পঞ্জাব কিংসের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের শেষ ওভারের শেষের দ্বিতীয় বলে এক রান না নেওয়া নিয়ে এখনও বিতর্ক চলছে। শেষ বলে তিনি সম্ভবত ক্রিস মরিসের উপর ভরসা করতে পারেননি। সে কারণেই নিজে স্ট্রাইক নিয়ে ছয় মেরে দলকে জেতাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ছয় মারতে গিয়ে আউট হয়ে যান সঞ্জু। পঞ্জꩵাব কিংস♛ের বিরুদ্ধে ২২১ রান তাড়া করে শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরে যায় রাজস্থান।
তার পর থেকেই সঞ্জুর এক রান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে। তার উপর আবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ক্রিস মরিস ছয় মেরে দলকে জেতানোর পর থেকে সেই বিতর্ক আরও তীব্র আকার নিয়েছে। এই প্রসঙ্গে এ বার মুখ খুলেছেন সঞ্জু। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে রাজস্থান অধিনায়কের দাবি, ‘মরিসকে রা🗹ন নিতে বারণ করে শেষ বলে আমার স্ট্রাইক নেওয়া নিয়ে এখন অনেক কথাই চলছে। সেটা আমি ভাল করেই জানি। ১৯ ওভার শুরু হওয়ার আগেই আমরা দু'জন (মরিসের সঙ্গে) পরিষ্কার কথা বলে নিয়েছিলাম, বেশির ভাগ স্ট্রাইক আমিই নেবো। যদি চার বা ছয় না হয়, সে ক্ষেত্রে দু'রান নেবো। যাতে আমি আবার স্ট্রাইক নিতে পারি।’
এর সঙ্গেই সঞ্জু যোগ করেছেন, ‘এই পুরো বিষয়টি আমার কাছে, মরিসের কাছে এবং টিম ম্যানেজমেন্টের কাছে পরিষ্কার ছিল। যে কারণে ম্যাচের পর ওর (মরিস) কাছে গিয়ে আমাকে ব্যাখ্যা দিতে হয়নি, কেন 🍎আমি ওই এক রানটা নিতে বারণ করেছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।