মুম্বই ইন্ডিয়ান্সের༺ কাছে ছিল নিছক নিয়মরক্ষার ম্যাচ। তবে দল্লি ক্যাপিটালসের কাছে লিগের শেষ ম্যাচটি কার্যত 🌳নক-আউটের রূপ নিয়েছিল। দিল্লি জিতলে প্লে-অফের যোগ্যতা অর্জন করত। সেক্ষেত্রে IPL 2022 থেকে ছিটকে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি হারলে আরসিবি প্লে-অফের টিকিট হাতে পেত। মুম্বইয়ের কাছে ঋষভ পন্তরা ম্যাচ হেরে বসায় শেষমেশ প্লে-অফে পৌঁছে যান বিরাট কোহলিরা।
ম্যাচের সেরা বুমরাহ
২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেওয়া জসপ্রীত বুমরাহ ম্যাচের স﷽েরা ক্রিকেটার নির্বাচিত হন।
দিল্লির হারে প্লে-অফে আরসিবি
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ম্যাচ হেরে আইপিএল ২০২২ থেকে ছিটকে গেল দিলဣ্🏅লি ক্যাপিটালস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৪ পয়েন্ট। ১৬ পয়েন্টে থাকা আরসিবি চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট হাতে পায়। তারা এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে লখনউয়ের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামবে গুজরাট ও রাজস্থান।
৫ উইকেটে জয়ী মুম্বই
দিল্লি ক্যাপিটালসের ৭ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়🃏ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান তুলে নেয়। ৫ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জেতেন রোহিত শর্মারা। ২টি ব♍াউন্ডারির সাহায্যে ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং।
তিলক আউট
১৮.৫ ওভারে নরকিয়ার বলে পন্তের দস্তানায় ধরা পড়েন তিলক বর্মা। ১টি 💮চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করেন তিলক। মুম্বই ১৫৫ রা✅নে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ড্যানিয়েল স্যামস। শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার মুম্বইয়ের।
টিম ডেভিড আউট
১৭.৫ ওভারে শার্দুলের বলে পৃথ্বীর হাতে ধরা পড়েন টিম ডেভিড। ২টি টার ও ৪টি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১৪৫ রানে༺ ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রমনদীপ। ২ ওভারে ১৪ রান দরকার মুম্বইয়ের।
৩ ওভারে মুম্বইয়ের দরকার ২৯
জয়ের জন্য শেষ ৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ২৯ রান। ১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৩১ রান। ৮ বলে ২২ র♛ান করেছেন টিম ডেভিড। ১৩𓆏 বলে ১৯ রান করেছেন তিলক বর্মা।
ব্রেভিস আউট
১৪.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেওয়াল্ড ব্রেভিস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে🙈 ৩৩ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন বেবি এবি। মুম্বই ৯৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন টিম ডেভিড। ক্রিজে এসে প্রথম বলেই কট বিহাইন্ড হয়েছিলেন ডেভিড। তবে পন্ত ডিꦺআরএস না নেওয়ায় বেঁচে যান তিনি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান ডেভিড। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১০১ রান।
ব্রেভিসের সহজ ক্যাচ ছাড়েন পন্ত
১১.৫ ওভারে কুলদীপের বল আকাশে তুলে বসেন ⭕ব্রেভিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাচ মিল করেন ঋষভ পন্ত। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৭৮ রান।
ইশান কিষাণ আউট
১১.৩ ওভারে কুলদীপের বলে ওয়♛ার্নারের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন ইশান। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া 🌌করেন তিনি। মুম্বই ৭৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন তিলক বর্মা।
১০ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ১ উইকেটে ৬২
