মরশুমের মাঝপথে খারাপ পারফরম্যান্সের জন্য সানরাইজার্স হায়দরাবাদ দলের 🃏অধিনায়কত্ব থেকে সরানো হয় ডেভিড ওয়ার্নারকে। সেই নিয়ে এই নিয়ে কম বিতর্ক হয়নি। একাধিক বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই মনে করেন টিম ম্যানেজমেন্টের সর্বসমক্ষে সমালোচনারই শাস্তি দেওয়া হয়েছে ওয়ার্নারকে।
সানরাইজার্স ফ্রাঞ্চাইজির ডিরেক্টর এবং ওয়ার্নারের স্বদেশীয় টম মুডি জাౠনান ম্যানেজমেন্টের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছিল ওয়ার্নার। সেই কথা স্বীকার করে নিলেও সানরাইজার্স দলের সহকারী কোচ ব্র্যাড হ্যাডিন দাবি করে💛ন ‘ক্লাস’ ওয়ার্নার সবসময় দলের পাশেই ছিলেন।
ফক্স স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাডিন জানান, ‘প্রথমে সিদ্ধান্তটা মেনে নেওয়া সকলের পক্ষেই বেশ কঠিন ছিল। ম্যানেজমেন্টের মনে হয় আমরা নিজের সেরাটা দি♐তে পারছি না এবং দলে নতুন প্রাণ সঞ্চার করার আশাতেই কিছু বদল করা হয়। ও (ওয়ার্নার) সিদ্ধান্তটা অত্যন্ত পরিপক্কতার সাথেই গ্রহণ করে। বেঞ্চে থেকেও পানীয় সরবরাহ করার পাশাপাশি ওয়ার্নার সকলকে উদ্দীপিত করছিল। ও যে সবসময় দলের পাশেই ছিল, তা ওর বেঞ্চে থাকা অবস্থায় কার্যকলাপ দেখলেই বোঝা যায়।’
হ্যাডিন তাঁর বিশ্বজয়ী সতীর্থ সম্পর্কে আরও দাবি করেন 🅠য🐼ে খুব শ্রীঘ্রই ওয়ার্নার আবার নিজের সেরা ফর্মে ফিরে আসত। দরকার ছিল কিছুটা সময় ও এক-আধটা ম্যাচের। টম মুডির থেকে ওয়ার্নারের এক সময়ের জাতীয় দলের সতীর্থ হ্যাডিনের এই মূল্যায়ন কিছুটা হলেও আলাদা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।