মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব কাঁধে নিতেই ফিরেছে দলের ভাগ্য। রবিবার (৮ মে) ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এ মরশুমে সম্ভবত সবচেয়ে ভাল পারফরম্যান্সে দিল্লি ক্যাপিটালসকে একেবারে উড়িয়ে দিল মাহির হলুদ ব্রিগেড। ৯১ রানের🏅 বিশাল ব্যবধানে দিল্লিকে মাত দেয় সিএসকে।
ব্যাটে নেমে প্রথমে ডেভন কনওয়ের দুরন্ত ৮৭ রানের সুবাদে ছয় উইকেটে ২০৮ রানের বড় স্কোর খাড়া করে সিএসকে। জবাবে ব্যাট করতে নেমে ডিফেౠন্ডিং চ্যাম্পিয়নদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৭ রানেই গুটিয়ে যায় দিল্লি ইনিংস। সিএসকের হয়ে মইন আলি সর্বসেরা বোলিং করেন। নির্ধারিত চার ওভারে তিনি ১৩ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। এই জয় এবারের আইপিএলে রানের বিচারে এখনও পর্যন্ত সবথেকে বড় জয়। শুধু তাই নয়, সিএসকের আইপিএল ইতিহাসেও রানের ব্যবধান হিসাবে এটি চতুর্থ সর্বোচ্চ জয়।
ঘটনাক্রমে, দিল্লির বিরুদ্ধে সিএসকে শুধু এই ম্যাচেই নয়, এর আগেও এর থেকেও বড় ব্যবধানে জয় পেয়েছে। ২০১৪ সালে হলুদ ব্রিগেড দিল্লিকে (সেই সময় দিল্লি ডেয়ারডেভিলস) ৯৩ রানের ব্যবধানে মাত দিয়েছিল। তবে ২০১৫ সালে পঞ্জাব কিংসের (তখন কিংস ইলেভেন পঞ্জাব) বিরুদ্ধে ৯৭ রানে জয়ই আইপিএলে সিএসকের রানের বিচারে সবচেয়ে বড় জয়। দিল্লিকে হারিয়ে লিগ তালিকায়ও সিএসকে আটে উঠে এসেছে। ধোনিদের প্লে-অফে♉র আশা কার্যত নেই বলল💜েই চলে। এই ম্যাচের পর দিল্লির প্লে-অফের আশাতেও বড় ধাক্কা লাগল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।