তাঁকে নিতে ১০.৭৫ কোটি টাকা খরচ পড়েছে। অথচ সেই শার্দুল ঠাকুরকে কার্যত ব্যবহারই করছে না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইতিমধ্যে আটটি ম্যাচে খেলে ফেললেও বল করেছেন মাত্র ১৪.৫ ওভার। যেখানে সর্বোচ্চ ৩২ ওভার করতে পারতেন (তাও যে একেবারে স্পিনিং উইকেটে খেলেছে কেকেআর, সেটাও নয়)। আর ব্যাট হাতে মাত্র ৬১ টি বল খেল▨েছেন। তার জেরে স্বভাবতই প্রশ্ন উঠছে, শার্দুলকে পুরোপুরি কেন ব্যবহার করা হচ্ছে না? কেকেআরের বাকি বোলাররা যে দারুণ খেলছেন, সেটাও নয়। তাহলে তাঁকে কেন বল দেওয়া হচ্ছে না?
সেই বিষয়টি নিয়ে সোমবার প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার এবং ক্রিকেট বি▨শেষজ্ঞ হর্ষ ভোগলেও। যেদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল কেকেআর। ইডেন গার্ডেন্সে পেসাররা ভালো বল না করলেও শার্দুলকে একটি ওভারও দেননি কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। ব্যাটিংয়ে তো শেষ বলটার জন্য নামেন শার্দুল। স্ট্রাইকেও ছিলেন না। সেই পরিস্থিতিতে হর্ষ বলেন, 'এই মুহূর্তে শার্দুল ঠাকুরের মাথায় ঠিক কী চলছে, সেটা জানতে আমি মুখিয়ে আছি। চলতি বছর ১৫ ওভার (১৪.৫ ওভার) বল করেছেন, ৬১ টি বলে ব্যাট করেছে। আশা করছি যে ও এবং উমেশ লাল বল নিয়ে 🀅অনুশীলন করছে।'
আরও পড়ুন: IPL 2023♛: ওকে বিরাট বানাবে নাকি- তিন নম্বরে নেমে শূন্য করার পর কটাক্ষের শিকার শার্দুল
একটি মহলের যুক্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে শার্দুলকে সম্ভবত বেশি বল করাচ্ছে না কেকেআর, যাতে সেই মেগা ফাইনালের জন্য পুরো চাঙ্গা থাকেন শার্দুল। যদিও অপরের মহলের পালটা বক্তব্য, যদি সেটাই চায় কেকেআর, তাহলে শার্দুলকে প্রথম একাদশে রাখা হচ্ছে কেন? কেকেআর তো শার্দুলকে এ𒐪তটাই কম ব্যবহার করছে যে মনে হচ্ছে ১০ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামছে নাইট ব্রিগেড। যদি সত্যিই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কারণ হয়, তাহলে শার্দুলকে বসিয়ে রাখা হোক। কারণ ফিল্ডিং করার সময়ও চোট লাগতে পারে।
এবারের আইপিএলের ম্যাচভিত্তিকে শার্দুলের পারফরম্যান্স
আটটি ম্যাচে (আট ইনিংস) মোট ১০৯ রান করেছেন শার্দুল। খেলেছেন মাত্র ৬১ টি বল। গড় ১৮.১৭। সর্বোচ্চ ৬৮। স্ট্রাইক রেট ১৭৮.৬৮। অন্যদিকে, আট ম্যাচে (ছয় ইনিংস)𝓀 মোট ১৪.৫ ওভার বল করেছেন। খরচ করেছেন ১৬০ রান। নিয়েছেন চারটি উইকেট। ইকোনমি রেট ১০.৭৮। গড় ৪০। স্ট্রাইক রেট ২২.২৫।
১) পঞ্জꩲাব কিংস: চার ওভার বল করে ৪৩ রান দিয়েছিলেন। তিন বলে অপরাজিত আট রান করেছিলেন।
২) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২৯ বলে ৬৮ রান করেছিলেন। দু'ওভার বল করেছিলেন শাꦆর্দুল। ১৫ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন।🙈
৩) গুজরাট টাইটানস: তিন ওভারে ২৪ রান দিয়েছিলܫেন। ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন।
৪) সানরাইজার্স হায়দরাবাদ: পাঁচটি বল করেছিলেন।🌌 দিয়েছিলেন ১৪ রান। ব্যাট হাতে সাত বলে ১২ র💟ান করেছিলেন।
৫) মুম্বই ইন্ডিয়ান্স: ১১ বলে ১৩ 🐻রান করেছিলেন। দু'ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন।
৬) দিল্লি ক্যাপিটালস:ꦇ প্রথম একাদশে ছিলেন না। ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবেও সুযোগ পাননি।
৭) চেন্নাই সুপার কিংস: দলে ছিলেন না শ🅘ার্দুল।
৮) রয়্যাল⛦ চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: শার্দুল দলে ছিলেন না।
৯) গুজরাট টাইটানস: তিনে ব্যট করতে পাঠান❀ো হয়েছিল। চার বল খেলেছিলেন।ꦗ কোনও রান করতে পারেননি। এক ওভারও বল পাননি।
১০) সা💝নরাইজার্স হায়দরাবাদ: ছয় বলে আট রান করেছিলেন। তিন ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: IPL 2023: শার্দুলকে কেন খেলানো হচ্ছে ন𒀰া, বোঝার বাইরে- KKR-এর প্ল্যানিং ন🌳িয়ে প্রশ্ন তুললেন ভাজ্জি
১১) পঞ্জাব কিংস: এক ও🔯ভারও বল করেননি। শেষ বলের জন্য মাঠে নামেন। স্ট্রাইক পাননি। একটাই কাজ ছিল তাঁর - রিঙ্কু সিং ব্যাটে বল ঠেকালে যতটা জোরে সম্ভব, ততটা জোরে দৌড়াতে হবে।💮 তবে শার্দুলকে দৌড়াতে হয়নি। কারণ রিঙ্কু চার মেরে দেন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার H෴T App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।