২০১২ সালের আইপিএল ফাইনালের পুনরাব🎶ৃত্তি ঘটেছিল এই মরশুমের ফাইনালে। সেবারের মতো এবারও খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। তবে বছরের সংখ্যার হেরফেরের সঙ্গে সামঞ্জস্য রেখে অদ্ভুদভাবে সম্পূ🍌র্ণভাবে উল্টে গেল সমীকরণও।
লিগ মরশুমে দ্বিতীয় স্থানে শেষ করে এ বছর প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে সিএসকে। নয় বছর আগে কেকেআরও দ্বিতীয় স্থানে দিল্লিকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। ২০১২ সালে লিগ পর্যায়ের পর চতুর্থ স্থানে ছিল সিএসকে, এবার 🍨সেই স্থানে নাইটদের দখলে ছিল। নয় বছর আগে সিএসকে এলিমিনেটর ও কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে জয়লাভ করে। এবারে তার ঠিক উল্টো, রান তাড়া করে দুই ম্যাচ জেতে ইয়ন মর্গ্যানের দল।
মিল ꦰবলতে দুইক্ষেত্রেই সিএসকে প্রথমে ব্যাট করে। তবে যেখানে ২০১২ সালে বিগত দুই ম্যাচের মতো ফাইনালে প্রথমে🃏 ব্যাট করেও ফাইনাল হারতে হয়েছিল, ধোনিদের, এবার সেখানে এলিমিনেটর ও কোয়ালিফায়ারের মতো টস জিতে ফাইনালে রান তাড়া করার সিদ্ধান্ত নিলেও পরাজয়ের মুখ দেখতে হয় নাইট বাহিনীকে। কাকাতালীয়ভাবে গোটা ঘটনাগুলিই নয় বছর আগের থেকে সম্পূর্ণ বিপরীত। এমন দৃষ্টান্ত অতীতে আর আছে কি না, বা ভবিষ্যতেও আর কোনদিন দেখা যাবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।