বুধবার (২৫ মে) ইডেন গার্ডেন্সের ময়দানে আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল লখনউ সুপারܫ জায়ান্টসের। ১৪ রানে এই ম্যাচ জিতে কোয়ালিফায়ার ২-এ জায়গা পাকা করে আরসিবি। ম্যাচে অপরাজিত শতরান করে সমস্ত লাইমলাইট রজ꧃ত পতিদার কেড়ে নিলেও, দীনেশ কার্তিকও কিন্তু তাঁকে যোগ্য সঙ্গ দেন।
এ মরশুমে ‘ফিনিশার কার্তিক’ দারুণ ছন্দে রয়েছেন। গোটা টুর্নামেন্টে প্রায় ২০০-র স্ট্রাইক রেটে রান করেছেন কার্তিক। ইডেনেও তাই তেমনই এক ঝোড়ো ইনিংস দেখার আশা ছিল। ৯ বলে মাত্র ৬ করে শুরুটা বেশ মন্থর গতিতেই করেছিলেন কার্তিক। তবে প্রত্যাশামতোই তিনি আবার ছন্দে ফেরেন। আবেশ খানকে পর পর তিনটি চার মেরে গতি পায় তাঁর ইনিংস। তার পরের ওভারে দুষ্মন্ত চামিরার লোয়ার ফুলটসকে অফ স্টাপে সরে গিয়ে ইডেনের গ্যালারিতে দারুণ শটে ইডেনের গ্যালারিতে ফেলে দেন কার্তিক। আরসিবি তারকার এই শটে মুগ্ধ বিরাট কোহলি ডাগআউটে নিজের সিট ছেড𓆉়ে উঠে পড়েন। হা হয়ে যান প্রতিপক্ষ অধিনায়ক লো💙কেশ রাহুলও।
এই দুই মহাতারকার প্রতিক্রিয়াই কার্তিকের শটের মাহাত্ম্য বুঝিয়ে দেয়। এদিন তিনি ২৩ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ও পতিদারের ৪১ বলে ৯২ রানের অপরাজিত পার্টনারশিপই আরসিবিকে দুইশোর গণ্ডি পার করতে সাཧহায্য করে এবং আরসিবির জয়ের ভিত রাখে। এরপর আমদাবাদে কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে আরসিবি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।