ধরে রাখা প্লে🌸য়ারদের তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা যত ফুরিয়ে আসছিল, জল্পনা তত জোরালো রূপ নিচ্ছিল যে, রাজস্থান রয়্ౠযালস কি শেষমেশ রবিচন্দ্রন অশ্বিনকে স্কোয়াডে রেখে দেবে? মঙ্গলবার সেই জল্পনায় ইতি পড়ে। অভিজ্ঞ স্পিনারকে শেষ পর্যন্ত নতুন মরশুমের জন্য ধরে রাখে রয়্যালস শিবির।
রিটেন করার জন্য স্যামসন, বাটলার, বোল্ট, চাহালরা রাজস্থানের অটোমেটিক চয়েজ ছিলেন। খুব একটা সংশয় ছিল না হেতমায়ের, পাডিক্কাল, প্রসিধ কৃষ্ণাদের ধরে রাখা নিয়েও। তবে অশ্বিন, নিশাম, কুল্টার-নাইলদের রয়্যালসে থাকা নিশ্চিত ছিল না। অশ্বিন আরও একবছর রাজস্থানের জার্সি গায়ে চাপღানোর সুযোগ পেয়ে গেলেও নিশাম ও কুল্টান-নাইলকে ছেড়ে দেয় রয়্যালস।
বাদ পড়েছেন কিউয়ি তারকা ডারিল মিচেল। গত টি-২০ বিশ্বকাপের আগে চোট পাওয়া প্রোটিয়া তারকা রাসি ভ্যান ডার দাসে🌊নকেও ছেড়ে দিয়েছে রয়্যালস। রাজস্থানের ছেড়ে দেওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র উল্লেখযোগ্য নাম করুণ নায়ার💝।
সব মিলিয়ে আইপিএলের আসন্ন মিনি নিলামের আগে স্কোয়াডের ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দে𓆉য় রাজস্থান রয়্যালস। তারা ধরে রাখে মোট ১৬ জন তারকাকে। আপাতত নিলামের আগে রাজস্থানের হাতে রয়েছে ১৩.২ কোটি টাকা। বিদেশি ক্রিকেটারদের কোটায় ৪টি জায়গা ফাঁকা রয়েছে তাদের।
রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে: অনুনয় সিং, করবিন বশ, ডারিল মিচেল, জিমি নিশাম, করুণ নায়া📖র, ন্যাথন কুল্টার-নাইল,🌳 রাসি ভ্যান ডার দাসেন, শুভম গারওয়াল ও তেজস বরোকাকে।
রাজস্থান রয়্যালস ধরে রাখে: সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, শিমরন হেতমায়ের, দেবদূত পাডিক্কাল, জোস বাটলার, ধ্রুব জু𝕴রেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও কেসি কারিয়াপ্পাকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।