আইপিএলের এলিমেনটরের ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন রজত পতিদার। তার উপর আবার তাঁর সহজ ক্যাচও ফেলে দেন দীপক হুডা। তার আগে আবার দীনেশ কার্তিকের 🎐লোফা ক্যাচ ফেলে দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কেএল রাহুল। এর পর সেঞ্চুরির ঠিক আগে ফের ফের পতি🃏দারের ক্যাচ মিস হয়। এ বার তাঁর ক্যাচ ধরতে পারেননি মনন ভোরা।
একের পর ক্যাচ ফেলার সময়ে দলের মেন্টর গৌতম গম্ভীর মাথা চাপড়ে ওঠেন। এত ক্যাচ মিস করার পর গোতিম কাছে যে বিশাল বকুনি খেতে হবে রাহুলদের,🐻 তা বলার অপেক্ষা রাখে না।
বুধবার টসে হেরে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফ্যাফ ডু'প্লেস🙈ি গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। কোহলিও ২৪ বলে ২৫ করে আউ হন। তবে এ দিন সব ফোকাস কেড়ে নেন রজত পতিদার। যাঁকে নিলামে কেউ কেনেই🧔নি। আরসিবি-র লিগের দ্বিতীয় ম্যাচের পর চোটের জন্য গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে গিয়েছিলেন লুবনিথ সিসোদিয়া। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছিল রজত পতিদারকে। সেই পতিদারই তাণ্ডব চালালেন এলিমেনটরের ম্যাচে ইডেনে।
প্রথম বার তাঁর ক্যাচ পড়ে ১৫.৩ ওভারে। রবি বিষ্ণোইয়ের বলে রজতের ক্যাচ ছাড়েন দীপ💫ক হুডা। একেবারে সহজ ক্যাচ ছিল। উল্টে ক্যাচ মিস করায় সেটি চার হয়ে যায়। তার আগে আগের বলেই পতিদার একটি ছক্কা হাঁকিয়েছিলেন। যখন পতিদারের ক্যাচ পড়ে, তখন তাঁর সংগ্রহ ছিলꦍ ৭২ রান। এর পর ফের ১৭.৩ ওভারে মহসিন খানের বলে পতিদারের ক্যাচ ধরতে পারেননি ভোরা। সেই বলে ২ রান হয়। আর পরের বলেই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন পতিদার। দু'বার জীবনদান পেয়ে শেষ পর্যন্ত ৫৪ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন পতিদার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।