এ মরশুমের আইপিএলটা যেন মুম্বই ইন্ডিয়ান্সেরꩵ কাছে এক বিরাট দুঃস্বপ্ন। এক, দুই নয়, নিজেদের ইতিহাসে প্রথমবার নাগাড়ে ছয়টি ম্যাচ হেরে লিগ তালিকার লাস্টবয় পল্টনরা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ১৮ রানে হারতে হল রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে।
বারবার দল হারায় একেবারে চূড়ান্ত হতাশ মুম্বই অধিনায়ক রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা তো পার্টনার🐬শিপই তৈরি করতে পারিনি, যার ফল ভুগতে হল। আমরা প্রধান বোলারদের পিছনের দিকে ডেথ ওভারে বল করাতে চেয়েছিলাম। তবে সেই পরিকল্পনাও কাজে আসেনি। এমন পরপর ম্যাচ হেরে চললে সেরা একাদশ বাছাই করাটাও খুবই মুশকিল। বাকিদেরও নিজেদের পারফরম্যান্স ভাল🌺 করতে হবে। ’
লোকেশ রাহুলের অপরাজিত ১০৩ রানে ভর করেই মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ভিত তৈরি করে লখনউ। রাহুলের ইনিংসে জন্য তাঁকে বাহবা দেওয়ার পাশাপাশি দলের হারের পুরো দ🌸ায়ভারও নিজের কাঁধে নিলেন রোহিত। ‘রাহুলের ইনিংসের জন্য ওর বাহবা প্রাপ্য। সত্যি বলতে বুঝতেই পারছি না গলদটা ঠিক কোথায়। বুঝতে পারলে তো আমি নিজেই তা ঠিক করতে লেগে পরতাম। তবে আমি হারের পুরো দায়িত্ব নিচ্ছি। আমার অভিজ্ঞতা ব্যবহার করে পরিস্থিতি বদলের চেষ্টা💯 করব এবং আশা করছি পরের ম্যাচে দলগতভাবে ভালভাবেই ফিরে আসব।’ জানান রোহিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।