শুক্রবার কলকাতা নাইট রাইডার্স জিতলে শীর্ষে উঠতে পারত। কি🍎ন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়ায় তারা চারেই রয়ে গেল। বরং দু'ধাপ লাফিয়ে সাতে উঠে এল সানরাইজার্꧒স হায়দরাবাদ। আটে এবং নয়ে নেমে গেল যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবলের পাশাপাশি কমলা এবং বেগুনি টুপির তালিকায় কী কী পরিবর্তন হল, দেখে নিন এক নজরে:
এক ঝলকে দেখে নিন পুরো পয়েন্ট টেবল-
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৪, জয়: ৩, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ১.৫৮🀅৮
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৪, জয়: ৩, পরাজয়: ১, ড্র:০, 𓄧পয়েন্ꦚট: ৬, নেট রানরেট: ১.০৪৮
৩) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৪, জয়: ৩, পরাজয়: ১, ড্র:০, প🏅য়েন্ট: ৬, নেট রানরেট: ০.৩৪১
৪) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৪, জয়: ২, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট🍸: -০.৭১১
৫) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৪, জয়: ২, পরাজয়: ২, ড্র: ০, পয়েন🐼্ট: ৪, নেট রানরেট: ০.২২৫
৬) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৪, জয়: ২, পরাজয়: ২,💜 ড্র:০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.২২৬
৭) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৪, জয়: ২,🐲 পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৮২২
৮) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৩, জয়: 💮১, পরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: -০.৮০০
৯) টিম- মুম্বই ইন্ডিয়ান্স,﷽ ম্যাচ: ৩, জয়: ১, পরাজয়: ২, ড্র: ০, পয়ওেন্ট: ২, নেট রানরেট: -০.৮৭৯
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৪, জয়: ০, পরাজয়: ৪, ড্র: ০, পয়ে🌃ন্ট: ০, নেট রানরেট: -১.৫৭৬
আরও পড়ুন: যে সব ভারতীয় ফ্যানরা ౠফালতু বলেছে,স্লেজিং করেছে,মুখ বন্ধ করেছি- ধুইয়ে দღিলেন ব্রুক
অরেঞ্জ ক্যাপের তালিকা:
১) শিখর ধাওয়ান- ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রা📖ন করে ফেলেছেন শিখর ধাওয়ান। সেই সঙ্গে কমলা💞 টুপির লড়াইয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন তিনি। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
২) ডেভিড ওয়ার্নার- দিল্লি টানা চার ম্যাচ হারলেও, ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে দ্বিতীয় স্থান দখল করে রেখেছেন। তাঁর মোট রান ২০৯। সর্বোচ্চ ৬༒৫। গড় ৫২.২৫। স্ট্রাইকরেট ১১৪.৮৩।
৩) জস বাটলার- চার ম্যাচে মোট ২০৪ রান করে অরেঞ্জ🅰 ক্যাপের তালিকায় তিনে রয়েছেন বাটলার।🍰 সর্বোচ্চ ৭৯ রান। গড় ৫১.০০। স্ট্রাইকরেট ১৭০.০০।
৪) রুতুরাজ গায়কোয়াড়- ৪ ম্যাচে🌺 মোট ১৯৭ রান করে ফেলেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি রয়েছেন কমলা টুপির লড়াইয়ে রয়েছেন চারে। সর্বোচ্চ ৯২। গড় ৬৫.৬৭। স্ট্রাইকরেট ১৫৫.১১।
৫) শুভমন গিল- ৪ ম্যাচে মোট ১৮৩ রান করে💯 পাঁচে রয়েছেন শুভমন গিল। তাঁর সর্বোচ্চ রান ৬৭। গড় ৪৫.৭৫। স্ট্রাইকরেট ১৪১.৮৬।
আরও পড়ুন: বিধ্বংসী SRH-এর ব্রুক, নাইট বোলারদের শোচনীয় হাল🔯, রানার আউট- একাধিক কারণে ধর🤡াশায়ী KKR
পার্পল ক্যাপের তালিকা:
১) যুজবেন্দ্র চাহাল- চার মꦦ্যাচে ১০টি নিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি পা꧃র্পল ক্যাপ তালিকার একে রয়েছেন। তঁর ইকোনমি রেট ৭.৫৬। সেরা পারফরম্যান্স ১৭/৪।
২) রশিদ খান- রশিদ খান পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে রয়েছেন। চার ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা এখন ৯। রশিদের ইকোমি রেট ৭.৫০। সেরা♐ পারফরম্যা♚ন্স ৩১/৩।
৩) মার্ক উড- এই মরশুমের প্রথম বোলার হিসেবে লཧখনউ সুপার জায়ান্টসের মার্ক উড এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন। এই মুহূর্তে ৩ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ৯।ꦬ ইকোনমি রেট ৭.৯১। সেরা পারফরম্যান্স ১৪/৫।
৪) আলজারি জোসেফ- ৪ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে আলজাারি জোসেফ পা⛄র্পꦺল ক্যাপের তালিকায় রয়েছেন চারে। ইকোনমি রেট ৭.৫৬। সেরা পারফরম্যান্স ২৭/২।
৫) আর্শদীপ সিং- ৪ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে পাঁচে রয়েছেন আর্শদীপ সিং। তাঁর ইকোনমি রেট ৮.৫০। সেরা পারফরম্যান্স ১৯/৩। মহম্মদ সামি এবং তুষাড় দেশপাণ্ডে ৭টি🎐 করে উইকেট নিয়ে যথাক্রমে ছয় এবং সাতে রয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।