কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ওপেনার- বিরাট কোহলি এবং ফ্যাফ ডু'প্লেসি। তবে আরসিবি-র ইনিংসের চতুর্থ ওভারে টিম সাউদিকে একেবারে পিটিয়ে ছাতু করে দেন বিরাট এবং ফ্যাফ। এই এ𒐪ক ওভারেই তাঁরা দু'জন মিলে নেন ২৩ রান।
টিম সাউদি ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বল করতে এ෴সে মাত্র ২ রান দেন। তাঁকে সেই ওভারে খেলতেই পারেননি আরসিবি-র দুই তারকা। কিꦆন্তু নিজের চতুর্থ ওভারে বল করতে এলে বেধড়ক মার খেলেন সাউদি। প্রথম বলে স্ট্রাইকে ছিলেন কোহলি। তিনি চার দিয়ে শুরু করেন। দ্বিতীয় বলে নেন ৩ রান। এর পর স্ট্রাইকে এসে ফ্যাফ পরের তিন বলে যথাক্রমে ৬-৪-৬ হাঁকান। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে হয়ে ১৬ রান। কোহলি প্রথম ২ বলে নিয়েছিলেন ৭ রান। মোট ২৩ রান হয় এই ওভারে। শেষ বলে কোনও রান হয়নি। ডট বল ছিল। আর এই ২৩ রানের হাত ধরেই আরসিবি এক লাফে ৩ ওভারে ১৯ রান থেকে ৪ ওভারে ৪২ রানে চলে যায়। যেটা পাওয়ার প্লে-তে বড় পার্থক্য গড়ে দিয়েছিল।
আরও পড়ুন: RCB-র হয়ে ইডেনে খেললেন বাংলার দুই তারকা, কলকাতার দলে🐈 ব্রাত্য অভিমন্যুরা
তবে এই ধারা ধরে রাখতে পারেননি কোহলি এবং ডু'প্লেসি। কারণ পরের ওভারের অর্থাৎ আরসিবি-র ইনিংসের পঞ্চম ওভারে সুনীল না☂রি ফেরান কোহলিকে। ১৮ বলে ২১ করে সাজঘরে ফেরেন বিরাট। আর বিরাটের ঠিক পর🐻েই ষষ্ঠ ওভারে বরুণ চক্রবর্তী ফেরান ফ্যাফকে। ১২ বলে ঝোড়ো ২৩ করে আউট হন ফ্যাফ। স্বাভাবিক ভাবেই পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ছন্দপতন হয় আরসিবি-র।
আরও পড়ুন: আম🐲ি চাই RCB-ই জিতুক, তবে… কোহলিদের বদলের অন্য টিমই বাজি ডি'ভিলিয়ার্সের
এর আগে বৃহস্পতিবার ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় কেকেআর। মাত্র ৪৭ রানে ৩ উইকেট তারা হারিয়ে💃 বসে থাকে। বেঙ্কটেশ আইয়ার এ দিন চূড়ান্ত ব্যর্থ হন। ওপেন করতে নেমে ৭ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। বেঙ্কটেশের পরিবর্তে নেমে মনদীপ সিং প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফেরেন। কেকেআর-এর অধিনায়ক নীতিশ রানাও চূড়ান্ত হতাশ করেন। তিনি ৫ বলে ১ রান করেন। এ দিন ব🦋্যর্থ হন আন্দ্রে রাসেল। প্রথম বলেই খালি হাতে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।