ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। ক্রমশ সময় নিয়ে ঘনীভূত হচ্ছে মোখা। সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর জানা যাবে কোন পথে চলবে সাইক্লোন। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকেই এটি ক্রমশ দিক পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত। তবে এই ‘মোখা আতঙ্কের’ মাঝেই কলকাতা নাইট রাইডার্স এবং 🍒পঞ্জাব কিংস ম্যাচ ঘিরেও উদ্বেগ রয়েছে। সোমবার ম্যাচ চলাকালীন কেমন আবহাওয়া থাকবে?
ইডেন গার্ডেন্সে আইপিএল চলাকালীন ঝড়বৃষ্টি বা কালবৈশাখী কোনও নতুন ঘটনা নয়। তবে এ বার কোনও কালবৈশাখীর ভ্রুকুটি নয়, বঙ্গোপসাগর꧂ে ফুঁসছে সাইক্লোন মোখা। ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। একাধিক রাজ্যের মতো সম্ভাব্য সাইক্লোনের মোকাবিলা করতে পশ্চিমবঙ্গও জারি হয়েছে হাই অ্যালꦗার্ট। তবে আদৌ সোমবারই কি কলকাতায় আছড়ে পড়তে পারে সাইক্লোন মোখা?
আরও পড়ুন: জয়পুরে ইতিহাস গড়ল SRH, প্লে-অফের লড়াইয়ে এখন🧸ও টিকে সব দল
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের নৌকা নিয়ে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে তু🐼মুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহবিদদের।
তবে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যে কারণে নাইট বনাম কিংস ম্যাচ🐭ে বিঘ্ন ঘচনার সম্ভাবনা নেই। তবে পারদ চ𒐪ড়বে হুহু করে। আগামী ৪৮ ঘন্টায় প্রায় ৪০ ছুঁই ছুঁই হবে কলকাতার তাপমাত্রা। যে কারণে মাঠে খেলতে নেমে অসহ্য গরম আর প্যাচপ্যাচানি ঘামে নাভিশ্বাস উঠতে পারে প্লেয়ারদের।
আসলে শনিবার থেকেই ঘামছে কলকাতা। রবিবার সকাল থেকে চড়া রোদ ছিল শহরে। সোমবারও একই হাল। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন গরম বাড়বে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মোখার পরোক্ষ🉐 প্রভাবে মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।
এই ম্যাচ ভেস্তে গেলে ক্ষতি হবে কেকেআর-এর। পয়েন্ট টেবলের আটে থাকা নাইটরা তাই🦩 কোনও ভাবেই চাইবে না, ম্যাচটা কোনও কারণে ভেসে যা💖ক। তবে মোখা নিয়ে আপাতত কলকাতায় আতঙ্কের কোনও কারণ নেই। এখনও পর্যন্ত সোমবারের ম্যাচে সাইক্লোন মোখার কোনও প্রভাব পড়বে না। তবে বদল হতে পারে যে কোনও মুহূর্তে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ সন্ধ্যায় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫৬ শতাংশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।