সিএবি-র কর্তাদের আচরণে ক্ষুব্ধ বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা নিজের রাজ্যের হয়ে আর ক্রিকেট খেলবেন না, এমনটা আগেই জানিয়েছিলেন। আর সোমবার মোতেরা স্টেডিয়ামকে তাঁর নতুন ‘হোম গ্রাউন্ড’ বলে অভিহিত করেছেন। তিনি সারা জীবনই ইডেন গার্ডেনে খেলেছেন। কিন্তু পর⛦িবর্তে তিনি অভিমান ফিরে পেয়েছেন। আর এতেই মন ভেঙেছে শিলিগুড়ির পাপালির।
চলতি আইপিএলে আগুনে ছন্দে রয়েছেন ঋদ্ধি। ৯ ম্যাচে তিনি ৩৯.০০ গড়ে ৩১২ রান করে ফেলেছেন। তাঁর স্ট্রাইকরেট ১২৪.৮০। গুজরাটের সাফল্যের নেপথ্যে অন্য়তম কারিগর ভারতীয় দলের ব্রাত্য উইকেটকিপার-ব্যাটার। ভালো খেলেও🐓 ইংল্যান্ডের জন্য টেস্ট দলেও সুযোগ প☂াননি।
সোমবার বিকালে গুজরাট টাইটানস প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঋদ্ধি বলছেন, ‘এই মুহূর্তে আমি আইপিএল খেলছি। গুজরাটের হয়ে প্রতিনিধিত্ব করছি। দলের হয়ে অবদান রাখতে ♑পারলে ভালো লাগে। ৫০-১০০ রানের ল্যান্ডমার্ক হলে ভালো লাগে। তবে সবার আগে টিম। পরে ব্যক্তিগত সাফল্য।’
আরও পড়ুন: পুজোয় বুর্জꦆ খলিফার সৃষ্টিকারীর জাদুতে সাজছে ইডেন, বৃষ্টি নিয়েই চিন𓆉্তা
প্লে-অফে কী পরিকল্পনা রয়েছে? ঋদ্ধি বলেন, ‘আমি অতীতে কোয়ালিফায়ার, আইপিএল ফা꧂ইনাল খেলেছি। আমি পরিবেশ সম্পর্কে সচেতন, কিন্তু এটা আমাদের জন্য আর একটি ম্যাচ। অতিরিক্ত কিছু করব না, এটাই আমাদের পরিকল্পনা।❀’
ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে ঋদ্ধি অবশ্য সে ভাবে কিছু বলেননি। বরংতিনি ঘুরিয়ে বলে দেন, ‘আমি ভারতীয় দলে নির্বাচন নিয়ে ভাবিত নই। প্লে-অফ ন🍬িয়ে ভাবছি। আমি ফিট। খেলার জন্য় প্রস্তুত। পাওয়ার প্লে-তে খেলার স্টাইল আমার স্যুট করে। দলকে সাহায্য করতে পারলেই খুশি হব। শুরুতে আমি ভালো পার্টনারশিপ করতে পারলে, বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
তাঁর বাংলা ছাড়া প্রসঙ্গ নিয়েও জল্পনা চলছিল। এর মাঝে ঋদ্ধি এ দিন🐠 সাংবাদিক সম্মেলনে বলে দেন, ‘আমি যেহেতু গুজরাটের হয়ে এখন প্রতিনিধিত্ব করছি, তাই আমার হোম গ্রাউন্ড হল মোতেরা স্টেডিয়াম। আমি সেটাই বিশ্বাস করি। যেহেতু আমি আর কেকেআরের সাথে নেই, ইডেন আমার হোম গ্রাউন্ড নয়।’ অনেকেই বলছেন, এটা ঋদ্ধির অভিমানের কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।