এই আইপিএল মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মোট রানের অর্ধেকেরও বেশি এসেছে দলের দুই ওপে♉নার রুতুরাজ গায়কোয়া🅷ড় এবং ফ্যাফ ডু প্লেসির ব্যাট থেকে। আইপিএল ফাইনালেও সেই ধারা বজায় রেখে দুই ওপেনারই রান পান। দিনের শেষে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে ‘অরেঞ্জ ক্যাপ’ উঠে রুতুরাজের মাথায়।
কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নিয়ে রুতুরাজ নজির সৃষ্টি তো করেছেনই, পাশপাশি বহু বছর বাদে তাঁর হাত ধরে ভাঙল আইপিএলের চিরাচরিত এক প্রথা। প্রচলিত আছে আইপিএলের সেরা ব্যাটার বা সর্বোচ্চ রানসংগ্রহকারীর ভাগ্যে ট্রফি জোটে না। আজ পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাস ঘেটে দেখলে এই প্রবাদের বিপরীতে বলার𝓡 মতো প্রমাণ মিলবে না। ২০২১ সালের আগে অবধি মাত্র একবারই খেতাব জয়ী দলের ব্যাটার টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রহকারী হয়েছিলেন। তিনি আর কেউ নন রবিন উথাপ্পা।
২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় খেতাব জয়ী মরশুমে রবিন টুর্নামেন্টের ‘অরেঞ্জ ক্যাপ’ বিজেতা হন। এদিন চেন্নাইয়ের হয়ে ফের একবার চ্যাম্পিয়ন হন রবিন। তবে এতদিন তাঁর একার সাম্রাজ্যে এবার থাবা বসালেন রুতুরাজ গায়কোয়াড়। ৬৩৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রহকারী হিসাবে দ্বিতীয়বার খেতাব জয়ী দলের তারকা হিসাবে ‘অরেঞ্♏জ ক্যাপ’ উঠল রুতুর মাথাতে। ঘটনাক্রমে এদিন রুতু আউট হলে তাঁর জায়গায় ব্যাট করতে নামেন রবিনই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।