প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায় ও পরে গৌতম গম্ভীর, চলতি আইপিএলে দুই সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কোহলির আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিস্তর। বিশেষ করে লখনউয়ে বিরাট যেভাবে গম্ভীর, অমিত মিশ্র, নবীন উল হক♑ে, কাইল মায়ের্সদের সঙ্গে ঝামেলায় জড়ান, তা নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, বরং বিশেষজ্ঞরাও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না।
এমন উত্তপ্ত আবহের মাঝেও একানা স্টেডিয়ামে কোহলির বিশেষ একটি আচরণ ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে যায়। নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে🍒 মাঠে ঢুকে পড়া এক অনুরাগীকে যেভাবে বুকে জড়িয়ে ধরেন বিরাট, তাতে বিন্দুমাত্র আগ্রাসন নয়, বরং নরম মনের কোহলিꦰর দেখা মেলে।
ম্যাচের মাঝে ক্রিকেটপ্রেমীদের মাঠে ঢুকে পড়া নতুন কিছু নয়। বরং বহু ক্রিকেটারকে অনুরাগীদের এমন ভালোবাসার অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে এমন পরিস্থিতিতে বেশিরভাগ সম🌠য়ে অনুরাগীদের থেকে দূরে সরে থাকতে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের। অনেক সময় নিরাপত্তারক্ষীদের হাত থেকে অনুরাগীদের উদ্ধার করতেও দেখা যায় ক্রিকেটারদের।
কোহলি এক্ষেত্রে তাঁর পা ছোঁয়া অনুরাগীকে বুকে টেনে নেন। কোহলির আলিঙ্গনের পরে সংশ্লিষ্ট অনুরাগীর খুশির ঠিকানা ছিল না। সেটা তাঁর শরীরি ভাষাতেই বোঝা যায়। সন্🍌দেহ নেই এই দিনটির কথা জীবনে কখনও ভুলবেন না বিরাটের সেই অনুরাগী।
সোমবার একানা স্টেডিয়ামে আরসিবির ১২৬ রানের জ🌳বাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় কোহলির বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত আগ্রাসী। প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে বিরাটের সেল🌳িব্রেশনে আগ্রসন ক্রমশ মাত্রা ছাড়াতে থাকে। অমিত মিশ্র, নবীন উল হকরা ব্যাট করার সময় বিরাটকে তাঁদের উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়ে দিতে দেখা যায়।
ম্যাচের শেষে 🔯আরসিবি ও লখনউ, উভয় দলের ক্রিকেটারদের সৌজন্য বিনিময়ের সময় বিরাট ও নবীন উল হকের মধ্যে একদফা ঝামেলা হয়। সেই রেশ গড়ায় অনেক দূর। একে একে কাইল মায়ের্স ও গৌতম গম্ভীরের সঙ্গে তর্কে জড়ান বিরাট। গম্ভীরের সঙ্গে অতীতেও একাধিকবার কথাকাটাকাটিতে জড়িয়েছেন বিরাট। এদিন সেই আগুনে ঘি পড়ে। একে অপরের দিকে রীতিমতো তেড়ে যান দুই তারকা। ꦐবাকিরা দু'জনকে ঠেলে সরিয়ে নিয়ে না গেলে ঝামেলা আরও বাড়ত সন্দেহ নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।