চ্যাম্পিয়ন হয়নি টিম। তবু রাজস্থান রয়্যালসের দুই প্লেয়ারই এ বার অরেঞ্জ এবং পার্পল ক্যাপ জিতেছে। আইপিএলের একই টিম থেকে পার্পল এবং অরেঞ্জ ক্যাপ জয়ের নজির হাতেগোনা। তার উপর আবার চ্যাম্পিয়ন না হওয়ার টিমের ক্ষেত𒊎্রে এমন নজির রয়েছে রাজস্থানকে ছাড়া আর ২ টিমের।
এর আ🎶গে ২০১৩-তে চেন্নাই সুপার কিংসের মাইকেল হাসি এবং ডোয়েন ব্র্যাভো অরেঞ্জ এবং পার্পল ক্যাপ জিতেছিল। ২০১৭ সালে আবার সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার এবং ভুবনেশ্বর কুমার অরেঞ্জ এবং পার্পল ক্যাপ জিতেছিল। এই দুই দলই চ্যাম্পিয়ন হয়নি। এ বার আবার রাজস্থান রয়্যালসের জোস বাটলার অরেঞ্জ ক্যাপ এবং যুজবেন্দ্র চাহাল পার্পল ক্যাপ জিতেছে। তবে গুজরাট🌳 টাইটানসের কাছে ৭ উইকেটে হেরেছে রাজস্থান।
আরও পড়ুন: ‘হার্দিককে T20-তে চারে খেলানো উচিত’, ভারত🐼ের থিঙ্ক ট্যাঙ্ককে ভাবতে বললেন ভেত্তোরি
আরও পড়ুন: দল হারলেও পুরস্কার পেয়েই সবচে꧙য়ে ধনী বাটলার, দেখে নিন সেই তালিকা
রবিবার আইপিএলের মেগা ফাইনালে গুজরাট মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিকের দাপটে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান করে মাত্র ১৩০ রান। তাদের হয়ে সর্বোচ্চ রান জোস বাটলারের। ৩৫ বলে ৩৯ করেন তিনি। ꦦদ্বিতীয় সর্বোচ্চ জয়স্বী জয়সওয়ালের। তিনি ১৬ বলে ২২ করেন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। টাইটানসের হার্দিক নেন ৩ উইকেট। ২ উইকেট নিয়েছেনসাই কিশোর।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান করে টাইটানস। শুভমন গিল করেন ৪৩ বলে অপরাজিত ৪৫ রান। ৩০ বলে ৩৪ করেন হার্দিক পাণ্ডিয়া। ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন ডেভিড মিলার। ৭ উইকেট ম্যাচ জিতে অভিষেক আইপিএল💯েই ইতিহাস গড়লেন হার্দিক পাণ্ডিয়ারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।