সোমবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে দুরন্ত ছন্দে ৩১ বলে ৫৭ রান করেব রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে ওপেন করতে﷽ নেমে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে ফের চেন্নꦅাই সুপার কিংসের (সিএসকে) হয়ে একটি বিস্ফোরক সূচনা করেছেন। আর এক ওপেনার ডেভন কনওয়ে সোমবার রুতুরাজকে যোগ্য সঙ্গত করেন। যে কারণে ওপেনিং জুটি ৯.১ ওভারে ১১০ রান যোগ করে। কনওয়ে ২৯ বলে ৪৭ রান করেন, যার মধ্যে পাঁচটি চার এবং দু'টি ছক্কা ছিল।
ডেভন কনওয়ে ছাড়াও, শিবম দুবেও এ দিন আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। কারণ তিনি ১৬ বলে ২৭ রানের এ🍎কটু দ💟ুরন্ত ইনিংস খেলেন। যার মধ্যে ১টি চার এবং তিনটি ছক্কা রয়েছে।
আরও পড়ুন: IPL 2023 Points Table: LSG-কে হারিয়ে বড় লাফ CSK-এর, ঘাড় ধরে নীচে নামাল KKR-ওকে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরে গিয়েছিল চেন্নাই সুপার 𝕴কিংস। আর সেই ম্যাচে ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য শিবম দুবেকে নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। শিবম দুবে সেই ম্যাচে ১৮ বলে মাত্র ১৯ রান করেছিলেন। মেরেছিলেন মাত্র একটি ছক্কা। সোমবার ঘটনাটি প্রাথমিক ভাবে একই রকম দেখাচ্ছিল। কারণ শিবম দুবে প্রথম ১০ বলে মাত্র পাঁচ রান সংগ্রহ করেছিলেন। যাইহোক, এর পরই বদলে যায় পরিস্থিতি। তিনি গিয়ার পাল্টে পরের পাঁচ বলে ২২ রান করে ফেলেন।
১২.৫ ওভারে পেস꧋ার যশ ঠাকুরের বলে একটি ফ্ল্যাট ছক্কা দিয়ে মার শুরু করেছিলেন শিবম, পরের বলেই চার হাঁকান তিনি। এর ঠিক পরের ওভারের 🐻দ্বিতীয় এবং তৃতীয় বলে রবি বিষ্ণোইকে পরপর দু'টি ছক্কা হাঁকান শিবম দুবে।
আরও ಞপড়ুন: মনে হচ্ছে শিরোপা জিতেছে- MI-কে হারিয়ে RCB-র নাচ, গান উল্লাস দেখে কꦦটাক্ষের জোয়ার
শিবম দুবে যে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন, তার মধ꧑্যে রবি বিষ্ণোইয়ের ওভারের দ্বিতীয় ছয়টি ছিল মিড-উইকেটের উপর দিয়ে একটি স্লগ সুইপ, যেটা ১০২ মিটার লম্বা ছিল। আর এটি এই মরশুমের সবচেয়ে বড় ছক্কা হিসেবে আপাতত শীর্ষে জায়গা করে নিয়েছে। তবে এই লম্বা ছক্কা হাঁকানোর এক বল পরেই ♔রবি বিষ্ণোই সাজঘরে ফেরান শিবম দুবেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।