দশম 🍃ওভারে কুলদীপ যাদবের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ডেওয়াল্ড ব্রেভিস। ১টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৮ রান ওঠে। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬২ রান। ইশান ২৯ বলে ৩৭ রান করেছেন। ব্রেভিস ১৮ বলে ২২ রান করেছেন।
৯ ওভারে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪৪
৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটের বিনিময়ে ৪🐼৪ রান। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩০ রান করেছেন ইশান কিষাণ। ডেওয়াল্ডা ব্রেভিস ১৫ বলে ১১ রান। তিনি ১টি চার মেরেছেন।
রোহিত আউট
৫.২ ওভারে এনরিখ নরকিয়ার বলে শার্দুল ঠাকুরের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।♔ ১৩ বলে ২ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। মুম্বই ২৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। পাওয়ার প্লের ৬ ওভারে মুম্বই ১ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে।
৪ ওভারে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ২৪
৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৪ রান। ইশান কিষাণ ১৪ বলে ২২ রান করেছেন। ১০ বলে ১ রান করেছেন রো💞হিত শর্মা। ইশান ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
নরকিয়ার ওভারে ১৪ রান তোলেন ইশান
দ্বিতীয় ওভারে নরকিয়ার বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ൲ব𓂃িনা উইকেটে ১৫ রান।
মুম্বইয়ের রান তাড়া করা শুরু
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন ইশান কিষাণ ও রোহিত শর্মা। দিল্লির হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ।🍷 প্রথম ওভারে ১ রান ওঠে।
মুম্বই-এর সামনে ১৬০ রানের লক্ষ্য
নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটলস স্কোর বোর্ডে তুলেছে ১৫৯ রান। দিল্লির হয়ে সর্ব🌠োচ্চ রান করেন রোভম্যান পাওয়েল। ৩৪ বলে তিনি করেন ৪৩ রান। ঋষভ করেছেন ৩৩ বলে ৩৯ রান।
DC-র সপ্তম উইকেটের পতন
শার্দুল ঠাকুরকে আউট করলেন রমনদ✨ীপ সিং। ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকাতে যা⭕ন শার্দুল। কিন্তু
DC ১৫০ রান সম্পূর্ণ করল
১৯.১ ওভারে ১৫০ রান সম্পূর্ণ করল দ𒊎িল্লি ক্যাপিটলস। রমনদীপের ওভারের প্রথম বলেই ১৫০ রান করে দিল্লি।
পাওয়েলকে আউট করলেন বুমরাহ
ম্যাচে নিজের তিন নম্বর উইকেট নিলেন বুমরাহ। ব্যাক্তিগত ৪৩ রানে করে সাজঘরে ফিরলেন রোভম্যান পাওয়েল। ইয়র্ক বলে আউট করলেন বুমরাহ। ১৮.২ ওভ🍎ারে দিল্লির স্কোর ১৪৩/
DC-র পঞ্চম উইকেটের পতন
রমনদীপ সিং নিজের প্রথম ওভারেই অনেক দামি প্রমাণিত হয়েছেন। রমনদীপের ওভারে তিনটি ওয়াইড, দুটি চার ও একটি ছক্কা মেরেছিলেন। সব বাউন্ডারি মেরেছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। এই ওভারে মোট ১৯ রান। তবে ওভারের শেষ বলে পন্তকে 🐻আউট করেন রমনদীপ সিং। ১৬ ওভারের শেষে দিল্লির স্কোর ১২৫/
DC ১০০ রান সম্পূর্ণ করল
দিল্লি ক্যাপিটালস ১৪.১ ওভারে ১০০ রান পূর্ণ করে। শেষ কয়েক ওভারে দুর্বল ফিল্ডিং এবং পাওয়েলের কিছু পাওয়ার হিটিং এর কারণে 🌸দিল্লি দ্রুত রান করেছে। পাওয়েল ৩৪ এবং পন্ত ২৪ রানে খেলছেন। ১৫ ওভার শেষে DC-র স্কোর ১০৬/৪ রান।
১৩তম ওভারে DC নিল ১৩ রান
যেন ছন্দে ফিরছে দিল্লি ♈ক্যাপিটস। ইনিংসের ১২তম ওভার ও ১৩তম ও🎃ভারে বড় রান করল দিল্লি ক্যাপিটলস। রোভম্যান পাওয়েলের ব্যাটে বড় রানের স্বপ্ন দেখছে দিল্লি।
১২তম ওভারে ২০ রান নিল DC
ইনিংসের ১২তম ওভারে দুটি ছক্কা মারেন রোভম্যান পাওয়েল। শোকিনের ওভারটি ইতিমধ্যেই ব্যয়বহুল ছিল। পঞ্চম বলে বুম🌸রাহর খারাপ ফিল্ডিং করেন এবং ব্যাটসম্যান একটি চার পান। এই ওভারে মোট ২০ রান নেয় 🍌দিল্লি।
১১ ওভারে দিল্লির স্কোর ৬৪/৪
১১ ওভার শেষে দিল্লি ক্যাপিটলসের স্কোর ৬৪/৪ রান। ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত ও রোভম্যান পাওয়েল। এখনও পর্যন্ত ২টি উই♚কেটের শিকার করেছেন জসপ্রীত বুমরাহ
