চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওযꩲ়ার ঠিক আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব দেওয়া হয় ♕রবীন্দ্র জাদেজাকে। তবে নেতৃত্বের দায়িত্ব পেয়ে অলরাউন্ডার শুধুমাত্র যে নিজে খারাপ ছন্দে রয়েছেন তা নয়, সিএসকে-ও পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে।
জ🔥াদেজা তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে দাবি করেছেন, সিএসকে-র নেতৃত্বই জাদেজার কাছে বাড়তি চাপ হয়ে গিয়েছে। আকাশ চোপড়ার মতে, ‘আমি অনুভব করছি যে জাড্ডু অধিনায়কত্বের চাপে ভুগছে। ডোয়েন ব্র্যাভো উইকেট তুলেছিলেন কিন্তু প্রিটোরিয়াস ৫০ রান দিয়েছিলেন। এ দিকে মিচেল স্যান্টনার ২ ওভারে মাত্র আট রান দিয়েছিলেন। তবু ওকে কেন বোলিং করতে দেওয়া হল না? ওকে মাত্র ২ ওভার বল দেওয়া হয়েছিল।’
আরও পড়ুন: শিখরের পর ঋষি, দুꦡই ধাওয়ানে খতম চেন্নাই, কঠিন হল প্লে-অফের পথ
আরও পড়ুন: লিগ টেবলে পতন হয়ে চ♊লেছে KKR-এর, উপরে উঠল PBKS, নড়বড় করছে CSK
কলকাত♚া নাইট রাইডার্সের প্রাক্তনী অধিনায়ক হিসেবে জাদেজার বিচক্ষণতা নিয়েও প্রশ্ন তুলেছেন, ‘প্রিটোরিয়াস ৫০ রান দেওয়ার পরেও কেন ওকে ওর ৪ ওভারের পুরো কোটা বল করতে দেওয়া হয়েছিল? জাড♑্ডু নিজে মাত্র ২ ওভার বল করেন। আমি মানছি যে, তখন বাঁ-হাতি ব্যাটার ছিল কিন্তু বাঁ-হাতি স্পিনাররা বাঁহাতিদের বল করতেই পারেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।