টানা চার ম্যাচে হারের পর পুরো বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্স। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর বোলারদের উপর ক্ষোভ উগরে দেন নীতীশ রানা। পাশাপাশি ব্যাটসম্যানদেরও তিনি ছেড়ে কথা বলেননি। যদিও ব্যাট হাতে নিজ🌳েও খুব একটা ভালো ছন্দে নেই নীতীশ রানা। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০ বলে মাত্র ২৭ রান করেছেন তিনি।
যাইহোক চেন♋্নাই রবিবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের পাহাড় গড়ে। এর পরেই নীতীশের মন⛄্তব্য, পিচ যতই ভালো হোক, এই রানটা মেনে নেওয়া যায় না। তিনি সাফ বলেও দিয়েছেন, ‘যেমন পিচই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন।’
আরও পড়ুন: মাহিমন্ত্রেই বদলে𝄹ছে ক্রিকেটীয় দর্শন, রবিবারের ইডেন মাতিয়ে অকপট রাহানে
নিঃসন্দেহে কেকেআꦰর-এর বোলাররা টানা খারাপ পারফরম্যান্স করে চলেছেন। নাইটদের মোট পাঁচ ম্যাচে হারের কারণ বিশ্লেষণ করতে বসলে, বোলারদের ঘাড়েই দায়ের ভার বেশিটা এসে পড়বে। ডেভিড উইজ অবশ্য নিজেদের পিঠ বাঁচাতে অন্꧃য যুক্ত দিয়েছেন। তাঁর দাবি, সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে নাইট বোলাররা ভালোই বল করেছিলেন। তবে চেন্নাইয়ের ব্যাটাররা ভালো শট খেলে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।
গত রাতে ২০২৩ আইপ💫িএলে সিএসকে-র বির♔ুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন ডেভিড উইজ। তিনি সাফ বলে দেন, ‘আমরা খুব খারাপ বোলিং করেছি বলে মনে হয় না। আমরা ঠিকঠাক লেন্থে বল করেছি। আমরা আমাদের পরিকল্পনায় অনুযায়ী খেলেছি। কিন্তু ওরা (সিএসকে ব্যাটাররা) কিছু ভালো শট খেলে সবটা শেষ করে দিয়েছে।’
আরও ꦏপড়ুন: নাইট বোলারদের ছাতু করে 🐎রানের পাহাড়ে উঠল চেন্নাই, ইডেনে গড়ে ফেলল রেকর্ড
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এ বার আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে বড় জয় আশা🔯র সঞ্চার করেছিল নাইট ভক্তদের মনে। গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে♒ খেতাবের স্বপ্ন দেখতে শুরু করেছিল নাইট শিবির। কিন্তু এর পরেই সব স্বপ্ন ফের এলোমেলো। দেখতে দেখতে পরপর চারটে ম্যাচ হার। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরপর চার ম্যাচে হার। প্লে-অফের সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে কলকাতার।
নাইটদের ব্যর্থতার পিছনে যেমন বোলারদের দায় ভার অস্বীকার করা যায় না, তেমনই ব্যাটাররাও কিন্তু ধারাবাহিক নন। ফিল্𒊎ডিংয়ের হালও সেই রকমই। এখনও টিমের কম্বিনেশন তৈরি হয়নি। ওপেনিং জুটি গড়ে🍒 ওঠেনি। সব মিলিয়েই বড় একেবারে ল্যাজেগোবরে হচ্ছে নাইটরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।