DC-র চতুর্থ উইকেটে পতন
সাত বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেলেন সারফারাজ খান।🃏 চাপে দিল্লি ক্যাপিটলস। ৮.৪ ওভারে দিল্লির স্কোর ৫০/৪ রান।
বুমরাহ-র বলে আউট পৃথ্বী শ
দিল্লি ক্যাপিটলসের তৃতীয় উইকেটের পত। বুমরাহর বলে ইশান কিষাণের ꧙হাতে ক্যাচ দিয়ে♑ আউট হন পৃথ্বী শ। ৫.৪ ওভারে দিল্লির স্কোর ৩১
DC-র দ্বিতীয় উইকেটের পতন
মিচেল মার্শকে আউট করলেন জসপ্রীত বুমরাহ। খাতা না খুলেই রꩵোহিতের হাতে ক🍸্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দিল্লির স্কোর ২২/২ রান।
দিল্লির প্রথম উইকেটের পতন
ড্যানিয়েল স্যামসের বলে বুমরাহ-র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ꦬফিরে যান ডেভিড ওয়ার্নার। ব্যাক্তিগত পাঁচ রান করে আউট হন ওয়া🐼র্নার। DC-র স্কোর ৩ ওভারে ২১/১ রান।
১২ বলে ১২ রান করল DC
দ্বিতীয় ওভারের শেষে দিল্লি ক্যাপিটলসের স্কোর বিনা উইকে𒁃টে ১২ রান। পৃথ্বী করেছেন সাত রান ও ওয়ার্নারের স্কোর ৫ পা
প্রথম ওভারে DC-র স্কোর ৬/০
মুম্বই ইন্ডিয়াꦦন্সের হয়ে পর্থম ওভার বল করতে এসেছিলেন ড্যানিয়েল স্যামস। প্রথম ওভারে ৬ রান দিলেন তিনি। প্রথম ওভারে একটি🦩 চার হাঁকান পৃথ্বী
ইনিংস ওপেন করলেন ওয়ার্নার ও পৃথ্বী
ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর পুরনো জুটি আবারও দিল্লি ক্যাপꦕিটালসের হয়ে মাঠে নেমেছে। অসুস্থতার কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি পৃথ্বী শ। পুরনো ছন্দ ফিরে পাওয়াটা একটু কঠিন হবে পৃথ্বী শ'র জন্য। কিন্তু শেষ কয়েক ম্যাচে বড় স্কোর করতে পারেননি ওয়ার্নার। তার কাছ থেকে বড় ইনিংস আশা করা হচ্ছে।
দলে ফিরলেন পৃথ্বী শ
টস হেরে হতাশ হয়ে যান দি♍ল্লির অধিনায়ক ঋষভ পন্ত। নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে পন্ত জানান, তিনিও টস জিতে ফিল্ডিং নিতে চেয়েছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরলেন পৃথ্বী শ। ললিত যাদবের জায়গায় তাকে দলে ফেরাল
টস জিতে ফিল্ডিং নিল মুম্বই ইন্ডিয়ান্স
গুরুত্বপূর্ণ ম্🔯যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে দিল্লি ক্যাপিট😼লসকে ব্যাট করতে পাঠালেন MI ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে টস হারার আফসোস করলেন পন্ত। টসের পরেই শুরু হয় বৃষ্টি।
প্লে-অফের ছবি
গুজরাট টাইটানস ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছে। রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাকা করে। লখনউ সুপার জায়ান্টসও ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় তাদের থেকে যেতে হয় লিগ টেবিলের তিন নম্বরে। আরসিবি ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে। মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি জিতলে পন্তদের সংগ্রহᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দাঁড়াবে ১৪ ম্যাচে ১৬ পয়েন্টে। সেক্ষেত্রে রান-রেটে এগিয়ে থেকে দিল্লি চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাবে। দিল্লি হারলে ১৪ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪। তাহলে প্লে-অফের টিকিট হাতে পাবে আরসিবি।
ভার্চুয়াল প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে দিল্লি
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর শ🔯েষ লিগ ম্যাচটি দিল্লি ক্যাপিটালসের কাছে কার্যত ভার্চুয়াল প্রি-কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে। জিতলে প্লে-অফের টিকিট হাতে পাবেন ঋষভ পন্তরা। সেক্ষেত্রে তাঁরা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটরের লড়াইয়ে নামবেন। এলিমিনেটর জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার, তার পরে ফাইনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।