ভারতের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন টুইটারে জানিয়েছেন যে কলকাতার ইডেন গার্ডেন্সে সবচেয়ে খারাপ ধারাভাষ্য বক্স রয়েছে। লক্ষ্মণ শিবরামকৃষ্ণন আরও যোগ করে বলেছেন যে ইডেনের টয়লেটগুলি ‘পাগলের মতো দুর্গন্ধ।’ এছাড়াও তিন🐈ি বলেছেন, ‘মাঠ ছাড়ার সুবিধাগুলিও ভয়ঙ্কর।’ এ ভাবেই ইডেন গার্ডেন্সের সমালোচনা করেছেন শিবরামকৃষ্ণন। ইডেন গার্ডেন্সে এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সম্প্রতি টুর্নামেন্টের সমাপ্তির পরে আইপিএল ২০২৩-এর সেরা ভেন্যু হওয়ার জন্য একটি পুরস্কার জিতেছে। তারপরেই ক্রিকেটের নন্☂দন কাননের সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।
আরও পড়ুন… চোটের জন্য খেলতে পারেননি IPL কিন্তু ফোনে GT-র তরুণ ত🌼ারকাকে উৎসাহ জুগিয়েছিলেন কেন উইলিয়ামসন
এদিকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যা𝓡চটি অনুষ্ঠিত হয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয় পরের দিন অর্থাৎ রিজার্ভ ডে (২৯ মে)। যাইহোক, এই দিনেও বৃষ্টির কারণে ম্যাচটি বাধাগ্রস্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের ওভার কমানো হয়। এবং সেই ম্যাচটি চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেটে জিতে নেয়। ম্যাচের পরে আইপিএল ২০২৩-এর সেরা ভেন্যু পুরস্কার পায় ইডেন। এরপরেই নিজের স𝓰োশ্যাল মিডিয়াতে ইডেন সম্পর্কে লক্ষ্মণ শিবরামকৃষ্ণন লেখেন, ‘এখানকার টয়লেটগুলো পাগলের মতো দুর্গন্ধ। মাঠ ছাড়া সুবিধা ভয়ঙ্কর।’
আরও পড়ুন… নামজাদা প্রোটিয়া তারক﷽াকে কোচ করে এনে বড় চমক দিল 𝐆ত্রিপুরা
এদিকে, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) সভাপতি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উন্নতির ফর্মুলা দিয়েছেন। স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় বলেছেন যে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও ইডেন গার্ডেন্সের মতো মাঠে ফুল কভার ব্যবহার করা ꦗউচিত। আইপিএল ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে সিএবি সভাপতি বলেছেন, ‘পাশের উইকেট ভেজা না থাকলে ম্যাচ শুরু হতে দেরি হতো না। এটি একটি নতুন স্টেডিয়াম এবং আমি সম্পূর্ণ আশা করি যে এটি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হবে। তারা যদি পুরো মাঠ ঢেকে দিতেন, তাহলে কোনও সমস্যা হতো না।’
আরও পড়ুন… CSK-র পঞ্চ🌞ম ♕শিরোপা জয়, জানেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি কতগুলি T20 ট্রফি জিতেছেন
কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামই একমাত্র স্টেডিয়াম যেখানে পুরো কভার রয়েছে। আইপিএল ২০০৮ এর সময় ইডেন গার্ডেন্সে প্লাস্টিকের কভার ব্যবহার কর🦩া হয়েছিল। এর পরে, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হন, তখন তিনি ইংল্যান্ডের ফুল কভারের জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তারপর থেকে এ🦄ই মাঠে বৃষ্টির কারণে কোনও ম্যাচ ভেস্তে যায়নি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, ‘এটা শেখার বি𒀰ষয় এবং গুজরাট ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ফুল কভার ব্যবহার শুরু করবে। গুজরাটের বালুকাময় মাটি রয়েছে এবং তারা সহজেই এই সমস্যাটি মোকাবেলা করতে পারে। হ্যাঁ, সাইড উইকেটে বালি না থাকলে ফুল কভার বল করতে হবে। এটি একটি বড় চুক্তি হয় না। এর জন্য আপনার আরও ৪০-৫০ জﷺন লোকের প্রয়োজন হবে।’
এই খবরটি আꦆপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্💛ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।