেষজ্ঞরা এই বিষয়টিকে খুবই ভালো ভাবে দেখছেন। আরও বিশেষত্ব হল এতে চারজন ফাস্ট বোলার রয়েছে, যাদের মধ্যে দুজন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল খেলতে চলেছেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সকলের আগে রয়েছেন মহম্মদ শামি। তিনি এদিনের ম্যাচে ১১ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। এই কারণে মহম্মদ🅺 শামির দল গুজরাট টাইটানসের পরাজয়ের পরেও ম্যাচ সেরার খেতাব জিতেছেন তিনি।
আরও পড়ুন… বিরাট-গম্ভীরের লড়াইয়ে খুশি নন💎 সুনীল গাভাসকর, দুই তারকাকে সাসপেন্ড করার সাওয়াল করলেন
আইপিএল ২০২৩-এর অরেঞ্জ ক্যাপের পাঁচ প্রতিযোগীর বিষয়ে কথা বললে, আইপিএল ২০২৩-এর ৪৪তম ম্যাচের পর𓃲ে এই তালিকায় কোনও পরিবর্তন হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গারোরের ওপেনার তথা অধিনায়ক ফ্যাফ ডুপ্♒লেসি এখনও তালিকার শীর্ষে রয়েছেন। ৯ ম্যাচে ৪৬৬ রান করেছেন তিনি। তালিকায় দুই নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়ালের নাম। চলতি আইপিএল-এ তিনি ৯ ইনিংসে ৪২৮ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন। চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে ৪১৪ রান করে তিন নম্বরে রয়েছেন। একই সময়ে, রয়্যাল চ্যালেঞ্জার্সের আর এক ওপেনার বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৩৬৪ রান করেছেন। তিনি এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। ৩৫৪ রান করে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। শুভমান গিল (৩৩৯) এবং ডেভিড ওয়ার্নার (৩০৮) এই দিনের ম্যাচে সেভাবে সফল হতে পারেননি। ফলে তার এই তালিকায় পিছিয়ে পড়েছেন।
আরও পড়ুন… নিজের বোলিং🤪 নিয়ে একেবারেই খুশি নন RCB-র তারকা পেসার হার্ষাল প্যাটেল
৪৬৬ রান - ফ্য়াফ ডুপ্লেসি
৪২৮ রান - যশস্বী জসওয়াল
৪১৪ রান - ডেভন কনওয়ে
৩৬৪ রান - বিরাট কোহলি
৩৫৪ রান - রুতুরাজ গায়কোয়াড়
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
আমরা যদি আইপিএলের ১৬ তম মরশুমের পার্পল ক্যাপের পাঁচটি বড় প্রতিযোগীর কথা বলি, এখন সেই তালিকার শীর্ষে রয়েছেন মহম্মদ শামি। ১৭টি উইকেট নিয়ে শীর্ষে পৌঁছেছেন গুজরাট টাইটানসের এই বোলার। চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপান্ডে একই সংখ্যক উইকেট পেয়েছেন, তবে তাঁর ইকোনমি রেট এবং গড় শামির চেয়ে খারাপ। তাই তিনি তালিকার দুই নম্বরে রয়েছেন। তালিকার তৃতীয় নামটি হল মহাম্মদ সিরাজের। তিনি এখনও পর্যন্ত ৯ ম্যাচে ১৫টি উইকেট শিকার করেছেন। গুজরাট টাইটানসের স্পিনার রশিদ খান একই সংখ্যক উইকেট নিয়েছেন এবং পঞ্জাব কিংসের পেসার ♔আর্শদীপ সিংও একই সংখ্যক উইকেট পেয়েছেন। এই সব খেলোয়াড়ই মরশুেম ৯টি ম্যাচ খেলেছেন।
১৭ উইকেট- মহম্মদ শামি
১৭ উইকেট - তুষার দেশপান্ডে
১৫ উইকেট- মহম্মদ সিরাজ
১৫ উইকেট- আর্শদীপ সিং
১৫ উইকেট- রশিদ খান
এই খবরটি আপনি পড়তে পারেন HT 𒁃App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।