আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের চ্যালেঞ্জ সামলাতে হবে চেন্নাই সুপার কিংসকে। ধোনিরা ঘরের মাঠে আইপিএল অভিযান শুরু করবেন🐻 ৩ এপ্রিল। আপাতত টুর্নামেন্ট শুরুর আগে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংসের পূর্ণাঙ্গ স্কোয়াড। চোখ রাখা যাক সিএসকের ক্রীড়াসূচিতেও।
চেন্নাই সুপার কিংসের সম্পূর্ণ স্কোয়াড:-ব্যাটসম্যান: মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার) রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াড়ু, ডেভন কনওয়ে (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে, সুভ্রাংশু সেনাপতি, শেไক রশিদ।
অল-রাউন্ডার: রবীন্দ্র জাদেজা, মইন আলি, মিচেল স্যান্টনার, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, মাহিশ থিক😼সানা, রাজবর্ধন হাঙ্গার্গেকর, বেন স্টোকস, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল ও কে ভগত বর্মা।
বোলার: দীপক চাহার, তুষার দেশপান্ডে, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, সিসান্দা মাগ🍷াল꧒া।
আরও পড়ুন:- Longest Goal In History: এটাই কি ফুটবলের ইতি🌠হাসের সর্বাধিক দূরত্বের গোল? নাম উঠতে পারে গিনেস বুকে!- ভিডিয়ো
চেন্নাই সুপার কিংসের সাপোর্ট স্টাফ:-হেড কোচ: স্টিফেন ফ্লেমিংব্যাটিং কোচ: মাইক হাসিবোলিং কোচ: ডোয়েন ব্র্যাভোবোলিং পরামর্শদাতা: এরিক সিমন্সফিল্ডিং কোচ: রাজীব কুমারফিজিও: টমি সিমসেকট্রেনার: গ্রেগরি কিংটিম ম্যানেজার: আর রাসেল
আরও পড়ুন🐬:- পাকিস্তানের প্রক্তনরা চান ঘরোয়া কোচ, ‘কাঁচকলা’ দেখিয়ে PCB বাবরদের বোলিং কোচ করছে মর্কেলকে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।